পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ケイ; >?ー> > ; q 1] বাহিরে দ্বার-দেশে দাড়াইয়া রহিলেন । অতএব মহাযাজকের পরিচিত সেই অন্ত শিষ্য বাহিরে আসিয়া দ্বার-রক্ষিকাকে বলিয়া পিতরকে ভিতরে লহয়৷ ১৭ গেলেন । তখন সেই দ্বার-রক্ষিক। দাসী পিতরকে কহিল, তুমিও কি সেই ব্যক্তির শিষ্যদের এক জন । তিনি ১৮ কহিলেন আ ম নই । আর দাসের ও পদাতিকের কয়লার আগুন করিয়া দাড়াইয়াছিল, কারণ তখন শীত পড়িয়ছিল, আর তাহারা আগুন পোহাইতেছিল ; এবং পিতা ও তাহদের সঙ্গে দাড়াইয় আগুন পোহাইতেছিলেন । ১৯ ইতিমধ্যে মহাযাজক যীশুকে তাহার শিষ্যগণের ও ২• শিক্ষার বিষয়ে জিজ্ঞাসা করিলেন । উত্তর করলেন, আমি স্পষ্টরূপে জগতের কাছে কথা কহিয়াছ , আমি সৰ্ব্বদ। সমাজ গৃহ ও ধৰ্ম্মবামে শিক্ষা দিয়াছি, যেখানে যিহুদীরা সকলে একত্র হয়, ২১ গোপনে কিছু কহি নাই । আমাকে কেন জিজ্ঞাসা কর । যাহারা শুনিয়াছে, তাহাদিগকে জিজ্ঞস কর, আমি কি বলিয়াছি ; দেখ, আমি কি কি বলিয়াছি, ২২ ইহারা জানে । তিনি এই কথা কহিলে পদাতিকদের এক জন, য নিকটে দাড়াহুয়াছিল, সে যীশুকে চড় মারিয়া কাহল, মহাযাজককে এমন উত্তর দিলে ? ২৩ যীশু তাহাকে উত্তর দিলেন, যদি মন্দ বলিয়া থাক, সেই মন্দের সাক্ষা দেও ; কিন্তু যদি ভাল বলয়। ২৪ খাক কি জন্ত আমাকে মার ? পরে হানন বন্ধন অবস্থায় তাহাকে কায়াফ। মহাযাজকের নিকটে প্রেরণ কfরলেন । રહ তখন লো-করা তাহাকে কহিল, তুমিও কি উহার শিষ্যদের এক জন ? তিনি অস্বীকার কারলেন, ২৬ বললেন, আমি নক্ত মহাযাজকের এক দাস পিতর যাহার কাণ কাটিয়া ফেলিয়াiছলেন, তাহার এক জন কুটুম্ব কহিল আমি কি ডদানে উহার সঙ্গে তোমাকে | ২৭ দেখি নাই ? তখন পিতর আবার অস্বীকার কারলেন, এবং তথ-ই কুকুড়া ডাকিয়া উঠিল। দেশাধীক্ষের সম্মথে যীশুর বিচার। পরে ১ লো করা যীশুকে কায়াফার নিকট হইতে রাজবাটাতে লইয়। গেল ; তখন প্রতুাষকাল ; আর তাহার। যন অশুচি ন হয়, কিন্তু নিস্তারপ বর্বর ভোজ ভোজন করিতে পারে, এই জনা আপনার রাজবাটীতে ২৯ প্রবেশ করিল না । অতএব পীলাত বাfহরে তাহদের কাছে গেলেন ও বলিলেন, তোমর। এ ব্যক্তির উপরে ৩• কি দোষারোপ করিতেছ ? তাহার উত্তর করিয়৷ তাহাকে কহিল, এ যদি দুধৰ্ম্মকারী না হহত, আমরা ৩১ আপনার হস্তে ইহাকে সমপণ করিতাম না । তখন পীলাত তাহাদগকে কহিলেন, তোমরাই উহাকে লতয়া যাও, এবং আপনাদের বাবস্থামতে উহার বিচার কর । যিছুদিগণ তাঙ্গকে কfহল কোন ミb" যোহন ।

  • > *

৩২ ব্যক্তিকে বধ করিতে আমাদের অধিকার নাই—যেন যীশুর সেই বাক্য পূর্ণ হয়, যাহা বলিয়া তিন দেখাইয় দিয়াছলেন তাহার কি প্রকার মৃত্যু হইবে । * তখন পীলাত আবার রাজবাটতে প্রবেশ করিলেন, এবং যীশুকে ডাকিয় তাহাকে বলিলেন, তুমিহ কি যিহুদীদের রাজা ? যীশু উত্তর করিলেন. তুমি কি ইহ। আপন হইতে বলিতেছ ? না অন্তের আমার বিষয়ে তোমাকে ইহা বলিয়া দিয়াছে ? পীলাত উত্তর করিলেন, আ ম কি যিহুদী ? তোমারই স্বজাতীয়ের ও প্রধান যাজকের আমার নিকটে তোমাকে সমর্পণ করিয়াছে ; তুমি কি করিয়াছ ? যীশু উত্তর করিলেন, vరి : ○3 ○○ こW。 যীশু তাহাকে | শিমোন পিতর দাড়াইয়া আগুন পোহাইতেছিলেন । । আমার রাজ্য এ জগতের নয় ; যদি আমার রাজা এ জগতের ইহঁত, তবে আমার অনুচরেরা প্রাণপণ কারত, যেন আমি যিহুদীদের হস্তে সমৰ্পিত না হই ; কিন্তু আমার রাজা ত এখানকার নয় তখন পীলাত তাহাকে বলিলেন, তবে তুমি কি রাজা ? যীশু উত্তর করিলেন তুমিত বলিতেছ যে আমি রাজা । আমি এই জগুহ জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষা দিই। যে কেহ সাতার, সে আমার রব শুনে। পীলাত তাহাকে বলিলেন, সত্য কি ? ইহা বলিয়। তিনি আবার বাহিরে যিহুদীদের কাছে গেলেন, এবং তাহাদিগকে বলিলেন, আম ত ইহার কোনই দোষ পাইতে ছ না কিন্তু তোমাদের এমন এক রীতি আছে যে, আমি নিস্তারপর্বের্বর সময়ে তোমাদের জন্য এক ব্যক্তিকে ছাড়িয়া দিই ; ভাল, তোমরা কি ইচ্ছা কর যে, আমি তোমাদের জন্য যিছুদীদের রাজাকে ছাড়িয়া দিব ? তাহার আবার চেচাহয়৷ কাহল, ইহাকে নয়, কিন্তু বারাববাকে । সেই বারাকবা দয়া ছিল । $ > তখন পীলাত যীশুকে লইয়া কোড়া প্রহার করিলেন । আর সেনারা কাটার মুকুট গাথিয় তাহার মস্তকে দিল এব তাহাকে বেগুনিয়া কাপড় ৩ পরাইল ; আর তাহার নিকটে আসিয়া বলিতে লাগিল, যিছুদি-রাজ, নমস্কার ; এবং তাহাকে চড় ৪ মাfরতে লাগিল । তখন পীলাত আবার বাfহরে গেলেন ও লোকদিগকে কহিলেন, দেখ, আমি ইহাকে তোমাদের কাছে বাfহরে আনিলাম, যেন তোমরা জ নিতে পার ঘ, আমি ইহার কোনই দোষ পাইতেছি ৫ না। যীশু সেই কাটার মুকুট ও বেগুনিয়া কাপড় পরিয়াই বাহিরে আসলেন ; আর পীলাত লোকদিগকে ৬ কহিলেন দেখ সেই মানুষ । তখন যীশুকে দেখিয়াই প্রধান যাজকের ও পদাতিকের চেচাতয়া বলিল, ক্রুশে দেও ক্রুশে দেও। পীলাত তাহাদিগকে কহিলেন, তোমরা আপনার ইহাকে লইয়া ক্রুশে দেও ; কেননা ৭ আমি ইহার কোন দোষ পাইতেছি না । যিহুদীরা তাহাকে উত্তর করিল আমাদের এক ব্যবস্থা আছে, උ G ১ । মথি ২৭ অধ্য । মার্ক ১৫ অধ্য । লুক ২৩ অধ্য ।

  • যোহন ১২ ; ৩২, ৩৩ ৷

111