পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > 8 তাহাদিগকে বলিলেন, আমি যদি তাহার দুই হাতে প্রেকের চিহ্ন না দেখি, ও সেই প্রেকের স্থানে আমার অঙ্গুলি না দিই, এবং তাহার কুক্ষিদেশ মধ্যে আমার হাত না দিই, তবে কোন মতে বিশ্বাস করিব না। আট দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গুহ-মধ্যে ছিলেন, এবং থোমা তাহদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল, এমন সময়ে যীশু আসিলেন, মধ্যস্থানে দাড়াইলেন, আর কহিলেন, তোমাদের শান্তি হউক । ২৭ পরে তিনি থোমাকে কহিলেন, এ দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দেও, আমার হাত দুখানি দেখ, আর তোমার হাত বাড়াইয়া দেও, আমার কুক্ষিদেশ মধ্যে দেও ; এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও । ২৮ থোম উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ২৯ ঈশ্বর আমার! যীশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ ? ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। ৩• যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন-কাৰ্য্য করিয়াছিলেন ; সে সকল এই পুস্তকে লেখা হয় নাই । ৩১ কিন্তু এই সকল লেখা হইয়াছে, যেন তোমরা বিশ্বাস কর যে, যীশুই খ্ৰীষ্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও । যীশু সমুদ্র-তীরে কএক জন শিষ্যকে দর্শন দেন । ミゞ তৎপরে যীশু তিবিরিয়া-সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন : ২ আর তিনি এইরূপে প্রকাশ করিলেন । শিমোন পিতর, ধোমা, যাহাকে দিদুমঃ বলে, গালীলের কান্নানিবাসী নখনেল, সিবদিয়ের দুই পুত্র, এবং তাহার শিষ্যদের মধ্যে আর দুই জন, ইহঁরা একত্র ছিলেন । ৩ শিমোন পিতর তাহাদিগকে বলিলেন, আমি মাছ ধরিক্তে যাই । তাহারা তাহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই । তাহার। বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন, আর সেই রাত্রিতে কিছু ধরিতে ৪ পরিলেন না। পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যীশু তীরে দাড়াইলেন, তথাপি শিষ্যেরা চিনিতে a পারলেন না যে, তিনি যীশু। যীশু তাহাদিগকে কহিলেন, বৎসেরা, তোমাদের নিকটে কিছু খাবার ৬ আছে ? তাহারা উত্তর করিলেন, না। তখন তিনি তাহাদিগকে কহিলেন, নৌকার দক্ষিণ পাশ্বে জাল ফেল, পাইবে। অতএব তাহারা জাল ফেলিলেন, এবং এত মাছ পড়িল যে, তাহারা আর তাহা টানিয়া ৭ তুলিতে পারিলেন না। অতএব, যীশু যাহাকে প্রেম করিতেন, সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। তাহাতে উনি প্রভু’ এই কথা শুনিয়া শিমোন পিতর কোমরে আঙরাখা জড়াইলেন, কেনন। তিনি উলঙ্গ ৮ ছিলেন, এবং সমুদ্রে ঝাপ দিয়া পড়িলেন । কিন্তু অন্য শিষ্যের মাছে পুর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া মাসিলেন ; কেননা তাহারা স্থল 乏* ধোচ্ছন । [ ९ ० ; २७– २ ४ ; २२ ॥ হইতে দূরে ছিলেন না, অনুমান দুই শত হস্ত অন্তর ৯ ছিলেন । স্থলে উঠিয়া তাহার দেখেন, কয়লার আগুন রহিয়াছে, ও তাহার উপরে মাছ রহিয়াছে, আর রুটী। ১০ যীশু তাহাদিগকে বলিলেন, যে মাছ এখন ধরিলে, ১১ তাহার কিছু আন । শিমোন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহ এক শত তিল্পান্নটা বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছেও জাল ছিড়িল না। ১২ যীশু তাহাদিগকে বলিলেন, আইস, আহার কর । তখন শিষ্যদের কাহারও এমন সাহস হইল না যে, তাহাকে জিজ্ঞাসা করেন, ‘ আপনি কে ? তাহারা ১৩ জানিতেন যে, তিনি প্রভু। যীশু আসিয়া ঐ ক্লট লইয়া তাহাদিগকে দিলেন, আর সেইরূপে মাছও ১৪ দিলেন। মুতগণের মধ্য হইতে উঠিলে পর যীশু এখন এই তৃতীয় বার আপন শিষ্যদিগকে দর্শন দিলেন। যীশু পিতরকে আদেশ দেন । ১৫ তাহারা আহার করিলে পর যীশু শিমোন পিতরকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, ইহাদের অপেক্ষ তুমি কি আমাকে অধিক প্রেম কর ? তিনি কহিলেন: ই, প্রভু ; আপনি জানেন, আমি আপনাকে ভাল বাসি। তিনি তাহাকে কহিলেন, আমার মেষশাবক১৬ গণকে চরাও । পরে তিনি দ্বিতীয় বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে প্রেম কর । তিনি কহিলেন, ই, প্রভু ; আপনি জানেন, আমি আপনাকে ভাল বাসি। তিনি তাহাকে ১৭ কহিলেন, আমার মেষগণকে পালন কর । তিনি তৃতীয় বার তাহাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমোন, তুমি কি আমাকে ভাল বাস ? পিতর দুঃখিত হইলেন যে, তিনি তৃতীয় বার তাহাকে বলিলেন, তুমি কি আমাকে ভাল বাস ? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলই জানেন , আপনি জ্ঞাত আছেন যে, আমি আপনাকে ভাল বাসি। ষীশু ১৮ তাহাকে কহিলেন, আমার মেষগণকে চরাও । সত্য, সত্য, আমি তোমাকে কহিতেছি, যখন তুমি যুব ছিলে, তখন আপনি আপনার কটি বন্ধন করিতে এবং যেখানে ইচ্ছা, বেড়াইতে ; কিন্তু যখন বৃদ্ধ হইবে, তখন তোমার হস্ত বিস্তার করিবে, এবং আর এক জন তোমার কটি বন্ধন করিয়া দিবে, ও যেখানে যাইতে তোমার ইচ্ছা নাই, সেইখানে তোমাকে লইয়া ১৯ যাইবে । এই কথা বলিয়া যীশু নির্দেশ করিলেন যে, পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করিবেন। এই কথা বলিবার পর তিনি তাহাকে ২• বলিলেন, আমার পশ্চাৎ আইস। পিতর মুখ ফিরাইয় দেখিলেন, সেই শিষ্য পশ্চাৎ আসিতেছেন, যাহাকে যীশু প্রেম করিতেন, যিনি রাত্রিভোজের সময়ে তাহার বক্ষঃস্থলের দিকে হেলিয়া পড়িয়া বলিয়াছিলেন, প্ৰভু, ২১ কে আপনাকে শক্রহস্তে সমপর্ণ করিবে ? তাহাকে দেখিয়া পিতর যীশুকে বলিলেন, প্রভু, ইহার কি ২২ হইবে ? যীশু তাহাকে বলিলেন, আমি যদি ইচ্ছা 114