পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> *、や থাকিবার সময়ে যে সকল আঙরাখা ও বস্ত্র প্রস্তুত ৪• করিয়াছিলেন, সেই সকল দেখাইতে লাগিল। কিন্তু পিতর সকলকে বাহির করিয়া দিয়া হাটু পাতিয়া প্রার্থনা করিলেন ; পরে সেই দেহের দিকে ফিরিয়া কহিলেন, টাবিথা, উঠ । তাহাতে তিনি চক্ষু মেলিলেন, ৪১ এবং পিতরকে দেখিয়া উঠিয়া বসিলেন। তখন পিতর হাত দিয়া তাহাকে উঠাইলেন, এবং পবিত্রগণকে ও বিধবাদিগকে ডাকিয় তাহাকে জীবিত দেখাইলেন । ৪২ এই কথা যাফোর সর্বত্র প্রকাশ হইল, এবং অনেক ৪৩ লোক প্রভুর উপরে বিশ্বাস করিল। আর পিতর অনেক দিন যাফেতে, শিমোন নামক এক জন চৰ্ম্মকারের বাটীতে, অবস্থিতি করিলেন । খ্ৰীষ্টীয় মণ্ডলীতে পরজাতীয়দের প্রবেশ । কৈসরিয়াতে কণীলিয় নামে এক ব্যক্তি S రి ছিলেন, তিনি ইতালীয় নামক সৈন্যদলের এক ২ জন শতপতি । তিনি ভক্ত ছিলেন, এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন, তিনি লোকদিগকে বিস্তর দান করিতেন, এবং সৰ্ব্বদ ৩ ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। এক দিন বেলা অনুমান নবম ঘটিকার সময়ে তিনি দর্শনযোগে স্পষ্ট দেখিলেন যে, ঈশ্বরের এক দূত তাহার নিকটে ভিতরে ৪ আসিয়া বলিতেছেন, কর্ণালিয়। তখন তিনি তাহার প্রতি একদৃষ্টি চাহিয়া ভীত হইয়া কহিলেন, প্রভু, কি চান ? দূত তাহাকে বলিলেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয়রূপে উৰ্দ্ধে ঈশ্বরের সম্মুখে ও উপস্থিত হইয়াছে। আর এখন তুমি যাফোতে লোক পঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ৬ ডাকাইয়া অান ; সে শিমোন নামে এক জন চৰ্ম্মকারের বাটতে অবস্থিতি করিতেছে, তাহার গৃহ ৭ সমুদ্রের ধারে। কর্ণালিয়ের সহিত যে দূত কথা কহিলেন, তিনি চলিয়া গেলে পর কর্ণালিয় বাড়ীর চাকরদের মধ্যে দুই জনকে, এবং যাহারা সৰ্ব্বদা তাহার সেবা করিত, তাহীদের এক জন ভক্ত সেনাকে ৮ ডাকিলেন, আর তাহাদিগকে সকল কথা বলিয়া যাফোতে পাঠাইয়া দিলেন । ৯ পরদিন তাহারা পথে যাইতে যাইতে যখন নগরের নিকটে উপস্থিত হইল, তখন পিতর অনুমান ছয় ঘটিকার সময়ে প্রার্থনা করিবার নিমিত্ত ছাদের উপরে ১• উঠিলেন। তিনি ক্ষুধিত হইলেন, তাহার আহার করিবার ইচ্ছা হইল। কিন্তু লোকেরা খাদ্য প্রস্তুত করিতেছে, এমন সময়ে তিনি অভিভূত হইয়া পড়িলেন, ১১ আর দেখিলেন, আকাশ খুলিয়া গিয়াছে, এবং একখান বড় চাদরের মত কোন পাত্র নামিয়া আসিতেছে, তাহা চারি কোণে ধরিয়া পৃথিবীতে নামাইয়া দেওয়া ১২ হইতেছে ; আর তাহার মধ্যে পৃথিবীর সর্বপ্রকার চতুষ্পদ ও সরীসৃপ এবং আকাশের পক্ষী আছে। ১৩ পরে তাহার প্রতি এই বাণী হইল, উঠ, পিতর, মার, প্রেরিত । | S ; 8 o – o o :

లిలి !

১৪ খাও। কিন্তু পিতর কহিলেন, প্রভু, এমন না হউক । আমি কখনও কোন অপবিত্র কিম্বা অশুচি দ্রব্য ১৫ ভোজন করি নাই। তখন দ্বিতীয় বার তাহার প্রতি এই বাণী হইল, ঈশ্বর যাহা শুচি করিয়াছেন, তুমি ১৬ তাহ অপবিত্র বলিও না। এইরূপ তিন বার হইল, পরে অমনি ঐ পাত্র আকাশে তুলিয়া লওয়া হহল । পিতর সেই ষে দর্শন পাইয়াছিলেন, তাহার কি অর্থ হইতে পারে, এ বিষয়ে মনে মনে চিন্তা করিতেছিলেন, ইতিমধ্যে দেখ, কর্ণালিয়ের প্রেরিত লোকের শিমোনের বাটীর অনুসন্ধান করিয়া ফটক দুয়ারে ১৮ আসিয়া দাড়াইল, আর ডাকিয়া জিজ্ঞাসা করিল, শিমোন, র্যাহাকে পিতর বলে, তিনি কি এখানে ১৯ অবস্থিতি করেন ? পিতর সেই দর্শনের বিষয় ভাবিতেছেন, এমন সময়ে আত্মা কহিলেন, দেখ, তিনটী লোক ২০ তোমার অন্বেষণ করিতেছে। কিন্তু তুমি উঠিয়া নীচে যাও, তাহদের সহিত গমন কর, কিছুমাত্র সন্দেহ করিও না, কারণ আমিই তাহাদিগকে প্রেরণ ২১ করিয়াছি । তখন পিতর সেই লোকদের নিকটে নামিয়া গিয়া কহিলেন, দেখ, তোমরা যাহার অন্বেষণ করিতেছ, আমি সেই ব্যক্তি ; তোমরা কি নিমিত্ত ২২ আসিয়াছ ? তাহারা কহিল, শতপতি কণীলিয়, এক জন ধাৰ্ম্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন, এবং সমস্ত যিহুদী জাতির মধ্যে যাহার মুখাতি আছে, তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পাইয়াছেন, যেন আপনাকে ডাকাইয়া নিজ গৃহে আনিয়া আপনার ২৩ মুখে কথা শুনেন। তখন পিতর তাহাদিগকে ভিতরে ডাকিয়া লইয়া তাহীদের আতিথ্য করিলেন । পরদিন উঠিয়া তিনি জাহাদের সঙ্গে চলিলেন, আর যাফো-নিবাসী ভ্রাতৃগণের মধ্যে কএক জনও ২৪ তাহার সঙ্গে গমন করিলেন। পরদিন তাহার। কৈসরিয়াতে প্রবেশ করিলেন ; তখন কণীলিয় আপন জ্ঞাতিদিগকে ও আত্মীয় বন্ধুগণকে ডাকিয়া একত্র ২৫ করিয়া তাহদের অপেক্ষা করিতেছিলেন। পরে পিতর যখন প্রবেশ করিলেন, তখন কণীলিয় তাহার সহিত দেখা করিয়া তাহার চরণে পড়িয়া প্রণাম করিলেন । ২৬ কিন্তু পিতর তাহাকে উঠাইলেন, বলিলেন, উঠুন ; ২৭ আমি আপনিও মনুষ্য। পরে তিনি তাহার সহিত আলাপ করিতে করিতে প্রবেশ করিয়া দেখিলেন, ২৮ অনেক লোক সমাগত হইয়াছে। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আপনারা জানেন, অন্য জাতীয় কোন লোকের সঙ্গে যোগ দেওয়া কিম্বা তাহার কাছে আসা যিহুদী লোকের পক্ষে কেমন অবিধেয় ; কিন্তু আমাকে ঈশ্বর দেখাইয়া দিয়াছেন যে, কোন মনুষ্যকে অপবিত্র ২৯ কিম্বা অশুচি বল অনুচিত। এই নিমিত্ত আমাকে ডাকিয়া পাঠান হইলে আমি কোন আপত্তি না করিয়া আসিয়াছি ; এখন জিজ্ঞাসা করি, আপনারা কি কারণ ৩০ আমাকে ডাকিয়া পাঠাইয়াছেন ? তখন কর্ণালিয় S* 126