९ २ ; २१-७२ । ] ভোজনে বসে, ন যে পরিচর্য্য করে ? যে ভোজনে বসে, সেই কি নয় ? কিন্তু আমি তোমাদের মধ্যে ২৮ পরিচারকের ন্যায় রহিয়াছি । তোমরাই আমার সকল পরীক্ষার মধ্যে আমার সঙ্গে সঙ্গে বরাবর রহিয়াছ ; ২৯ আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক ৩• রাজ্য নিরূপণ করিতেছি, যেন তোমরা আমার রাজ্যে আমার মেজে ভোজন পান কর ; আর তোমরা | সিংহাসনে বসিয়া তন্ত্ৰীয়েলের দ্বাদশ বংশের বিচার ৩১ করিবে। শিমোন, শিমোন, দেখ, গোমের স্থায় চালিবার জন্য শয়তান তোমাদিগকে আপনার বলিয়া চাহি- | ৩২ য়াছে ; কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি, যেন তোমার বিশ্বাসের লোপ না হয় ; আর তুমিও | একবার ফিরিলে পর তোমার ভ্রাতৃগণকে স্বস্থির করিও। ৩ ও তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনকার সঙ্গে আমি | কারাগারে যাইতে এবং মরিয়া যাইতেও প্রস্তুত আছি । ৩৪ তিনি কহিলেন, পিতর, আমি তোমাকে বলতেছি, আজি কুকুড়া ডাকিবে না, যে পৰ্য্যন্ত না তুমি আমাকে | চিন না বলিয়। তিন বার অস্বীকার করিবে । আর তিনি তাহাদিগকে কহিলেন, আমি যখন থলী, বুলি ও জুতা ছাড়া তোমাদিগকে পাঠাইয়াছিলাম, তথন তোমাদের কি কিছুর অভাব হইয়াছিল ? তাহারা ৩৬ কহিলেন, কিছুরই নয়। তখন তিনি তাহাদিগকে কহিলেন, কিন্তু এখন যাহার খলী আছে, সে তাহ। গ্রহণ করুক, সেইরূপ বুলিও গ্রহণ করুক ; এবং যাহার নাই, সে আপন চোগ। বিক্রয় করিয়া খড়গ ৩৭ ক্রয় করুক। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, এই যে বচন লিখিত আছে, “ আর তিনি অধৰ্ম্মীদের সহিত গণিত হইলেন,” * তাহা আমাতে সিদ্ধ হইতে হইবে ; কারণ আমার সম্বন্ধীয় যাহা, তাহ। সিদ্ধি পাহ৩৮ তে ছ। তপন তাহার কহিলেন, প্রভু, দেখুন, দুইখান খড়গ আছে। তিনি তাহাদিগকে কহিলেন, এই যথেষ্ট । গেণ্ড লিমানী বাগানে যীশুর মৰ্ম্মভেদী দুঃখ । পরে তিনি বাহির হইয় আপন রীতি অনুসারে জৈতুন পৰ্ব্বতে গেলেন, এবং শিষ্যগণও তাহার পশ্চাৎ ৪ - পশ্চাৎ চলিলেন । সেই স্থানে উপস্থিত হইলে পর তিনি তাহাদিগকে বলিলেন, তোমরা প্রার্থনা কর, যেন ৪১ পরীক্ষায় না পড়। পরে তিনি তাহদের হইতে কমবেশ এক ঢেলার পথ অন্তরে গেলেন, এবং জানু পাতিয়া ৪২ প্রার্থনা করিতে লাগিলেন, বলিলেন, পিতঃ, যদি 3( ులిస লুক । ২৭ পরিচারকের ন্যায় হউক । কারণ, কে শ্রেষ্ঠ ? 覽 তোমার অভিমত হয়, আমা হইতে এই পানপত্র । দূর কর ; তথাপি আমার ইচ্ছ। নয়, তোমারই ইচ্ছ। ৪৩ সিদ্ধ হউক । তখন স্বৰ্গ হইতে এক দূত দেপা দিয়া | ৪৪ তাহাকে সবল করিলেন। পরে তিনি মৰ্ম্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরও একাগ্রভাবে প্রার্থনা করিলেন ; b〜○。 ৪৫ হইয়া ভুমিতে পড়িতে লাগিল। পরে তিনি প্রার্থন। করিয়া উঠিলে পর শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন, ৪৬ তাহারা দুঃখ হেতু ঘুমাইয়া পড়িয়াছেন, আর তাহাদিগকে বলিলেন, কেন ঘুমাইতেছ ? উঠ, প্রার্থন। কর, যেন পরীক্ষায় না পড়। যীশু শত্রুদের হন্তে সমপিত হন । তিনি কথা কহিতেছেন, এমন সময়ে দেখ, অনেক লোক, এবং যাহার নাম যিহ্রদ,-সেই বার জনের মধ্যে এক জন—সে তাহদের আগে আগে আসিতেছে ; সে যীশুকে চুম্বন করিবার জন্ত তাহার নিকটে তাসিল। কিন্তু যীশু তাহাকে কহিলেন, যিহুদা, চুম্বন দ্বারা কি মনুষ্যপুত্রকে সমর্পণ করিতেছ ? তখন কি কি ঘটিবে, তাই দেখিয়া যাহারা তাহার কাছে ছিলেন, তাহারা কহিলেন, প্রভু, আমরা কি খড়গ দ্বারা আঘাত করিব ? আর তাহদের মধ্যে এক ব্যক্তি মহাযাজকের দাসকে আঘাত করিয়া তাহার দক্ষিণ কর্ণ কাটিয়া ফেলিলেন । কিন্তু যীশু উত্তর করিলেন, এই পৰ্য্যন্ত ক্ষান্ত হও । পরে তিনি তাহার কর্ণ স্পশ করিয়া ৫২ তাহাকে সুস্থ করিলেন। আর যাহারা তাহার বিরুদ্ধে আসিয়াছিল—প্রধান যাজকগণ, ধৰ্ম্মধামের সেনাপতিগণ ও প্রাচীনবর্গ—যীশু তাহাদিগকে কহিলেন, লোকে যেমন দম্যর বিরুদ্ধে যায়, তেমনি খড়গ ও লাঠি ও লইয়া কি তোমরা আসিলে ? আমি যখন প্রতিদিন ধৰ্ম্মধামে তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমার বিরুদ্ধে হস্ত বিস্তার কর নাই ; কিন্তু এই তোমাদের সময় এবং অন্ধকারের অধিকার । পিতর তিন বণর যীশুকে অস্বীকার করেন। পরে তাহারা তাহাকে ধরিয়া লইয়া গেল, এবং মহাযাজকের বাটতে আনিল ; আর পিতর দূরে থাকিয়া পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। পরে লোকেরা প্রাঙ্গণের মধ্যে আগুন জ্বালিয়া একত্র বসিলে পিতর তাহাদের মধ্যে বসিলেন । তিনি সেই আলোর কাছে বসিলে এক দশসা তাহকে দেখিয়া তাহার দিকে একদুষ্টে চাহিয়া বলিল, এ ব্যক্তিও উহার সঙ্গে ছিল । কিন্তু তিনি অস্বীকার করিয়া কহিলেন, না, নারি ! আমি তাহাকে চিনি না। একটু পরে আর এক জন তাহাকে দেখিয়া বলিল, তুমিও তাহদের এক জন । ৫৯ পিতর কহিলেন, ওহে আমি নই । ঘণ্টা থানেক পরে আর এক জন দৃঢ় রূপে বলিল, সত্য, এ ব্যক্তিও তাহার সঙ্গে ছিল, কেননা এ গালীলীয় লোক । তখন পিতর কহিলেন, ওহে, তুমি কি বলিতেছ, আমি বুঝিতে পারি না। আর আমনি, তিনি কথা বলিতে বলিতে, কুকুড়া ডাকিয়া উঠিল । আর প্রভু মুখ ফিরাইয়৷ পিতরের দিকে দৃষ্টিপাত করিলেন ; তাহাতে প্রভু এই যে বাক্য বলিয়াছিলেন, " অদ্য কুকুড়া ডাকিবার পূৰ্ব্বে তুমি তিন বার আমাকে অস্বীকার করিবে, তাহ। 8 * 8 br 8> С в & S @ 8 QQ ○ 。 C: ○ bア e و لا ناة অণর তাহার ঘৰ্ম্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোট৷ ৬২ পিতরের মনে পড়িল । আর তিনি বাহিরে গিয়৷
- যিশ ৫৩ : ১২ ৷ |
অত্যন্ত রোদন করিলেন । 85