→ ; २२-४ ० ; st> । ] ২২ বলিবে । তাহার পিতামাতা যিহুদীদিগকে ভয় করিত, সেই জন্য ইহা কহিল ; কেননা যিহুদীরা পূর্বেই স্থির করিয়াছিল, কেহ যদি তাহাকে খ্ৰীষ্ট বলিয়া স্বীকার করে, তাহা হইলে সে সমাজচ্যুত হইবে ; ২৩ এই কারণ তাহার পিতামাত কহিল, এ বয়ঃপ্রাপ্ত, ইহাকেই জিজ্ঞাসা করুন। অতএব যে অন্ধ ছিল, তাহারা দ্বিতীয় বার তাহাকে ডাকিয় কহিল, ঈশ্বরের গৌরব স্বীকার কর ; আমরা ২৫ জানি যে, সেই ব্যক্তি পাপী । সে উত্তর করিল, তিনি পাপী কি না, তাহ জানি না ; একটী বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখিতে পাইতেছি । ২৬ তাহারা তাহাকে বলিল, সে তোমার প্রতি কি করিয়াছিল ? কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া দিল ? ২৭ সে উত্তর করিল, এক বার আপনাদিগকে বলিয়াছি, আপনারা শুনেন নাই ; তবে আবার শুনিতে চাহেন কেন ? আপনারাও কি তাহার শিষ্য হইতে চাহেন ? ২৮ তখন তাহারা তাহাকে গালি দিয়া বলিল, তুই সেই ২৯ ব্যক্তির শিষ্য ; আমরা মোশির শিষ্য। আমরা জানি, ঈশ্বর মোশির সঙ্গে কথা বলিয়াছিলেন ; কিন্তু এ ৩০ কোথা হইতে আসিল, তাহ জানি না। সেই ব্যক্তি উত্তর করিয়া তাহাদিগকে কহিল, ইহার মধ্যে ত আশ্চর্য্য এই যে, তিনি কোথা হইতে আসিলেন, তাহা আপনার জানেন না, তথাপি তিনি আমার ৩১ চক্ষু খুলিয়া দিয়াছেন। আমরা জানি, ঈশ্বর পাপীদের ર 8 কথা শুনেন না, কিন্তু যদি কোন ব্যক্তি ঈশ্বর-ভক্ত হয়, আর তাহার ইচ্ছা পালন করে, তিনি তাঁহারই ৩২ কথা শুনেন। কখনও শুনা যায় নাই যে, কেহ ৩৩ জন্মান্ধের চক্ষু খুলিয়া দিয়াছে । তিনি যদি ঈশ্বর হইতে না আসিতেন, তবে কিছুই করিতে পারিতেন না। ১৪ তাহার উত্তর করিয়া তাহাকে কহিল, তুই একেবারে পাপেই জন্মিয়াছিস, আর তুই আমাদিগকে শিক্ষা দিতেছিস্ ? পরে তাহারা তাহাকে বাহির করিয়া দিল । ৩৫ যীশু শুনিলেন যে, তাহারা তাহাকে বাহির করিয়৷ দিয়াছে ; আর তিনি তাহার দেখা পাইয়া বলিলেন, ১৬ তুমি কি ঈশ্বরের পুত্ৰে * বিশ্বাস করিতেছ? সে উত্তর করিয়া কহিল, প্রভু, তিনি কে ? আমি যেন ১৭ তাহাতে বিশ্বাস করি। যীশু তাহাকে কহিলেন, তুমি তাহাকে দেখিয়াছ ; আর তিনিই তোমার সঙ্গে ৩৮ কথা কহিতেছেন। সে কহিল, বিশ্বাস করিতেছি, প্রভু ; আর সে তাহাকে প্রণাম করিল। ৩৯ তখন যীশু বলিলেন, বিচারের জন্য আমি এ জগতে আসিয়াছি, যেন যাহার দেখে না. তাহার দেখিতে পায় এবং যাহার দেখে, তাহারা যেন অন্ধ ৪• হয়। ফরাশীদের মধ্যে যাহার। তাহার সঙ্গে ছিল, তাহার এই সকল কথা শুনিল, আর তাহাকে কহিল, ১ আমরাও কি অন্ধ না কি ? যীশু তাহাদিগকে কহিলেন, বদি অন্ধ হইতে, তোমাদের পাপ থাকিত না ;
- ( বা ) মনুষ্যপুত্রে ।
যোহন । > о > কিন্তু এখন তোমরা বলিয়া থাক, আমরা দেখিতেছি ; তোমাদের পাপ রহিয়াছে। So সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, ষে কেহ দ্বার দিয়া মেষদের খোয়াড়ে প্রবেশ না করে, কিন্তু আর কোন দিক দিয়া উঠে, সে চোর ও দস্থ্য। ২ কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে, সে মেষদের পালক । ৩ তাহাকেই দ্বারী দ্বার খুলিয়া দেয়, এবং মেষেরা তাহার রব শুনে ; আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষ৪ দিগকে ডাকে, ও বাহিরে লইয়া যায়। যখন সে নিজের সকলগুলিকে বাহির করে, তখন তাহীদের অগ্ৰে অগ্ৰে গমন করে ; আর মেষের তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, ৫ কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোন মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে ; কারণ অপর লোকদের ৬ রব তাহারা জানে না। এই দৃষ্টান্তটা যীশু তাহাদিগকে কহিলেন, কিন্তু তিনি তাহাদিগকে যে কি বলিলেন, তাহা তাহারা বুঝিল না। ৭ অতএব যীশু পুনৰ্ব্বার তাহাদিগকে কহিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, আমিই মেষদিগের ৮ দ্বার। যাহারা আমার পূৰ্ব্বে আসিয়াছিল, তাহারা সকলে চোর ও দমা, কিন্তু মেষের তাহদের রব শুনে ৯ নাই। আমিই দ্বার, অাম দিয়া যদি কেহ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ১০ বাহিরে যাইবে ও চরাণী পাইবে । চোর আইসে, কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে ; আমি আসিয়াছি, যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় । ১১ আমিই উত্তম মেষপালক ; উত্তম মেষপালক মেষদের ১২ জন্য আপন প্রাণ সমর্পণ করে। যে বেতনজীবী, মেষপালক নয়, মেষ সকল যাহার নিজের নয়, সে কেন্দুয়া আসিতে যেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে ; তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়। ১৩ যায়, ও ছিন্নভিন্ন করিয়া ফেলে ; সে পলায়ন করে, কারণ সে বেতনজীবী, মেষদিগের জন্য চিন্ত করে ১৪ না । আমিই উত্তম মেষপালক ; আমার নিজের সকলকে অামি জানি এবং আমার নিজের সকলে ১৫ আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন, ও আমি পিতাকে জানি ; এবং মেষদিগের জন্য আমি ১৬ আপন প্রাণ সমৰ্পণ করি । আমার আরও মেষ আছে, সে সকল এ খোয়াড়ের নয় ; তাহাদিগকেও আমার আনিতে হইবে, এবং তাহারা আমার রব শুনিবে, ১৭ তাহাতে হইবে এক পাল, এক পালক । পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমৰ্পণ করি, যেন পুনরায় তাহ গ্রহণ করি । ১৮ কেহ আমা হইতে তাহ হরণ করে না, বরং আমি আপন হইতেই তাহ সমর্পণ করি। তাহ সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে, এবং পুনরায় তাহ গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে : এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। 1()1