পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レ; )○ 8૭ | ] ১৩ জীবনের দীপ্তি পাইবে । তাহাতে ফরাশীরা তাহাকে কহিল, তুমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিতেছ ; ১৪ তোমার সাক্ষ্য সত্য নহে। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যদিও আমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিই, তথাপি আমার সাক্ষ্য সত্য : কারণ আমি কোথা হইতে আসিয়াছি, কোথায়ই বা যাইতেছি, তাহ জানি ; কিন্তু আমি কোথ৷ হইতে আসি, কোথায়ই ব৷ যাইতেছি, তাহা তোমর ১৫ জান না । তোমরা মাংস অনুসারে বিচার করিতেছ ; ১৬ আমি কাহারও বিচার করি না । আর যদিও আমি বিচার করি, আমার বিচার সত্য, কেননা আমি এক নহি, কিন্তু আমি আছি, এবং পিতা আছেন, ১৭ যিনি আমাকে পাঠাইয়াছেন । আর তোমাদের ব্যবস্থাতেও লিখিত আছে, দুই জনের সাক্ষ্য সত্য * । ১৮ আমি আপনি আমার বিষয়ে সাক্ষা দিই, আর পিতা, ষিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আমার বিষয়ে ১৯ সাক্ষ্য দেন। তখন তাহারা তাহাকে বলিল, তোমার পিতা কোথায় ? যীশু উত্তর করিলেন, তোমরা আমাকেও জান না, আমার পিতাকেও জান না ; যদি আমাকে জানিতে, আমার পিতাকেও জানিতে । ২• এই সকল কথা তিনি ধৰ্ম্মধামে উপদেশ দিবার সময়ে ভাণ্ডার-গৃহে কহিলেন ; এবং কেহ তাহাকে ধরিল না, কারণ তখনও তাহার সময় উপস্থিত হয় নাই । পরে তিনি আবার তাহাদিগকে কহিলেন, আমি যাইতেছি, আর তোমরা আমার অন্বেষণ করিবে, ও তোমাদের পাপে মরিবে ; আমি যেখানে যাইতেছি, ২২ সেখানে তোমরা আসিতে পার না। তখন যিহুদীরা বলিল, এ কি আত্মঘাতী হইবে, তাই বলিতেছে, আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা আসিতে ২৩ পার না ? তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা অধঃস্থানের, আমি উৰ্দ্ধস্থানের ; তোমরা এ জগতের, ২৪ আমি এ জগতের নহি । এই জন্য তোমাদিগকে বলিলাম যে, তোমরা তোমাদের পাপসমূহে মরিবে ; কেননা যদি বিশ্বাস না কর যে, আমি সেই, তবে ২৫ তোমাদের পাপসমূহে মরিবে। তখন তাহারা কহিল, তুমি কে ? যীশু তাহাদিগকে বলিলেন, তাহাই ত ২৬ প্রথম হইতে তোমাদিগকে বলিতেছি + । তোমাদের বিষয়ে বলিবার ও বিচার করিবার অনেক কথা আমার আছে ; যাহা হউক, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি সত্য, এবং আমি তাহার নিকটে যাহা ২৭ যাহা শুনিয়াছি, তাহাই জগৎকে বলিতেছি। —তিনি ষে তাহাদিগকে পিতার বিষয় বলিতেছিলেন, ইহা ২৮ তাহারা বুঝিল না।—তখন যীশু কহিলেন, যখন তোমরা মনুষ্যপুত্রকে উচ্চে উঠাইবে, তখন জানিবে যে, আমি সেই, আর আমি আপন হইতে কিছুই করি না, 3)

  • দ্বি ১৭ ; গু ৷ ১৯ ; ১৫ ।

+ ( বা ) কেনই ব1 অণমি তোমাদের কাছে একেবারেই কথা বলি ? যোহন । ఎ ఎ কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়াছেন, তদনুসারে ২৯ এই সকল কথা কহি । আর যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন ; তিনি আমাকে এক ছাড়িয়া দেন নাই, কেননা আমি সৰ্ব্বদা র্তাহীর সন্তোষজনক কাৰ্য্য করি । ৩০ তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাতে ৩১ বিশ্বাস করিল। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাক, তাহা হইলে সত্যই তোমরা ৩২ আমার শিষ্য ; আর তোমরা সেই সত্য জানিবে, এবং ৩৩ সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। তাহার তাহাকে উত্তর করিল, আমরা অব্রাহীমের বংশ, কখনও কাহারও দাস হই নাই , আপনি কেমন করিয়া বলিতেছেন যে, তোমাদিগকে স্বাধীন করা ৩৪ যাইবে ? যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ ৩৫ করে, সে পাপের দাস । তার দাস বাটীতে চিরকাল ৩৬ থাকে না ; পুত্র চিরকাল থাকেন। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে ৩৭ স্বাধীন হইবে । আমি জানি, তোমরা অব্রাহামের বংশ ; কিন্তু আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না । ৩৮ আমার পিতার কাছে আমি যাহা যাহা দেখিয়াছি, তাহাই বলিতেছি ; আর তোমাদের পিতার কাছে তোমরা যাহা যাহা শুনিয়াছ, তাহাই করিতেছ। ৩১ তাহারা উত্তর করিয়া তাহাকে বলিল, আমাদের পিত। অব্রাহাম । যীশু তাহাদিগকে বলিলেন, তোমরা যদি অব্রাহীমের সন্তান হইতে, তবে অব্রাহীমের কৰ্ম্ম ৪০ করিতে । কিন্তু ঈশ্বরের কাছে সত্য শুনিয়া তোমাদিগকে জানাইয়াছি যে আমি, সেই আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ ; অব্রাহীম এরূপ করেন নাই । ৪১ তোমাদের পিতার কার্য্য তোমরা করিতেছ। তাহার। তাহাকে কহিল, আমরা ব্যভিচারজাত নহি ; আমাদের ৪২ একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর । যীশু তাহাদিগকে কহিলেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন, তবে তোমরা আমাকে প্রেম করিতে, কেননা আমি ঈশ্বর হইতে বাহির হইয়া আসিয়াছি ; আমি ত আপন৷ হইতে আসি নাই, কিন্তু তিনিই আমাকে প্রেরণ ৪৩ করিয়াছেন । তোমরা কি কারণ আমার কথা বুঝ না ? কারণ এই যে, আমার বাক্য শুনিতে পার না । ৪৪ তোমরা আপনাদের পিতা দিয়াবলের, এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা , সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই । সে যখন মিথ্যা বলে, তখন আপন হইতেই বলে, কেননা সে মিথ্যা৪৫ বাদী ও তাহার পিতা । কিন্তু আমি সত্য বলি, ৪৬ তাই তোমরা আমাকে বিশ্বাস কর না । তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে 99