৭ ; ৪৪—৮ , ১৬ । ] সেই মূৰ্ত্তিদ্বয়, যাহা তোমরা পূজা করিবার জন্য গড়িয়াছিলে ; আর আমি তোমাদিগকে বাবিলের ওদিকে নিৰ্ব্বাসিত করিব।” সাক্ষোর তাম্বু প্রান্তরে আমাদের পিতৃপুরুষদের কাছে ছিল, যেমন তিনি আদেশ করিয়াছিলেন, যিনি মোশিকে বলিয়াছিলেন, তুমি যেরূপ আদর্শ দেখিলে, ৪৫ সেই অনুসারে উহা নিৰ্ম্মাণ কর। আর আমাদের পিতৃপুরুষেরা তাহদের সময়ে উহা প্রাপ্ত হইয়। যিহোশূয়ের সহিত আনিলেন, যখন সেই জাতিগণের অধিকারে প্রবেশ করিলেন, যাহাদিগকে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের সম্মুখ হইতে তাড়াইয়া দিলেন । সেই ৪৬ তাম্বু দায়ুদের সময় পর্যন্ত রহিল। ইনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন, এবং যাকোবের ঈশ্বরের নিমিত্ত এক আবাস প্রস্তুত করিবার অনুমতি যাদ্ধা ৪৭ করিলেন ; কিন্তু শলোমন তাহার জন্য এক গৃহ ৪৮ নিৰ্ম্মাণ করিলেন । তথাপি যিনি পরাৎপর, তিনি হস্তনিৰ্ম্মিত গৃহে বাস করেন না ; যেমন ভাববাদী বলেন, ঃ ৪৯ “স্বৰ্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ ; প্রভু কহেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নিৰ্ম্মাণ করিবে ; ৫০ অথবা আমার বিশ্রাম-স্থান কোথায় ? আমারই হস্ত কি এই সকল নিৰ্ম্মাণ করে নাই ?” হে শক্তগ্রীবেরা এবং হৃদয়ে ও কর্ণে অচ্ছিন্নত্বকেরা, তোমরা সৰ্ব্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাক ; তোমাদের পিতৃপুরুষেরা যেমন, তোমরাও তেমনি । ৫২ তোমাদের পিতৃপুরুষের কোন ভাববাদীকে তাড়ন না করিয়াছে ? তাহারা তাহাদিগকে বধ করিয়াছিল, যাহারা পূৰ্ব্বে সেই ধৰ্ম্মময়ের আগমন জ্ঞাপন করিতেন, র্যাহাকে সম্প্রতি তোমরা শক্রহস্তে সমর্পণ ও বধ ৫৩ করিয়াছ ; তোমরা যাহারা দূতগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে, কিন্তু পালন কর নাই । ৫৪ এই কথা শুনিয়া তাহারা মৰ্ম্মাহত হইল, তাহার ৫৫ প্রতি দন্তঘর্ষণ করিতে লাগিল । কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি একদৃষ্টি চাহিয়া দেখিলেন যে, ঈশ্বরের প্রতাপ রহিয়াছে, এবং যীশু ৫৬ ঈশ্বরের দক্ষিণে দাড়াইয়া আছেন, আর তিনি বলিলেন, দেখ, আমি দেখিতেছি, স্বর্গ খোলা রহিয়াছে, এবং ৫৭ মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাড়াইয়া আছেন। কিন্তু তাহারা উচ্চঃস্বরে চেচাইয়া উঠিল, আপন আপন কর্ণ রুদ্ধ করিল, এবং একযোগে তাহার উপরে গিয়৷ ৫৮ পড়িল ; আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল ; এবং সাক্ষিগণ আপন আপন বস্তু খুলিয়া শৌল নামে এক যুবকের পায়ের কাছে ৫৯ রাখিল । এদিকে তাহার। স্তিফানকে পাথর মারিতেছিল, আর তিনি ডাকিয় প্রার্থনা করিলেন, হে প্ৰভু
- মিশাইয় ৬৬ ,
$8 & X à , R i প্রেরিত । 〉 *、○ ৬০ যীশু, আমার আত্মাকে গ্রহণ কর। পরে তিনি হাটু পাতিয়া উচ্চৈঃস্বরে কহিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন। আর শৌল তাহার হত্যার অনুমোদন করিতেছিলেন । ফিলিপের প্রচার-কাৰ্য্য b〜 সেই দিন যিরশালেমস্থ মণ্ডলীর প্রাত বড়ই তাড়ন। উপস্থিত হইল, তাহাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে যিছুদিয়ার ও শমরিয়ার জনপদে ছিন্নভিন্ন ২ হইয়া পড়িল । আর কএক জন ভক্ত লোক স্তিফানের কবর দিলেন, ও তাহার নিমিত্ত মহাবিলাপ করিলেন। ৩ কিন্তু শোল মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন, ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোকদিগকে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন । ৪ তখন যাহারা ছিন্নভিন্ন হইয়াছিল, তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের বাক্য প্রচার করিল । ৫ আর ফিলিপ শমরিয়ার নগরে গিয়া লোকদের কাছে ৬ খ্ৰীষ্টকে প্রচার করিতে লাগিলেন। আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাহার কৃত চিহ্ন-কাৰ্য্য সকল দেখিয়া একচিত্তে র্তাহার কথায় অবধান করিল। ৭ কারণ অশুচি আত্মাষিষ্ট অনেক লোক হইতে সেই সকল আত্মা উচ্চৈঃস্বরে চেচাইয়া বাহির হইয়া আসিল, ৮ এবং অনেক পক্ষাঘাতী ও খঞ্জ সুস্থ হইল ; তাহাতে ঐ নগরে বড়ই আনন্দ হইল । ৯ কিন্তু শিমোন নামে এক ব্যক্তি ছিল, সে পুৰ্ব্বাবধি সেই নগরে যাদুক্রিয়া করিত ও শমরীয় জাতিকে চমৎকৃত করিত, আপনাকে এক জন মহাপুরুষ বলিত ; ১০ তাহার কথায় ছোট বড় সকলে অবধান করিত, বলিত, এ ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি, যাহা মহতী নামে ১১ আখ্যাত। তাহারা যে তাহার কথায় অবধান করিত, তাহার কারণ এই যে, বহুকাল অবধি সে আপন যাদুক্রিয়া দ্বারা তাহাদিগকে চমৎকৃত করিয়া আসিতে১২ ছিল। কিন্তু ফিলিপ ঈশ্বরের রাজ্য ও যীশু খ্রীষ্টের নাম বিষয়ক মুসমাচার প্রচার করিলে তাহারা যখন র্তাহার কথায় বিশ্বাস করিল, তখন পুরুষ ও স্ত্রীলোকেরাও ১৩ বাপ্তাইজিত হইতে লাগিল। আর শিমোন আপনিও বিশ্বাস করিল, এবং বাপ্তাইজিত হইয়া ফিলিপের সঙ্গে সঙ্গেই থাকিল ; আর অনেক চিহ্ন-কাৰ্য্য ও মহাপরাক্রমের কায্য সাধিত হইতেছে দেখিয়া চমৎকৃত হইল । যিরশালেমে প্রেরিতগণ যখন শুনিতে পাইলেন যে, শমরয়েরা ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে, তখন তাহারা পিতর ও যোহনকে তাহাদের নিকটে প্রেরণ ১৫ করিলেন। তাহার। আসিয়া তাহদের নিমিত্ত প্রার্থন ১৬ করিলেন, যেন তাহারা পবিত্র আত্মা পায় ; কেননা এ পৰ্য্যন্ত তাহাদের কাহারও উপরে পবিত্র আত্মা পতিত হন নাই ; কেবল তাহারা প্রভু যীশুর নামে বাপ্তাইজিত X 3 123