পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે રે কেহ কদাচরণ করে, সে জ্যোতি ঘৃণা করে, এবং জ্যোতির নিকটে তাইসে না, পাছে তাহার কৰ্ম্ম ২১ সকলের দোষ ব্যক্ত হয় । কিন্তু যে সত্য সাধন করে, সে জ্যোতির নিকটে আইসে, যেন তাহার কৰ্ম্ম সকল ঈশ্বরে সাধিত বলিয়া সপ্রকাশ হয় । যীশুর বিষয়ে যোহনের সাক্ষ্য । তৎপরে যীশু ও তাহার শিষ্যগণ যিছুদিয়া দেশে আসিলেন, আর তিনি সেখানে তাহদের সহিত থাকি২৩ লেন, এবং বগুণইজ করিতে লাগিলেন । তার যোহনও শালীমের নিকটবৰ্ত্তী ঐনোনে বাপ্তাইজ করিতেছিলেন, কারণ সেই স্থানে অনেক জল ছিল ; ২৪ আর লোকের আসিয়া বাপ্তাইজিত হইত, কারণ ২৫ তখনও যোহন কারাগারে নিক্ষিপ্ত হন নাই । তখন এক জন যিহুদীর সহিত শুচীকরণ বিষয়ে যোহনের ২৬ শিষ্যদের তর্ক হইল। পরে তাহার যোহনের নিকটে আদিয়া তাহাকে কহিল, রবিব, যিনি যদিনের ওপারে অাপনকার সহিত ছিলেন, যাহার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়াছেন, দেখুন, তিনি বাপ্তাইজ করিতেছেন, ২৭ এবং সকলে তাহার নিকটে যাইতেছে। যোহন উত্তর করিয়া কহিলেন, স্বর্গ হইতে মনুষ্যকে যাহা দত্ত হইয়াছে, তাহ ছাড়া সে আর কিছুই গ্রহণ করিতে ২৮ পারে না । তোমরা আপনারাই আমার সাক্ষী যে, আমি বলিয়াছি, আমি সেই খ্ৰীষ্ট নহি, কিন্তু তাহার ২৯ অগ্রে প্রেরিত হইয়াছি । যে ব্যক্তি কন্যাকে পাইয়াছে, সেই বর ; কিন্তু বরের মিত্র যে দাড়াইয় তাহার কথা শুনে, সে বরের রবে অতিশয় আনন্দিত হয়; অতএব ৩০ অামার এই আনন্দ পূর্ণ হইল । উইকে বৃদ্ধি পাইতে হইবে, কিন্তু আমাকে হ্রাস পাইতে হইবে । যিনি উপর হইতে তাইসেন, তিনি সৰ্ব্বপ্রধান ; যে পৃথিবী হইতে, সে পার্থিব, এবং পৃথিবীরই কথা কহে ; যিনি স্বগ হইতে আইসেন, তিনি সৰ্ব্বপ্রধান । ৩২ তিনি যাহ। দেখিয়াছেন ও শুনিয়াছেন, তাহারই সাক্ষ্য দিতেছেন, আর তাহার সাক্ষ্য কেহ গ্রহণ করে না । ৩৩ যে তাহার সাক্ষা গ্রহণ করিয়াছে, সে ইহাতে মুদ্রাঙ্ক ৩৪ দিয়াছে যে, ঈশ্বর সত্য । কারণ ঈশ্বর যাহাকে প্রেরণ করিয়াছেন, তিনি ঈশ্বরের বাক্য বলেন ; কারণ ঈশ্বর ৩৫ আত্মাকে পরিমাণ-পূর্বক দেন না। পিতা পুত্রকে প্রেম ৩৬ করেন, এবং সমস্তই তাহার হস্তে দিয়াছেন । যে কেহ পুত্রে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে ; কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে, সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। শমরীয়া নারীকে দত্ত যীশুর শিক্ষা ও তাহার ফল । প্রভু যখন জানিলেন যে, ফল্পী শীরা শুনিয়াছে, যীশু যোহন হইতে অধিক শিষ্য করেন এবং ২ বাপ্তাইজ করেন—কিন্তু যীশু নিজে বাপ্তাইজ করি २ रे ○ ) যোহন । [ © ; २४- 8 ; २४ ॥ ৩ তেন না, তাহার শিষ্যগণই করিতেন—তখন তিনি যিছুদিয়া ত্যাগ করিলেন, এবং পুনৰ্ব্বার গালীলে ৪ চলিয়া গেলেন । আর শমরিয়ার মধ্য দিয়। র্তাহাকে ৫ যাইতে হইল। তাহাতে তিনি শুখর নামক শমরিয়ার এক নগরের নিকটে গেলেন ; যাকোব আপন পুত্র যোষেফকে যে ভূমি দান করিয়াছিলেন, সেই নগর ৬ তাহার নিকটবৰ্ত্তী। আর সেই স্থানে যাকোবের কুপ ছিল। তখন যীশু পথশ্ৰান্ত হওয়াতে অমনি সেই কুপের পাশ্বে বসিলেন । বেলা তখন অনুমান ষষ্ঠ ঘটিকা । ৭ শমরিয়ার একটা স্ত্রীলোক জল তুলিতে আসিল । যীশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দেও। ৮ কেননা তাহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে ৯ গিয়াছিলেন। তাহাতে শমরীয় স্ত্রীলোকটী বলিল, আপনি যিহুদী হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন ? আমি ত শমরীয় স্ত্রীলোক –কেননা শমরীয়দের সহিত যিহুদীদের ব্যবহার নাই –যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে, ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন, “আমাকে পান করিবার জল দেও, তবে তাহারই নিকটে তুমি ষাক্রা করিতে, এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রীলোকটী তাহাকে বলিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নাই, কুপটাও গভীর ; তবে সেই জীবন্ত ১২ জল কোথা হইতে পাইলেন ? আমাদের পিতৃপুরুষ যাকোব হইতে কি আপনি মহান ? তিনিই আমাদিগকে এই কূপ দিয়াছেন, আর ইহার জল তিনি নিজে ও তাহার পুত্ৰগণ পান করিতেন, তাহার ১৩ পশুপালও পান করিত। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে, তাহার আবার ১৪ পিপাসা হইবে ; কিন্তু আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাস৷ আর কখনও হইবে না ; বরং আমি তাহাকে যে জল দিব, তাহ। তাহার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন ১৫ পয্যন্ত উথলিয়া উঠিবে। স্ত্রীলোকটী তাহাকে বলিল, মহাশয়, সেই জল আমাকে দিউন, যেন আমার পিপাসা ন পায়, এবং জল তুলিবার জন্য এতট৷ ১৬ পথ হাটিয়া আসিতে না হয় । যীশু তাহাকে বলিলেন, যাও, তোমার স্বামীকে এখানে ডাকিয় লইয়া আইস । ১৭ খ্রীলোকটা উত্তর করিয়া তাহাকে কহিল, আমার ১৮ স্বামী নাই। যীশু তাহাকে বলিলেন, তুমি ভালই বলিয়াছ যে, আমার স্বামী নাই ; কেননা তোমার পাঁচটা স্বামী হইয়। গিয়াছে, আর এখন তোমার যে আছে, সে তোমার স্বামী নয় ; এ কথা সত্য ১৯ বলিলে। স্ত্রীলোকটী তাহাকে বলিল, মহাশয়, আমি ২• দেখিতেছি যে, আপনি ভাববাদী। আমাদের পিতৃপুরুষের এই পৰ্ব্বতে ভজনা করিতেন, আর আপনার বলিয়া থাকেন, যে স্থানে ভজন করা উচিত, সে ২১ স্থানটী যিরশালেমেই আছে। যীশু তাহাকে বলেন, N \ 92