পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o 8 নিস্তারপর্বের পূৰ্ব্বে জনপদ হইতে ধিক্কশালেমে গেল । ৪৬ তাহারা যীশুর অন্বেষণ করিতে লাগিল, এবং ধৰ্ম্মধামে দাড়াইয়া পরস্পর কহিল, তোমাদের কেমন ৫৭ বোধ হয় । তিনি কি পর্বে আসিবেন না ? আর প্রধান যাজকের ও ফরাশীরা আজ্ঞা করিয়াছিল যে, তিনি কোথায় আছেন, তাহা যদি কেহ জানে, । তবে দেখাইয়া দিউক ; যেন তাহারা উহাকে ধরিতে পারে । Sર পরে নিস্তারপর্বের ছয় দিন পূৰ্ব্বে যীশু বৈথনিয়াতে আসিলেন ; সেখানে লাসার ছিলেন, র্যাহাকে যীশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন । ২ তাহাতে সেই স্থানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল, ও মার্থী পরিচর্ষা করিলেন, এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, লাসার তাহাদের ৩ মধ্যে এক জন ছিলেন । তখন মরিয়ম অদ্ধ সের বহুমূল্য জটামাংসীর আতর আনিয়া বীশুর চরণে মাখাইয়া দিলেন, এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন ; তাহাতে আতরের স্বগন্ধে গৃহ ৪ পরিপূর্ণ হইল। কিন্তু ঈষ্করিয়োতীয় যিহুদা, তাহার শিষাদের মধ্যে এক জন, ষে তাহাকে শক্রহস্তে সমর্পণ ৫ করিবে, সে কহিল, এই আতর তিন শত সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না ? ৬ সে যে দরিদ্র লোকদের জন্ত চিন্তা করিত বলিয়া এই কথা কহিল, তাহ নয় ; কিন্তু কারণ এই, সে চোর, আর তাহার নিকটে টাকার থলী থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত, তাহ হরণ করিত । ৭ তখন যীশু কহিলেন, আমার সমাধি-দিনের জম্ভ ৮ ইহাকে উহ। রাখিতে দেও। কেননা তোমাদের কাছে দরিদ্রেরা সৰ্ব্বদাই আছে, কিন্তু আমাকে সৰ্ব্বদা পাইতেছ না । যিহুদীদের সাধারণ লোকেরা জানিতে পারিল যে, তিনি সেই স্থানে আছেন ; আর তাহারা আসিল, কেবল যীশুর নিমিত্ত আসিল, তাহা নয়, কিন্তু যেন লাসারকেও দেখিতে পায়, র্যাহাকে তিনি মৃতগণের ১• মধ্য হইতে উঠাইয়াছিলেন । কিন্তু প্রধান যাজকের মন্ত্রণ করিল, যেন লাসারকেও বধ করিতে পারে : ১১ কেননা তাহারই নিমিত্ত যিহুদীদের মধ্যে অনেকে গিয়া ধীশুতে বিশ্বাস করিতে লাগিল । ১২ পরদিন পর্কে আগত বিস্তর লোক, যীশু ধিরূ১৩ শালেমে আসিতেছেন শুনিতে পাইয়া, খর্জুর-পত্ৰ লইয়৷ তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হোশান্না ; ধন্য তিনি, ধিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইস্রায়েলের রাজা । - তখন যীশু একটী গর্দভশাবক পাইয় তাহার উপরে বলিলেন, যেমন লেখা আছে, + ১৫ “ অয়ি সিয়োন-কনো, ভয় করিও না, As, Re i + সধ ৯ ; ৯ । ; چا د د sيh* * ఫె >3 ষোহন । ( ) ) ; (అ– ; రిరి দেখ, তোমার রাজা আসিতেছেন, গর্দভ-শাবকে চড়িয়া আসিতেছেন।” ১৬ তাহার শিষ্যের প্রথমে এই সমস্ত বুঝিলেন না, কিন্তু যীশু যখন মহিমান্বিত হইলেন, তখন তাহাদের স্মরণ হইল যে, তাহার বিষয়ে এই সকল লিথিত ছিল, আর লোকের তাহার প্রতি এই সকল করিয়াছে। ১৭ তিনি যখন লাসারকে কবর হইতে আসিতে ডাকেন, এবং মূতগণের মধ্য হইতে উঠান, তখন যে লোকসমূহ ১৮ তাহার সঙ্গে ছিল, তাহার সাক্ষ্য দিতে লাগিল। আর এই কারণ লোকসমূহ গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিল, কেননা তাহারা শুনিয়াfছল যে তিনি সেই ১৯ চিহ্ন-কাৰ্য্য করিয়াছেন । তখন ফরাশীরা পরস্পর বলিতে লাগিল, তোমরা দেখিতেছ, তোমাদের সমস্ত চেষ্টা বিফল ; দেখ, জগৎসংসার উহার পশ্চাদগামী হইয়াছে। ২• যাহারা ভজনা করিবার জন্য পর্বে আসিয়াছিল, ২১ তাহাদের মধ্যে ক এক জন গ্ৰীক ছিল ; ইহার গালীলের বৈৎসৈদ নিবাসী ফিলিপের নিকটে আসিয়া র্তাহাকে বিনতি করিল, মহাশয়, আমরা ধীশুকে ২২ দেখিতে ইচ্ছা করি। ফিলিপ আসিয়া আক্রিয়কে বলিলেন, আন্দ্রিয় ও ফিলিপ আসিয়া ধীশুকে ২৩ বলিলেন। তখন যীশু তাহাদিগকে উত্তর করিয়া বলিলেন, সময় উপস্থিত, যেন মনুষ্যপুত্র মহিমান্বিত ২৪ হন। সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, গোমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে, তবে তাহ। একটামাত্র থাকে ; কিন্তু যদি মরে, তবে অনেক ২৫ ফল উৎপন্ন করে। যে আপন প্রাণ ভাল বাসে, সে তাহা হারায় ; আর যে এই জগতে আপন প্রাণ অপ্রিয় জ্ঞান করে, সে অনন্ত জীবনের নিমিত্ত তাহ রক্ষা ২৬ করিবে। কেহ যদি আমার পরিচর্ষা করে, তবে সে আমার পশ্চাদগামী হউক ; তাহাতে আমি যেখানে থাকি, আমার পরিচারকও সেইখানে থাকিবে ; কেহ যদি আমার পরিচর্যা করে, তবে পিতা তাহার সম্মান ২৭ করিবেন। এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে ; ইহাতে কি বলিব ? পিতঃ, এই সময় হইতে আমাকে রক্ষা কর । কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পৰ্য্যন্ত ২৮ আসিয়াছি । পিতঃ, তোমার নাম মহিমাদ্বিত কর । তথন স্বৰ্গ + হইতে এই বাণী হইল, “ আমি তাহ মহিমান্বিত করিয়াছি, আবার মহিমাদ্বিত করিব।” ২৯ যে লোকসমুহ দাড়াইয়া শুনিয়াছিল, তাহার বলিল, মেঘগর্জন হইল ; আর কেহ কেহ বলিল, কোন ৩• স্বর্গদূত ইহঁার সহিত কথা কহিলেন। যীশু উত্তর করিয়া কহিলেন, ঐ বাণী আমার জন্তু হয় নাই, কিন্তু তোমা৩১ দেরই জম্ভ । এখন এ জগতের বিচার উপস্থিত, এখন এ জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত ৩২ হইবে। আর আমি ভূতল হইতে উচ্চাকুত হইলে ৩৩ সকলকে আমার নিকটে আকর্ষণ করিব । তিনি যে কিরূপ মরণে মরিবেন, তাহ এই বাক্য দ্বার

  • ( बn ) कब्र । + ( বা ) আগষ্কাশ ।

104