পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by 8 আরম্ভ হইলে তোমরা উৰ্দ্ধদৃষ্টি করিও, মাথা তুলিও, কেনন। তোমাদের মুক্তি সন্নিকট । - ২৯ আর তিনি তাহাদিগকে একটা দৃষ্টান্ত কহিলেন, ডুমুর। ৩• গাছ ও আর সকল গাছ দেখ ; যখন সেগুলি পল্পবিত। হয়, তখন তাহ দেখিয়া তোমরা আপনারাই বুঝিতে | ৩১ পার যে, এখন গ্রীষ্মকাল সন্নিকট । সেইরূপ তোমরাও । যখন এই সকল ঘটিতেছে দেখিবে, তখন জানিবে, । ৩২ ঈশ্বরের রাজ্য সন্নিকট । আমি তোমাদিগকে সত্য | বলিতেছি, এই কালের লোকদের লোপ হইবে না, ৩৩ যে পৰ্য্যন্ত না সমস্ত সিদ্ধ হইবে । আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনও হইবে না । কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ৩৫ ফাদের দ্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে ; কেননা সেই দিন সমস্ত ভুতল-নিবাসী সকলের উপরে উপস্থিত ৩৬ হইবে । কিন্তু তোমরা সৰ্ব্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে, তাহ। এড়াইতে, এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাড়াইতে, শক্তিমান হও । আর তিনি প্রতিদিন ধৰ্ম্মধামে উপদেশ দিতেন, এবং প্রতিরাত্রে বাহিরে গিয়া জৈতুন নামক পৰ্ব্বতে ৩৮ অবস্থিতি করিতেন। আর সমস্ত লোক তাহার কথা లి 8 9 শুনিবার জন্য প্রত্যুষে ধৰ্ম্মধামে তাহার নিকটে | অগসিত । যীশুর শেষ দুঃখভোগ ও মৃত্যু । २२ , *** - তাড় শূন্ত রুটার পবব, যাহাকে নিস্তারপর্ব বলে, নিকটবৰ্ত্তী হইতেছিল ; আর প্রধান যাজকগণ ও অধ্যাপকের কি প্রকারে তাহাকে বধ করিতে পারে, তাহারই চেষ্টা করিতেছিল, কেননা তাহার। লোকদিগকে ভয় করিত । ঈস্করিয়োতীয় যিছদণর বিশ্বাসঘাতকতা । ও আর শয়তান সঙ্করিয়োতীয় নামক যিহুদার ভিতরে ৪ প্রবেশ করিল, এ সেই বার জনের এক জন । তখন সে গিয়া প্রধান যাজকদের ও সেনাপতিদের সহিত কথোপকথন করিল, কিরূপে তাহাকে তাহাদের হস্তে লুক । ও সমপণ করিতে পরিবে । তখন তাহারা আনন্দিত হইল, ও তাহাকে টাকা দিতে প্রতিজ্ঞ করিল । । ৬ তাহাতে সে সম্মত হইল, এবং জনতার অগোচরে তাহাকে তাহদের হস্তে সমর্পণ করিবার সুযোগ অন্বেষণ করিতে লাগিল । নিম্ভার পর্ব পালন ও প্রভুর ভোজ স্থাপন । ৭ পরে তাড়াশূন্য রটার দিন, অর্থাৎ যে দিন নিস্তারপকেবর মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন ৮ আসিল । তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ ১ । মথি ২৬ অধ্য । মার্ক ১৪ অধ্য। যোহন ১৮ - ১-২৭ । |* [ १ > ; २२- ९ १ ; २७ ॥ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তারপর্কেবর ভোজ প্রস্তুত কর, আমরা ভোজন ৯ করিব । তাহার বলিলেন, কোথায় প্রস্তুত করিব ? ১• আপনকার ইচ্ছা কি ? তিনি তাহাদিগকে কহিলেন, দেখ, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলশ জল লইয়া আসিতেছে ; তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ, যে ১১ বাটীতে সে প্রবেশ করিবে, তথায় যাইবে । আর তোমর। বাটীর কৰ্ত্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, সেই অতিথিশাল কোথায়, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তারপর্কেবর ভোজ ভোজন করিতে ১২ পারি ? তাহাতে সে তোমাদিগকে সাজান একটা উপরের বড় কুঠরী দেখাইয়া দিবে ; সেই স্থানে প্রস্তুত ১৩ করিও । তাহার। গিয়া, তিনি যেরূপ বলিয়াছিলেন, সেইরূপ দেখিতে পাইলেন ; আর নিস্তারপর্কেবর ভোজ প্রস্তুত করিলেন । ১ ও পরে সময় উপস্থিত হইলে তিনি ও তাহার সঙ্গে ১৫ প্রেরিতগণ ভোজনে বসিলেন । তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূৰ্ব্বে তোমাদের সহিত আমি এই নিস্তারপর্কেবর ভোজ ভোজন করিতে ১৬ একান্তই বাঞ্ছা করিয়াছি ; কেননা আমি তোমাদিগকে বলিতেছি, আমি ইহা আর ভোজন করিব ১৭ না, যে পৰ্য্যন্ত না ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ হয়। পরে তিনি পানপত্র গ্রহণ করিয়া ধন্যবাদপূর্বক কহিলেন, ১৮ হই। লও, এবং আপনাদের মধ্যে বিভাগ কর ; কেননা আমি তোমাদিগকে বলতেছি, এখন অবধি আমি দ্রীক্ষণফলের রস আর পান করিব না, যে পৰ্য্যন্ত ১৯ ন৷ ঈশ্বরের রাজ্যের আগমন হয়। পরে তিনি রুটী লইয়৷ ধষ্ঠবাদপূর্বক ভাঙ্গিলেন, এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায় ক্ষ, ইহা আমার স্মরণার্থে করিও । ২ • আর সেইরূপে তিনি ভোজন শেষ হইলে পানপত্রটা লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নুতন ২১ নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয় । কিন্তু দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে, তাহার ২২ হস্ত আমার সহিত মেজের উপরে রহিয়াছে । কেননা যেমন নিরূপিত হইয়াছে, তদনুসারে মনুষ্যপুত্র যাইতেছেন, কিন্তু ধিক্ সেহ ব্যক্তিকে, যাহার দ্বারা তিনি ২৩ সমপিত হন । তখন তাহারা পরস্পর জিজ্ঞাসা করিতে লাগলেন, তবে আমাদের মধ্যে এ কাজ কে করিবে ? ২৪ আর তাহীদের মধ্যে এই বিবাদও উৎপন্ন হইল ২৫ যে, তাহাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলিয়া গণ্য। কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, জাতিগণের রাজারাই তাহাদের উপরে প্রভুত্ব করে, এবং তাহদের শাসনকৰ্ত্তারাই “ হিতকারী বলিয়া আখ্যাত হয়। কিন্তু তোমরা সেইরূপ হইও না ; বরং তোমাদের মধ্যে যে শ্ৰেষ্ঠ, সে কনিষ্ঠের ন্তায় হউক ; এবং যে প্রধান, সে

  • ( বা ) যাইতেছে। + ( বা ) হইতেছে ।

84