с আত্মাকে পরীক্ষা করিবার জন্য কেন একপরামর্শ হইলে ? দেখ, যাহার তোমার স্বামীর কবর দিয়াছে, তাহারা দ্বারে পদার্পণ করিতেছে, এবং ১০ তোমাকে বাহিরে লইয়া যাইবে । সে তখনই তাহার চরণে পড়িয়া প্রাণত্যাগ করিল ; আর ঐ যুবকের ভিতরে আসিয়া দেখিল, সে মরা, এবং বাহিরে লইয়৷ ১১ গিয় তাহার স্বামীর পাশ্বে কবর দিল। তখন সমস্ত মণ্ডলী, এবং যত লোক এই কথা শুনিল, সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল । ১২ আর প্রেরিতদের হস্ত দ্বারা লোকদের মধ্যে অনেক চিহ্ন-কাৰ্য্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হইত ; এবং তাহার সকলে একচিত্তে শলোমনের বারাণ্ডাতে উপস্থিত ১৩ হইতেন । কিন্তু অন্য লোকদের মধ্যে র্তাহীদের সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না, তথাপি ১৪ লোকের তাহাদিগকে সমাদর করিত। আর উত্তর উত্তর অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী হইয় প্রভুতে ১৫ সংযুক্ত হইতে লাগিল । এমন কি লোকেরা রোগীদিগকে বাহিরে পথে পথে আনিয়া শয্যায় ও খড়াতে করিয়া রাথিত, যেন পিতর আসিবার সময়ে অন্ততঃ ১৬ তাহার ছায়া কাহারও কাহারও উপরে পড়ে। আর যিরশালেমের চারিদিকের নগরসমূহ হইতেও অনেক লোক রোগীদিগকে এবং অশুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহার। সকলেই সুস্থ হহত । ১৭ পরে মহাযাজক এবং তাহার সঙ্গীরা সকলে অর্থাৎ সদুকি-সম্প্রদায় উঠিলেন, তাহার ঈর্ষাতে পরিপূর্ণ ১৮ হইলেন, এবং প্রেরিতদিগকে ধরিয়া সাধারণ কারাগারে ১৯ বদ্ধ করিলেন। কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বারা সকল খুলিয়া দিলেন, ও তাহাদিগকে ২ • বাহিরে আনিয়া কহিলেন, তোমরা যাও, ধৰ্ম্মধামে দাড়াইয় লোকদিগকে এই জীবনের সমস্ত কথা বল । ২১ ইহা শুনিয়া তাহারা প্রভাত কালে ধৰ্ম্মধামে প্রবেশ করিয়া উপদেশ দিতে লাগিলেন। ইতিমধ্যে মহাযাজক ও তাহার সঙ্গীরা আসিয়া মহাসভাকে এবং হস্রায়েলসন্তানগণের সমস্ত প্রাচীনদলকে ডাকিয়| একত্র করিলেন, এবং উহাদিগকে আনাইবার নিমিত্তে ২২ কারাগারে লোক পাঠাইলেন। কিন্তু যে পদাতিকের গেল, তাহার কারাগারে তাহাদিগকে পাইল না ; ২৩ তথন ফিরিয়া আসিয়া এই সংবাদ দিল, আমরা দেখিলাম, কারাগার স্বধৃঢ়রূপে বদ্ধ, দ্বারে দ্বারে রক্ষকের দাড়াইয়া আছে, কিন্তু দ্বার খুলিলে ভিতরে ২৪ কাহাকেও পাইলাম না । এই কথা শুনিয়া ধৰ্ম্মধামের সেনাপতি এবং প্রধান যাজকেরা ভাবিয়া আকুল ২৫ হইলেন যে, ইহার পরিণাম কি হইবে। ইতিমধ্যে কোন ব্যক্তি আসিয়া তাহাদিগকে এই সংবাদ দিল, দেখুন, আপনার যে লোকদিগকে কারাগারে রাখিয়াছিলেন, তাহারা ধৰ্ম্মধামে দাড়াইয়া আছে, ও লোকদিগকে ২৬ উপদেশ দিতেছে। তখন সেনাপতি পদাতিকদিগকে সঙ্গে প্রেরিত । & ; > 0–8× করিয়া তথায় গিয় তাহাদিগকে আনিলেন, কিন্তু বলের সহিত নয়, কেননা তাহারা লোকদিগকে ভয় করিলেন, ২৭ পাছে লোকে তাহাদিগকে পাথর মারে । পরে তাহার। তাহাদিগকে আনিয়া মহাসভার মধো দাড় করাইলেন ; আর মহাযাজক তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ২৮ বলিলেন, আমরা তোমাদিগকে এই নামে উপদেশ দিতে দৃঢ়রূপে নিষেধ করিয়াছিলাম ; তথাপি দেখ, তোমরা আপনাদের উপদেশে ফিরশালেম পরিপূর্ণ করিয়াছ, এবং সেই ব্যক্তির রক্ত আমাদের উপরে বর্ভাইতে ২৯ মনস্থ করিতেছ। কিন্তু পিতর ও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা ৩• পালন করিতে হইবে । আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে উত্থাপন করিয়াছেন, যাহাকে আপনার ৩১ গাছে টাঙ্গাইয়া বধ করিয়াছিলেন ; আর তাহাকেই ঈশ্বর অধিপতি ও ত্ৰাণকৰ্ত্ত করিয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা ক্ষু উন্নত করিয়াছেন, যেন ইস্রায়েলকে মনঃ৩২ পরিবর্তন ও পাপমোচন দান করেন। এই সকল বিষয়ের আমরা সাক্ষী, এবং পবিত্র আত্মাও সাক্ষী, যে আত্মা ঈশ্বর অপেন অজ্ঞাবহদিগকে দিয়াছেন । ৩৩ এই কথা শুনিয়া তাহারা মৰ্ম্মাহত হইলেন, ও ৩৪ উহাদিগকে বধ করিবার মনস্থ করিলেন । কিন্তু মহাসভায় গমলীয়েল নামে এক জন ফরাশী, যিনি সকল লোকের নিকটে মান্য ব্যবস্থা-গুরু ছিলেন, তিনি উঠিয়া ঐ লোকদিগকে কিছু ক্ষণের নিমিত্ত ৩৫ বাহির করিবার আজ্ঞা দিলেন । পরে তিনি তাহাদিগকে বলিলেন, হে ইস্রায়েল-লোকেরা, সেই লোকদের বিষয়ে তোমরা কি করিতে উদ্যত হইতেছ, ৩৬ তদ্বিষয়ে সাবধান হও । কেননা ইতিপূৰ্ব্বে খুদ উঠিয়া আপনাকে মহাপুরুষ করিয়া বলিয়াছিল, এবং কমবেশ চারি শত জন তাহার সঙ্গে যোগ দিয়াছিল ; সে হত হইল, এবং যত লোক তাহার অনুগত হইয়াছিল, সকলে ৩৭ ছিন্নভিন্ন হইয়া পড়িল, কেহই রহিল না । সেই ব্যক্তির পরে নাম লিখিয়া দিবার সময়ে গালীলীয় যিহ্ৰদ উঠিয়া কতকগুলি লোককে আপনার পশ্চাৎ টানিয়া লইয়াছিল : সেও বিনষ্ট হইল, এবং যত লোক তাহার ৩৮ অনুগত হইয়াছিল, সকলে ছড়াইয়া পড়িল। এক্ষণে আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা এই লোকদের হইতে ক্ষান্ত হও, তাহাদিগকে থাকিতে দেও , কেননা এই মন্ত্রণা কিম্বা এই ব্যাপার যদি মনুষ্য হইতে ৩৯ হইয়া থাকে, তবে লোপ পাইবে ; কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে, তবে তাহাদিগকে লোপ করা তোমাদের সাধ্য নয়, কি জানি, দেখা যাইবে যে, ৪• তোমরা ঈশ্বরের সহিত যুদ্ধ করিতেছ। তখন তাহারা তাহার কথায় সম্মত হইলেন, আর প্রেরিতদিগকে কাছে ডাকিয়া প্রহার করিলেন, এবং যীশুরু নামে কোন কথা কহিতে নিষেধ করিয়া ছাড়িয়া ৪১ দিলেন। তখন তাহার। মহাসভার সম্মুখ হইতে চলির ক্ৰ ( ৰ ) দক্ষিণ পাশ্বে । 120
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।