● 8 ; २९ – ७G ; २G I] গণকে দূর করিয়া দিব, ও তোমার সীমা বিস্তার করিব, এবং তুমি বৎসরের মধ্যে তিন বার আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইবার জন্ত গমন করিলে তোমার ভূমিতে কেহ লোভ করিবে না। তুমি আমার বলির রক্ত তাড়ীযুক্ত ভক্ষ্যের সহিত উৎসর্গ করিবে না, ও নিস্তারপববীয় উৎসবের বলিদ্রব্য ২৬ প্রাতঃকাল পর্য্যন্ত রাখা যাইবে না। তুমি নিজ ভূমির আশুপক্ক ফলের অগ্রিমাংশ আপন ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিবে। তুমি ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে সিদ্ধ করিবে না । আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এই সকল বাক্য লিপিবদ্ধ কর, কেননা আমি এই সকল বাক্যানুসারে তোমার ও ইস্রায়েলের সহিত নিয়ম স্থির ২৮ করিলাম। সেই সময়ে মোশি চল্লিশ দিবারাত্র সেখানে সদাপ্রভুর সহিত অবস্থিতি করিলেন, অন্ন ভোজন ও জল পান করিলেন না। আর তিনি সেই দুই প্রস্তরে নিয়মের বাক্যাবলি অর্থাৎ দশ আজ্ঞা লিখিলেন । পরে মোশি দুই সাক্ষ্যপ্রস্তর হস্তে লইয়া সীনয় পৰ্ব্বত হইতে নামিলেন ; যখন পৰ্ব্বত হইতে নামিলেন, তখন, সদাপ্রভুর সহিত আলাপে তাহার মুখের চৰ্ম্ম যে উজ্জ্বল হইয়াছিল, তাহ মোশি জানিতে পারিলেন ৩০ না । পরে যখন হারোণ ও সমস্ত হস্রায়েল-সন্তান মোশিকে দেখিতে পাইল, তখন দেখ, তাহার মুখের চৰ্ম্ম উজ্জ্বল, আর তাহারা তাহার নিকটে আসিতে ভীত ৩১ হইল। কিন্তু মোশি তাহাদিগকে ডাকিলে হারোণ ও মণ্ডলীর অধ্যক্ষ সকল তাহার নিকটে ফিরিয়া আসিলেন, আর মোশি তাহীদের সহিত আলাপ করিলেন । ৩২ তৎপরে ইস্রায়েল-সন্তানগণ সকলে তাহার নিকট আসিল ; তাহাতে তিনি সৗনয় পৰ্ব্বতে কথিত সদাপ্রভুর ৩৩ আজ্ঞা সকল তাহাদিগকে জানাইলেন। পরে তাহদের সহিত কথোপকথন সমাপ্ত হইলে মোশি আপন মুখে ৩৪ আবরণ দিলেন। কিন্তু মোশি যখন সদাপ্রভুর সহিত কথা কহিতে ভিতরে তাহার সম্মুখে যাইতেন, তখন, যাবৎ বাহিরে আসিতেন, তাবৎ সেই আবরণ খুলিয়। রাখিতেন ; পরে যে সকল আজ্ঞা পাইতেন, বাহির হইয়া ইস্রায়েল-সন্তানগণকে তাহ বলিতেন । ৩৫ মোশির মুখের চৰ্ম্ম উজ্জ্বল, ইহা ইস্রায়েল-সন্তানগণ তাহার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিত ; পরে মোশি সদাপ্রভুর সহিত কথা কহিতে যে পর্য্যন্ত না যাইতেন, তাবৎ আপন মুখে পুনর্বার আবরণ দিয়৷ রাখিতেন । তাম্বুর জন্ত ইস্রায়েলের স্বেচ্ছাদত্ত উপহার। θ0ζ পরে মোশি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদিগকে এই সকল বাক্য পালন করিতে 출C: ミ守 ーふ যাত্রাপুস্তক ।
- >
২ আজ্ঞা দিয়াছেন। ছয় দিন কাৰ্য্য করা যাইবে, কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হইবে ; তাহ। সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে : যে কেহ সেই দিনে কাৰ্য্য করিবে, তাহার প্রাণদণ্ড ৩ হইবে । তোমরা বিশ্রামদিনে আপনাদের কোন বাস স্থানে অগ্নি জালিও না । ৪ আর মোশি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে ৫ কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন –তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও ; যে কেহ মনে ইচ্ছুক, সে সদাপ্রভুর উপহারস্বরূপ ৬ এই সকল দ্রব্য আনিবে ; স্বর্ণ, রৌপ্য ও পিত্তল, এবং নীল, বেগুনে, লাল ও সাদা মসীন সূত্র ও ৭ ছাগের লোম, এবং রক্তীকৃত মেষচৰ্ম্ম ও তহশচৰ্ম্ম, ৮ শিটীম কাঠ, এবং দীপাৰ্থ তৈল, আর অভিষেকার্থ ৯ তৈলের ও সুগন্ধি ধূপের নিমিত্তে গন্ধদ্রব্য, এবং এফোদের ও বুকপাটার জন্ত গোমেদকাদি খচনার্থক মণি । ১০ আর তোমাদের প্রত্যেক বিজ্ঞমনা লোক আসিয়া সদাপ্রভুর আজ্ঞাপিত সকল বস্তু নিৰ্ম্মাণ করুক — ১১ আবাস, আবাসের তাম্বু, ছাদ, ঘুণ্টী, তক্তা, অর্গল, স্তম্ভ ১২ ও চুঙ্গি, আর সিন্দুক ও তাহার বহন-দণ্ড, পাপাবরণ ও ১৩ ব্যবধানের তিরস্করিণী, মেজ, তাহার বহন-দণ্ড ও সমস্ত ১৪ পাত্র, দর্শন রুট, এবং দীপ্তির জন্ত দীপবৃক্ষ ও তাহার ১৫ পাত্র সকল, প্রদীপ ও দীপাৰ্থ তৈল, এবং ধূপের বেদি ও তাহার বহন-দণ্ড, এবং অভিষেকাৰ্থ তৈল ও সুগন্ধি ১৬ ধূপ, আবাসের প্রবেশদ্বারের পর্দা, হোমবেদি, তাহার পিত্তলের জাল, বহন-দণ্ড ও সমস্ত পাত্র, এবং প্রক্ষণ১৭ লন-পাত্র ও তাহার খুর, প্রাঙ্গণের যবনিক, তাহার ১৮ স্তম্ভ ও চুঙ্গি এবং প্রাঙ্গণের দ্বারের পর্দা, এবং আবাসের ১৯ গোজ, প্রাঙ্গণের গোজ ও উভয়ের রজু, এবং পবিত্র স্থানে পরিচর্য্যা করিবার নিমিত্তে সূক্ষ্মশিল্পিত বস্ত্র, অর্থাৎ হারণ যাজকের জন্য পবিত্র বস্ত্র ও যাজন কৰ্ম্ম করণার্থে তাহার পুত্রদের বস্ত্র । ২০ পরে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী মোশির ২১ সম্মুখ হইতে প্রস্থান করিল। আর যাহাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগম-তান্থ নিৰ্ম্মাণ জন্ত এবং তৎসম্বন্ধীয় সমস্ত কায্যের ও পবিত্র ২২ বস্ত্রের জন্ত সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল । পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, তাহারা সকলে আসিয়া বলয়, কুণ্ডল, অঙ্গুরীয়ক ও হার, স্বর্ণময় সৰ্ব্বপ্রকার অলঙ্কার আনিল । যে কেহ সদা ভুর উদেশে ২৩ স্বর্ণের উপহার আনিতে চাহিল, সে আনিল । আর যাহাঁদের নিকটে নীল, বেগুনে, লাল ও সাদা মসীন৷ স্বত্র, ছাগলোম, রক্তীকৃত মেষচৰ্ম্ম ও তহশচৰ্ম্ম ছিল, ২৪ তাহারা প্রত্যেকে তাহ আনিল । যে কেহ রৌপ্য ও পিত্তলের উপহার উপস্থিত করিল, সে সদাপ্রভুর উদেশে সেই উপহার আনিল ; এবং যাহার নিকটে কোন কার্য্যে প্রয়োগের নিমিত্তে শিটীম কান্ত ছিল, সে তাহ। ২৫ আনিল। আর বিজ্ঞমন স্ত্রীলোকেরা আপন আপন 79