> o & ১৯ এই সকল বাক্য হেতু যিহুদীদের মধ্যে পুনরায় ২০ মতভেদ হইল। তাহদের মধ্যে অনেকে কহিল, এ ভূতগ্রস্ত ও পাগল, ইহার কথা কেন শুনিতেছ ? ২১ অন্যেরা বলিল, এ সকল ত ভূতগ্ৰস্ত লোকের কথা নয় ; ভূত কি অন্ধদের চক্ষু খুলিয়া দিতে পারে ? নিজ ক্ষমতার বিষয়ে যীশুর শিক্ষা । ২২ সেই সময়ে যিরশালেমে মন্দির-প্রতিষ্ঠার পর্ব ২৩ উপস্থিত হইল ; তখন শীতকাল ; আর যীশু ধৰ্ম্মধামে ২৪ শলোমনের বারাণ্ডায় বেড়াইতেছিলেন। তাহাতে যিহুদীরা তাহকে ঘেরিয়া বলিতে লাগিল, আর কত কাল আমাদের প্রাণ দোলায়মান রাখিতেছ? তুমি ২৫ যদি খ্রীষ্ট হও, স্পষ্ট করিয়া আমাদিগকে বল। যীশু উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিয়াছি, আর তোমরা বিশ্বাস কর না ; আমি যে সকল কাৰ্য্য আমার পিতার নামে করিতেছি, সেই সমস্ত আমার বিষয়ে ২৬ সাক্ষ্য দিতেছে । কিন্তু তোমরা বিশ্বাস কর না, কারণ ২৭ তোমরা আমার মেষদের মধ্যে নহ । আমার মেষের আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, ২৮ এবং তাহারা আমার পশ্চাদগমন করে ; আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহার কখনই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে ২৯ কাড়িয়া লইবে না । আমার পিতা, যিনি তাহদের আমাকে দিয়াছেন, তিনি সৰ্ব্বাপেক্ষ মহান * ; এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কড়িয়া লইতে ৩০ পারে না । আমি ও পিতা, আমরা এক । ৩১ যিহুদীরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল। ৩২ যীশু তাহাদিগকে উত্তর করিলেন, পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কাৰ্য্য দেখাইয়াছি, তাহার ৩৩ কোন কাৰ্য্য প্রযুক্ত আমাকে পাথর মার । যিহুদীরা তাহাকে এই উত্তর দিল, উত্তম কায্যের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর-নিন্দার জন্য, আর তুমি মানুষ হইয় আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ, এই ৩৪ জন্য । যীশু তাহাদিগকে উত্তর করিলেন, তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই, “আমি বলিলাম, তোমরা ৩৫ ঈশ্বর” ? + যাহাদের নিকটে ঈশ্বরের বাক্য উপস্থিত হইয়াছিল, তিনি যদি তাহাদিগকে ঈশ্বর বলিলেন— ৩৬ আর শাস্ত্রের খণ্ডন ত হইতে পারে না—তবে যাহাকে | পিতা পবিত্র করিলেন ও জগতে প্রেরণ করিলেন, তোমরা কি তাহাকে বল যে, তুমি ঈশ্বর-নিন্দ করিতেছ, কেননা আমি বলিলাম যে, আমি ঈশ্বরের পুত্ৰ ? ৩৭ আমার পিতার কায্য যদি না করি, তবে আমাকে ৩৮ বিশ্বাস করিও না । কিন্তু যদি করি, আমাকে বিশ্বাস না করিলেও, সেই কাৰ্য্যে বিশ্বাস কর ; যেন তোমরা জানিতে পার ও বুঝিতে পার যে, পিতা আমাতে
- ( বা ) আমার পিতা যাহা অামাকে দিয়াছেন, তাহা । সৰ্ব্বাপেক্ষ মহৎ ।
+ शौऊ ४ २ : ७ ।। যোহন । ( o o ; Sa- » » ; s 9 i ৩৯ আছেন, এবং আমি পিতাতে আছি । তাহার। আবার তাহাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু তিনি তাহীদের হাত হইতে বাহির হইয়া গেলেন । পরে তিনি আবার যদ্দনের পরপারে, যেখানে যোহন প্রথমে বাপ্তাইজ করিতেন, সেই স্থানে গেলেন ; আর ৪১ তথায় রছিলেন । তাহাতে অনেকে তাহার কাছে আসিল, এবং বলিল, যোহন কোন চিহ্ন-কাৰ্য্য করেন নাই, কিন্তু এ ব্যক্তির বিষয়ে যোহন যে সকল কথা ৪২ বলিয়াছিলেন, সে সকলই সত্য । আর সেখানে অনেকে তাহাতে বিশ্বাস করিল। যীশু মৃত লাসারকে জীবন দেন । SS এক ব্যক্তি পীড়িত ছিলেন, বৈথনিয়ার লাসার , ইনি মরিয়ম ও র্তাহার ভগিনী মার্থার গ্রামের ২ লোক । এ সেই মরিয়ম, যিনি প্রভুকে হুগন্ধি তৈল মাখাইয়৷ দেন, এবং আপন কেশ দিয়া তাহার চরণ মুছইয়া দেন ; তাহারই ভ্রাতা লাসার পীড়িত ৩ ছিলেন। অতএব ভগিনীরা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু, দেখুন, আপনি যাহাকে ভাল বাসেন, তাহার ৪ পীড়া হইয়াছে। যীশু শুনিয়া কহিলেন, এ পীড় মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, ৫ যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন। যীশু মার্থীকে ও তাহার ভগিনীকে এবং লাসারকে প্রেম ৬ করিতেন । যখন তিনি শুনিলেন যে, তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন, সেই স্থানে আর ৭ দুই দিবস রহিলেন । ইহার পরে তিনি শিষ্যগণকে কহিলেন, আইস, আমরা আবার যিছুদিয়াতে যাই । ৮ শিষ্যেরা তাহাকে কহিলেন, রবিব, এই ত যিহুদীরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করিতেছিল, তৰু ৯ আপনি আবার সেখানে যাইতেছেন ? যীশু উত্তর করিলেন, দিনের কি বার ঘণ্টা নয় ? যদি কেহ দিনে চলে, সে উছোট খায় না, কেননা সে এই জগতের ১০ দীপ্তি দেখে । কিন্তু যদি কেহ রাত্রিতে চলে, সে উছোট খায়, কেননা দীপ্তি তাহার মধ্যে নাই । তিনি এই কথা কহিলেন ; আর ইহার পরে তাহাদিগকে বলিলেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্র হইতে তাহাকে জাগাইতে ১২ যাইতেছি। তখন শিষ্যেরা তাহাকে কহিলেন, প্রভু, সে ১৩ যদি নিদ্রা গিয়া থাকে, তবে রক্ষা পাইবে। যীশু তাহার মৃত্যুর বিষয় বলিয়াছিলেন, কিন্তু তাহার মনে করিলেন যে, তিনি নিদ্রাঘটিত বিশ্রামের ১৪ কথা বলিতেছেন। অতএব যীশু তখন স্পষ্টরূপে ১৫ তাহাদিগকে কহিলেন, লাসার মরিয়াছে ; আর তোমাদের নিমিত্ত আনন্দ করিতেছি যে, আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস কর ; তথাপি চল, ১৬ আমরা তাহার কাছে যাই । তখন থোমা, যাহাকে দিছুমঃ [ যমজ ] বলে, তিনি সহ-শিষ্যদিগকে কহিলেন, চল, আমরাও যাই, যেন ইহঁর সঙ্গে মরি। 8 o 2 X 102