શ ૭ ; ૭૦ - 8 ; ૨૨ | ] যাহাঁদের উদর কখনও প্রসব করে নাই, যাহাঁদের স্তন ৩• কখনও দুগ্ধ দেয় নাই। সেই সময়ে লোকেরা পৰ্ব্বতগণকে বলতে আরম্ভ করিবে, আমাদের উপরে পড় ; এবং উপপৰ্ববতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়৷ ৩১ রাখ। * কারণ লোকের সরস বৃক্ষের প্রতি যদি এমন করে, তবে শুষ্ক বৃক্ষে কি না ঘটিবে ? আরও দুই জন লোক দুই জন দুষ্কৰ্ম্মকারী, হত হহবার জন্য র্তাহার সঙ্গে নীত হইল । পরে মাথার খুলি নামক স্থানে গিয় তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কৰ্ম্মকারীকে ক্রুশে দিল, এক জনকে তাহার দক্ষিণ পাশ্বে ও অন্ত জনকে বাম পার্থে রাখিল । তখন যীশু কহিলেন, পিতঃ, ইহাদিগকে ক্ষমা কর, কেননা ইহারা কি করিতেছে, তাহ জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। লোকসমূহ দাড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাহাকে উপহাস করিয়! বলিতে লাগিল, ঐ ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করুক, যদি ও ঈশ্বরের সেই খ্ৰীষ্ট, তাহার মনোনীত হয় ; আর সেনাগণও তাহাকে বিদ্রুপ করিল, নিকটে গিয়। র্তাহার কাছে অম্লরস লহয়। বলিতে লাগিল, তুমি যদি যিহুদীদের রাজা হও, তবে আপনাকে রক্ষা কর। আর তাহার উদ্ধে এই অধিলিপি ছিল, “ এ ব্যক্তি যিহুদীদের রাজ ।” ৩২ ○○ ○8 vం( ○○ ●ዓ Str 9ல் লুক । আর যে দুই দুষ্কৰ্ম্মকারীকে ক্রুশে টাঙ্গান গিয়াছিল, bー° ৪= ফিরিয়৷ গেল। আর তাহার পরিচিত সকলে, এবং যে স্ত্রীলোকেরা তাহার সঙ্গে গালীল হইতে আসিয়াছিলেন, তাহার দূরে দাড়াইয়া এই সমস্ত দেখিতেছিলেন । যীশুর সমাধি । আর দেখ, যোষেফ নামে এক ব্যক্তি ছিলেন, তিনি ৫ ১ মন্ত্রী, এক জন সৎ ও ধাৰ্ম্মিক লোক, এই ব্যক্তি উস্তাদের মন্ত্রণাতে ও ক্রিয়াতে সম্মত হন নাই ; তিনি যিহুদীদের আরমাথিয়া নগরর লোক ; তিনি ঈশ্বরের রাজ্যের ৫২ অপেক্ষা করিতেছিলেন । এই ব্যক্তি পালাতের নিকটে ৫৩ গিয় যীশুর দেহ যাদ্ধা করিলেন ; পরে তাহ নামাইয়। সরু চাদরে জড়াইলেন, এবং শৈলে খোদিত এক কবরমধ্যে র্তাহাকে রাখিলেন, যাহাতে কখনও কাহাকেও ৫৪ রাখা যায় নাই । সেই দিন আয়োজনের দিন, এবং ৫৫ বিশ্রামবারের আরস্ত সন্নিকট হইতেছিল । আর যে স্ত্রীলোকের তাহার সঠিত গালীল হইতে আসিয়াছিলেন, তাহার। পশ্চাৎ পশ্চাৎ গিয়৷ সেই কবর, এবং কি প্রকারে তাহার দেহ রাখা যায়, তাহ ৫৬ দেখিলেন ; পরে ফিরিয়া গিয়। সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করিলেন । যীশুর পুনরুত্থান ও স্বর্গারোহণ । বিশ্রামবারে ১ তাহারা বিধিমতে বিশ্রাম কারলেন । কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুৰে Q o ミ8 BBBBB BB BB BB BBB BB BBB BBB SSSSSS BBB BBBB BBB B BBBS B BBBB BB লাগিল, তুমি নাকি সেই খ্ৰীষ্ট ? আপনাকে ও আমাদিগকে রক্ষা কর । কিন্তু অন্য জন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমিও কি ঈশ্বরকে ভয় কর না ? তুমি ত একই দণ্ড পাইতেছ। আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি ; কারণ যাহা যাহ। করিয়াছি, তাহারই সমুচিত ফল পাইতেছে ; কিন্তু ইনি অপকাৰ্য্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যীশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন ও আমাকে স্মরণ করবেন । তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে । তখন বেলা অনুমান বস্তু ঘটিকা, আর নবম ঘটিকা পয্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল, ৪৫ স্বঘ্যের আলো রহিল না । আর মন্দিরের তিরষ্করিণী ৪৬ মাঝামাঝি চিরিয়া গেল। আর যীশু উচ্চ রবে চীৎকার করিয়া কহিলেন, পিতঃ, তোমার হস্তে আমার আত্ম৷ সমর্পণ করি ; আর এই বলিয়। তিনি প্রাণত্যাগ ৪৭ করিলেন । যাহা ঘটিল, তাহ দেখিয় শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলন, সত্য, এই ব্যক্তি ধাৰ্ম্মিক ছিলেন। আর যে সমস্ত লোক এই দৃশ্য দেখিবার জন্য সমাগত হইয়াছিল, তাহারা যাহা যাহা ঘটিল, তাহ দেখিয়। বক্ষে করাঘাত করিতে কারতে 8 o 8 × 8ご 38 8br ২ প্রস্তুত করিয়াছিলেন, তাহ লইয়া আসিলেন ; আর দেখিলেন, কবর হইতে প্রস্তরখান সরান গিয়াছে, ৩ কিন্তু ভিতরে গিয়া প্রভূ যীশুর দেহ দেখিতে পাহলেন ৪ ন। তাহার এই বিষয় ভাবিতেছেন, এমন সময়ে, দেখ, উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের ৫ নিকটে দাড়াইলেন। তখন তাহার। ভীত হইয়৷ ভূমির দিকে মুখ নত করিলে সেই দুই ব্যক্তি তাহাদিগকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন । ৬ গালীলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা ৭ বলিয়াছিলেন, তাহ স্মরণ কর ; তিনি ত বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমপিত হইতে হইবে, ক্রুশারোপিত হইতে এবং তৃতীয় দিবসে উঠতে ৮ হইবে । তখন তাহার সেই কথাগুলি তাহীদের স্মরণ ৯ হইল ; আর তাহার কবর হইতে ফিরিয়া গিয়া সেই এগার জনকে ও অন্য সকলকে এই সমস্ত সংবাদ ১০ দিলেন । ইহারা মগদলীনী মরিয়ম, যোহান ও যাকোবের মাতা মরিয়ম ; আর ইহঁাদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিতদিগকে এই সকল কথা বললেন । ১১ কিন্তু এই সকল কথা তাহদের কাছে গল্পতুল্য বোধ হইল ; তাহার। তাহদের কথায় তা বিশ্বাস করিলেন । ১২ তথাপি পি তর উঠিয়া কবরের নিকটে দৌড়িয়া গেলেন,
- হোশোয় ১০ : ৮ ।
১ । মথি ২৮ অধ্য । মার্ক ১৩ অধ্য । যোহন ২০ অধ্য । 87