পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A R 8 ১৭ হইয়াছিল। তখন তাহারা তাহদের উপরে হস্তাপণ ১৮ করিলেন, আর তাহারা পবিত্র আত্মা পাইল । আর শিমোন যখন দেখিল, প্রেরিতদের হস্তাপণ দ্বারা পবিত্র আত্মা দত্ত হইতেছেন, তখন সে তাহদের নিকটে ১৯ টাকা আনিয়া কহিল, আমাকেও এই ক্ষমতা দিডন, যেন আমি যাহার উপরে হস্তাপণ করিব, সে পবিত্র ২• আত্ম পায় । কিন্তু পিতর তাহাকে বলিলেন, তোমার রৌপ্য তোমার সঙ্গে বিনষ্ট হউক, কেননা ঈশ্বরের দান ২১ তুমি টাকা দিয়া ক্রয় করিতে মনস্থ করিয়াছ। এই বিষয়ে তোমার অংশ কি অধিকার কিছুই নাই ; কারণ তোমার হৃদয় ঈশ্বরের সাক্ষণতে সরল নয় । ২২ অতএব তোমার এই দুষ্টত হইতে মন ফিরাও ; এবং প্রভুর কাছে বিনতি কর, কি জানি, তোমার হৃদয়ের ২৩ কল্পনার ক্ষম হইলেও হইতে পারে ; কেননা আমি দেখিতেছি, তুমি কচুভাবরূপ পিত্তে ও অধৰ্ম্মরূপ ২৪ বন্ধনে পড়িয়া রহিয়াছ। তখন শিমোন উত্তর করিয়া কহিল, আপনারাই আমার জন্য প্রভুর কাছে বিনতি করুন, যেন আপনার যাহা যাহা বলিলেন, তাহার কিছুই আমার প্রতি না ঘটে । পরে তাহার সাক্ষ্য দিয়া ও প্রভুর বাক্য বলিয়৷ রিশালেমে ফিরিয়া যাহতে যাইতে শমরীয়দের অনেক গ্রামে সুসমাচার প্রচার করিলেন । পরে প্রভুর এক দূত ফিলিপকে এই কথা কহিলেন, উঠ, দক্ষিণ দিকে, যে পথ যিরশালেম হইতে ঘসার দিকে নামিয়া গিয়াছে, সেই পথে যাও ; সেই স্থান ২৭ প্রান্তর । তাহাতে তিনি উঠিয়া গমন করিলেন । আর দেখ, ইথিয়পিয়া দেশের এক বাক্তি, ইথিয়পীয়দের কান্দাকি রাণীর অধীন উচ্চপদস্থ এক জন নপুংসক, যিনি রাণীর সমস্ত ধনকোষের অধ্যক্ষ ছিলেন, তিনি ভজনা করিবার জন্য যিরশালেমে আসিয়াছিলেন ; ২৮ পরে ফিরিয়া যাইতেছিলেন, এবং আপন রথে বসিয়া ミ● ミや প্রেরিত । ২৯ যিশাইয় ভাববাদীর গ্রন্থ পাঠ করিতেছিলেন । তখন আত্মা ফিলিপকে কহিলেন, নিকটে যাও, ঐ রথের ৩. সঙ্গ ধর । তাহাতে ফিলিপ দৌড়িয়া নিকটে গিয়া | শুনিলেন, তিনি যিশাইয় ভাববাদীর গ্রন্থ পাঠ করিতেছেন ; ফিলিপ কহিলেন, আপনি যাহা পাঠ ৩১ করিতেছেন, তাহা কি বুঝিতে পারিতেছেন ? তিনি কহিলেন, কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব ? পরে তিনি ফিলিপকে | আপনার কাছে উঠিয়া বসিতে নিবেদন করিলেন । ৩২ শাস্ত্রের যে কথা তিনি পড়িতেছিলেন, তাহ এই, “তিনি হত হইবার জন্য মেযের ন্যায় নীত হইলেন, এবং লোমচ্ছেদকের সম্মুখে মেষশাবক যেমন নীরব থাকে, সেইরূপ তিনি মুখ খুলেন না। | হইল, তাহার সমকালীন লোকদের বর্ণনা কে করিতে পারে ? ' কথাগুলি পাওয়া অন্তঃকরণের সহিত যদি বিশ্বাস করেন, তবে হইতে পারেন । BBBB BBBBBB BBBB BBBB BBB BBBBBS BBBB BBB BDD BBB BBBBBS BB BB B BBBB পুত্র, ইহা আমি বিশ্বাস করিতেছি । | レ; >?ー> お b l যেহেতুক তাহার জীবন পৃথিবী হইতে অপনীত হইল ।” * নপুংসক উত্তর করিয়৷ ফিলিপকে বলিলেন, নিবেদন করি, ভাববাদী কাহার বিষয়ে এই কথ। কহেন ? নিজের বিষয়ে, না অন্য কাহারও বিষয়ে ? ৩৫ তখন ফিলিপ মুখ খুলিয়া শাস্ত্রের সেই বচন হইতে আরম্ভ করিয়া তাহার কাছে যীশু-বিষয়ক সুসমাচার ৩৬ প্রচার করিলেন। পরে পথে যাইতে যাইতে তাহার কোন এক জলাশয়ের নিকটে উপস্থিত হইলেন ; তখন নপুংসক কহিলেন, এই দেখুন, জল আছে ; ৩৭ আমার বাপ্তাইজিত হইবার বাধা কি ? + পরে তিনি রথ থামাহতে আজ্ঞা করিলেন, আর ফিলিপ ও নপুংসক উভয়ে জলমধ্যে নামিলেন এবং ফিলিপ ৩৮ তাহকে বাপ্তাইজ করিলেন । আর যখন র্তাহারা জলের মধ্য হইতে উঠিলেন, তখন প্রভুর আত্ম। ফিলিপকে হরণ করিয়া লইয়া গেলেন, এবং নপুংসক আর তাহাকে দেখিতে পাইলেন না, ফলে তিনি আনন্দ ৩১ করিতে করিতে আপন পথে চলিয়া গেলেন । কিন্তু ফিলিপকে অস্দোদে দেখিতে পাওয়া গেল ; আর তিনি নগরে নগরে ভ্রমণ করিয়া সুসমাচার প্রচার করিতে করিতে শেষে কৈসরিয়াতে উপস্থিত হইলেন । শোলের মনঃপরিবর্তন ও যীশু -প্রচার । > শোল তখনও প্রভুর শিষ্যদের বিরুদ্ধে ভয়প্রদর্শন ও হত্যার নিশ্বাস টানিতেছিলেন ; ২ তিনি ১ মহাযাজকের নিকটে গিয়া, দন্মেশকস্থ সমাজ সকলের প্রতি পত্র যাদ্ধা করিলেন, যেন সেই পথাবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান, তাহাদিগকে বাধিয়া যিরশালেমে আনিতে পারেন । ও পরে তিনি যাইতে যাইতে দম্মেশকের নিকট উপস্থিত হইলেন, তখন হঠাৎ আকাশ হইতে আলোক তাহার ৪ চারিদিকে চমকিয়া উঠিল । তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, ৫ শোল, শোল, কেন আমাকে তাড়ন করিতেছ ? তিনি কহিলেন, প্রভু, আপনি কে ? প্রভু কহিলেন, আমি ৬ যীশু, যাহাঁকে তুমি তাড়না করিতেছ ; কিন্তু উঠ, নগরে প্রবেশ কর, তোমাকে কি করিতে হইবে, তাহ। ৭ বলা যাইবে । আর তাহার সহপথিকেরা অবাক হইয়৷ দাড়াইয়া রহিল, তাহারা ঐ বাণী শুনিল বটে, কিন্তু ৮ কাহাকেও দেখিতে পাইল না। পরে শোল ভূমি হইতে উঠিলেন, কিন্তু চক্ষু মেলিলে পল্প কিছুই দেখিতে পাইলেন না ; আর তাহারা তাহার হস্ত ধরিয়া তাহাকে

  • যিশপইয় ৫৩ ; ৭, ৮ । + কোন কোন প্রাচীন অনুলিপিতে এখানে এই যায় ;– ফিলিপ কহিলেন, সমন্ত

○8 ১ । প্রেরিত ২২ ; ৩-১৬ । ২ ১ , ১২ - ১৮ । 124