পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ ; N-లిన 1 ] ৯ দম্মেশকে লইয়া গেল। আর তিনি তিন দিন পর্যান্ত দৃষ্টিহীন থাকিলেন, এবং কিছুই ভোজন কি পান করিলেন না । ১০ দম্মেশকে অনানয় নামে এক জন শিষ্য ছিলেন । ১১ প্রভু তাহাকে দর্শনযোগে কহিলেন, আননিয় । তিনি বলিলেন, প্রভু, দেখুন, এই আমি । তখন প্ৰভু তাহাকে কহিলেন, তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া যিহুদার বাটাতে তার্ষ নগরীয় শৌল নামক ১২ ব্যক্তির অন্বেষণ কর ; কেননা দেখ, সে প্রার্থনা করিতেছে ; আর সে দেখিয়াছে, অননিয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তাপণ করিতেছে, যেন ১৩ সে দৃষ্টি পায়। অননিয় উত্তর করিলেন, প্রভু, আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয় শুনিয়াছি, সে ষিরশালেমে তোমার পবিত্ৰগণের প্রতি কত উপদ্রব ১৪ করিয়াছে ; এই স্থানেও, যত লোক তোমার নামে ডাকে, সেই সকলকে বন্ধন করিবার ক্ষমতা সে প্রধান যাজকদের ১৫ নিকটে পাইয়াছে। কিন্তু প্ৰভু তাহাকে কহিলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইস্রায়েল-সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে ১৬ সে আমার মনোনীত পাত্র ; কারণ আমি তাহাকে দেখাইয়া দিব, আমার নামের জন্য তাহাকে কত ১৭ ক্লেশ ভোগ করিতে হইবে । তখন অননিয় চলিয়৷ গিয়া সেই বাটীতে প্রবেশ করিলেন, এবং তাহার উপরে হস্তাপণ করিয়া কহিলেন, ভ্রাতঃ শৌল, প্রভু, সেই যীশু, যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন ১৮ তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আয়ায় পরিপূর্ণ হও। আর অমনি তাহার চক্ষু হইতে যেন আইস পড়িয়া গেল, তিনি দৃষ্টি প্রাপ্ত হইলেন, এবং উঠিয়া বাপ্তাইজিত ১৯ হইলেন ; পরে আহার করিয়া বল প্রাপ্ত হইলেন । আর তিনি ক এক দিন দন্মেশকস্থ শিষ্যগণের সঙ্গে ২• থাকিলেন ; এবং অমনি সমাজ-গৃহে সমাজ-গৃহে যীশুকে এই বলিয়া প্রচার করিতে লাগিলেন যে, তিনিই ২১ ঈশ্বরের পুত্র। আর যাহারা তাহার কথা শুনিল, তাহারা সকলে চমৎকৃত হইল, বলিতে লাগিল, এ কি সেই ব্যক্তি নয়, যে, এই নামে যাহারা ডাকে, তাহাদিগকে বিরূশালেমে উৎপাটন করিত, এবং এখানে এই জন্যই আসিয়াছিল, যেন তাহাদিগকে বন্ধন ২২ করিয়া প্রধান ষাজকদের নিকটে লইয়া যায় ? কিন্তু শৌল উত্তর উত্তর শক্তিমান হইয়া উঠিলেন, এবং দম্মেশক-নিবাসী যিহুদীদিগকে নিরুত্তর করিতে লাগিলেন, প্রমাণ দিতে লাগিলেন যে, ইনিই সেই খ্রীষ্ট । ২৩ আর, অনেক দিন গত হইলে যিহুদীরা তাহাকে ২৪ বধ করিবার মন্ত্রণা করিল ; কিন্তু শৌল তাহাদের চক্রান্ত জানিতে পাইলেন। আর তাহারা যেন তাহাকে বধ করিতে পারে, এই জষ্ঠ নগর-দ্বার সকলও দিবারাত্র ২৫ চৌকি দিতে লাগিল। কিন্তু তাহার শিষ্যগণ র্তাহাকে প্রেরিত । > R & রাত্রে লহয় একটা ঝড়িতে করিয়া প্রাচীর দিয়া নামাইয়া দিল । পরে তিনি ষিরশালেমে উপস্থিত হইয়া শিষ্যবর্গের সহিত যোগ দিতে চেষ্টা করিলেন ; কিন্তু সকলে তাহাকে ভয় করিল, তিনি যে শিষ্য, ইহা বিশ্বাস ২৭ করিল না। তখন বার্ণবা তাহার হাত ধরিয়া প্রেরিতদের নিকটে লইয়া গেলেন, এবং পথের মধ্যে তিনি কিরূপে প্রভুকে দেখিতে পাইয়াছেন, ও প্ৰভু যে তাহার সহিত কথা বলিয়াছেন, এবং কিরূপে তিনি দম্মেশকে যীশুর নামে সাহসপূর্বক প্রচার করিয়াছেন, এ সকল ২৮ তাহদের কাছে বর্ণনা করিলেন । আর শেীল যিক্সশালেমে তাহদের সঙ্গে সঙ্গে থাকিতেন, ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, প্রভুর নামে সাহসপূৰ্ব্বক ২৯ প্রচার করিতেন, আর তিনি গ্ৰীক ভাষাবাদী যিহুদীদের সহিত কথোপকথন ও তক করিতেন ; কিন্তু তাহারা তাহাকে বধ করিবার জন্য চেষ্টা করিতে লাগিল । ৩০ ভ্রাতৃগণ ইহা জানিতে পাইয় তাহাকে কৈসরিয়াতে লইয়া গেলেন, এবং সেখান হইতে তার্ষ নগরে পাঠাইয়। দিলেন । পিতরের দুইটা অলৌকিক কাৰ্য্য । তখন যিছুদিয়া, গালীল ও শমরিয়ার সর্বত্র মণ্ডলী শান্তিভোগ করিতেছিল, গ্রথিত হইতে লাগিল, এবং প্রভুর ভয়ে ও পবিত্র আত্মার আশ্বাসে চলিতে চলিতে বহুসংখ্যক হইয়া উঠিল। ৩২ অার পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে ৩৩ লুদ-নিবাসী পবিত্ৰগণের নিকটেও গেলেন। সেই স্থানে তিনি ঐনিয় নামে এক ব্যক্তির দেখা পান. সে আট বৎসর শয্যাগত ছিল, তাহার পক্ষাঘাত ৩৪ হইয়াছিল। পিতর তাহাকে কহিলেন, ঐনিয়, যীশু খ্ৰীষ্ট তোমাকে স্বস্থ করিলেন, উঠ, তোমার শয্যা পাত । ৩৫ তাহাতে সে তখনই উঠিল। তখন লুদ ও শারোণনিবাসী সমস্ত লোক তাহাকে দেখিতে পাইল, এবং তাহারা প্রভুর প্রতি ফিরিল। আর যাফোতে এক শিষ্য ছিলেন, নাম টাবিথা, অনুবাদ করিলে এই নামের অর্থ দর্ক [ হরিণী 1, তিনি নানা সংক্রিয়া ও দানকায্যে ব্যাপৃত ছিলেন । ৩৭ ঘটনাক্রমে সেই সময়ে তিনি পীড়িত হইয়া মারা পড়েন। তাহাতে লোকেরা তাহাকে ধৌত করিয়া ৩৮ উপরের কুঠরীতে শয়ন করাইয়া রাখিল । আর লুদা যাফোর নিকটবৰ্ত্তী হওয়াতে, পিতর লুদায় আছেন শুনিয়া, শিষ্যগণ র্তাহার কাছে দুই জন লোক পাঠাইয়া বিনতি করিল, আপনি আমাদের এখান ৩৯ পর্য্যন্ত আসিতে বিলম্ব করিবেন না । তখন পিতর উঠিয়া তাহদের সহিত চলিলেন । তিনি তথায় উপস্থিত হইলে তাহারা তাহাকে সেই উপরের কুঠরীতে লইয়া গেল, আর বিধবারা সকলে তাহার চারিদিকে দাড়াইয়া রোদন করিতে থাকিল, এবং দর্ক তাহাদের সঙ্গে こや ర్సి v93 125