পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৬ ; ১৬ – ১ ৭ ; ১১ ৷] ১৬ তোমাদিগকে জানাইবেন । অল্প কাল পরে তোমরা আমাকে আর দেখিতে পাইতেছ না ; এবং আবার ১৭ অল্প কাল পরে আমাকে দেখিতে পাইবে । ইহাতে শিষ্যদের মধ্যে কএক জন পরস্পর বলাবলি করিতে লাগিলেন, উনি আমাদিগকে এ কি বলিতেছেন, অল্প কাল পরে তোমরা আমাকে দেখিতে পাইতেছ না, এবং আবার অল্প কাল পরে আমাকে দেখিতে পাইবে, আর, " কারণ আমি পিতার নিকটে ১৮ যাইতেছি । অতএব তাহারা কহিলেন, ইনি এ কি বলিতেছেন, * অল্প কাল ইনি কি বলেন, আমরা ১৯ বুঝিতে পারি না। যীশু জানিলেন যে, তাহারা তাহাকে জিজ্ঞাসা করিতে চাহিতেছেন : তাই তিনি তাহাদিগকে কহিলেন, আমি যে বলিয়াছি, অল্প কাল পরে তোমরা আমাকে দেখিতে পাইতেছ না, এবং আবার অল্প কাল পরে আমাকে দেখিতে পাইবে, ২• এই বিষয় কি পরস্পর জিজ্ঞাসা করিতেছ ? সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা ক্ৰন্দন ও বিলাপ করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে ; তোমর দুঃখাৰ্ত্ত হইবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত ২১ হইবে। প্রসবকালে নারী দুঃখ পায়, কারণ তাহার সময় উপস্থিত, কিন্তু সন্তান প্রসব করিলে পর, জগতে একটা মনুষ্য জন্মিল, এই আনন্দে তাহার ক্লেশ আর ২২ মনে থাকে না । ভাল, তোমরাও এখন দুঃখ পাহতেছ, কিন্তু আমি তোনাদিগকে আবার দেখিব, তাহাতে তোমাদের হৃদয় আনন্দিত হইবে, এবং তোমাদের সেই ২৩ আনন্দ কেহ তোমাদের হইতে হরণ করে না । আর সেই দিনে তোমরা আমাকে কোন কথা জিজ্ঞাসা + করিবে না । সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাজ্ঞা কর, তিনি আমার নামে তোমাদিগকে তাহ দিবেন। ২৪ এ পর্য্যন্ত তোমরা আমার নামে কিছু যাদ্ধা কর নাই ; যাঙ্ক কর, তাহতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমি উপমা দ্বারা এই সকল বিষয় তোমাদিগকে বলিলাম ; এমন সময় আসিতেছে, যখন তোমাদিগকে আর উপমা দ্বারা বলিব না, কিন্তু স্পষ্টরূপে পিতার ২৬ বিষয় জানাইব । সেই দিন তোমরা আমার নামেই যাঞ্জা করিবে. আর আমি তোমাদিগকে বলিতেছি না যে, আমিই তোমাদের নিমিত্ত পিতাকে নিবেদন ২৭ করিব ; কারণ পিতা আপনি তোমাদিগকে ভাল বাসেন, কেননা তোমরা আমাকে ভাল বাসিয়াছ, এবং বিশ্বাস করিয়াছ যে, আমি ঈশ্বরের নিকট হইতে ২৮ বাহির হইয়া আসিয়াছি। আমি পিতা হইতে বাহির হইয়াছি, এবং জগতে আসিয়াছি ; আবার জগৎ পরিত্যাগ করিতেছি, এবং পিতার নিকটে যাইতেছি । ২৯ তাহার শিষ্যের বলিলেন, দেখুন, এখন আপনি স্পষ্টরূপে বলিতেছেন, কোন উপম৷ কথা বলিতেছেন

  • ( বা ) আমার কাছে কোন নিবেদন ।

a.g যোহন । > о > ৩০ না। এখন আমরা জানি, আপনি সকলই জানেন, কেহ যে আপনাকে জিজ্ঞাসা করে, ইহ। আপনকার আবশ্যক করে না ; ইহাতে আমরা বিশ্বাস করিতেছি যে, আপনি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়৷ ৩১ আসিয়াছেন। যীশু তাহাদিগকে উত্তর করিলেন, এখন ৩২ বিশ্বাস করিতেছ ? দেখ, এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে, যখন তোমরা ছিন্নভিন্ন হহয়। প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে, এবং আমাকে একাকী পরিত্যাগ করিবে ; তথাপি আমি একাকী নহি, ৩৩ কারণ পিতা আমার সঙ্গে আছেন। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও । জগতে তোমরা ক্লেশ পাইতেছ ; কিন্তু সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি । শিষ্যদের জন্য যীশুর প্রার্থনা । So যীশু এই সকল কথা কহিলেন ; আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন, পিতঃ, সময় উপস্থিত হইল ; তোমার পুত্রকে মহিমান্বিত কর, যেন পুত্ৰ ২ তোমাকে মহিমাদ্বিত করেন ; যেমন তুমি উহাকে মর্ত্যমাত্রের উপরে কর্তৃত্ব দিয়াছ, যেন, তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ, তিনি তাহাদিগকে অনন্ত জীবন ৩ দেন। আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাহাকে ৪ পাঠাইয়াছ, তাহাকে, যীশু খ্ৰীষ্টক, জানিতে পায়। তুমি আমাকে যে কাৰ্য্য করিতে দিয়াছ, তাহ সমাপ্ত করিয়৷ আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। ৫ আর এক্ষণে, হে পিতঃ, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত কর । ৬ জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি । তাহার তোমারই ছিল, এবং তাহদের তুমি আমাকে দিয়াছ, আর তাহার তোমার বাক্য ৭ পালন করিয়াছে। এখন তাহারা জানিতে পাইয়াছে যে, তুমি আমাকে যাহা কিছু দিয়াছ, সে সকলই ৮ তোমার নিকট হইতে ; কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ, তাহা আমি তাহাদিগকে দিয়াছি ; আর তাহার। গ্রহণও করিয়াছে, এবং সত্যই জানিয়াছে যে, আমি তোমার নিকট হইতে বাহির হইয়৷ আসিয়াছি, এবং বিশ্বাস করিয়াছে যে, তুমি আমাকে ৯ প্রেরণ করিয়াছ । আমি তাহীদেরই নিমিত্ত নিবেদন করিতেছি ; জগতের নিমিত্ত নিবেদন করিতেছি না, কিন্তু যে সকল আমাকে দিয়াছ, তাহদের নিমিত্ত ; ১• কেনন। তাহার তোমারই । আর আমার সকলই তোমার, ও তোমার সকলই আমার ; আর আমি ১১ তাহাদিগেতে মহিমান্বিত হইয়াছি। আমি আর জগতে নাই, কিন্তু ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিতঃ, তোমার 109