পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o ; ○○ー > > : >c I ] কহিলেন, আদ্য চারি দিন হইল, আমি এই ঘটিকা পৰ্য্যন্ত নিজ গৃহ মধ্যে নবম ঘটিকায় প্রার্থনা করিতেছিলাম, এমন সময়ে, দেখুন, তেজোময় বস্ত্র পরিহিত ৩১ এক পুরুষ আমার সম্মুখে দাড়াইলেন ; তিনি কহিলেন, ‘ কণীলিয়, তোমার প্রার্থনা গ্রাহ্য হইয়াছে, এবং তোমার দান সকল ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা ৩২ হইয়াছে। অতএব যাফেণতে লোক পাঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন ; সে সমুদ্রের ধারে শিমোন চৰ্ম্মকারের বাটীতে অবস্থিতি ৩৩ করিতেছে।” এই নিমিত্ত আমি অবিলম্বে আপনার নিকটে লোক পঠাইয়া দিলাম : আপনি আসিয়াছেন, ভালই করিয়াছেন । অতএব এখন আমরা সকলে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত আছি ; প্রভু আপনাকে যে সকল আদেশ করিয়াছেন, তাহ শুনিব । পিতরের বক্তৃত ও তাহার ফল । ৩৪ তখন পিতর মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যই ৩৫ বুঝিলাম, ঈশ্বর মুখাপেক্ষ করেন না ; * কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাহাকে ভয় করে ও ৩৬ ধৰ্ম্মাচরণ করে, সে তাহার গ্রাহ হয় । তিনি ইস্রায়েলসন্তানগণের নিকটে একটী বাক্য প্রেরণ করিয়াছেন : যীশু খ্ৰীষ্ট দ্বারা সন্ধির সুসমাচার প্রচার করিয়াছেন ; ৩৭ ইনিই সকলের প্রভু। আপনার সেই কথা জানেন, যাহা যোহনকর্তৃক প্রচারিত বাপ্তিস্মের পর গালীল হইতে আরস্ত হইয়া সমুদয় যিহুদিয়াতে ব্যাপিয়া গেল : ৩৮ নাসরতীয় যীশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন ; তিনি হিতকাৰ্য্য করিয়া বেড়াইতেন, এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন ; কারণ ঈশ্বর ৩৯ তাহার সহবর্তী ছিলেন । আর তিনি যিহুদীদের জনপদে ও ফিরশালেমে যাহা যাহা করিয়াছেন, আমরা সেই সকলের সাক্ষী ; আবার লোকে তাহাকে গাছে ৪• টাঙ্গাইয়া বধ করিল। তাহাকে ঈশ্বর তৃতীয় দিবসে ৪১ উঠাইলেন, এবং প্রত্যক্ষ হইতে দিলেন ; সমস্ত লোকের প্রত্যক্ষ, এমন নয়, কিন্তু পূর্বে ঈশ্বরকর্তৃক নিযুক্ত সাক্ষীদের, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ, আমরা যাহারা মৃতদের মধ্য হইতে তাহার পুনরুত্থান হইলে পর ৪২ তাহার সহিত ভোজন পান করিয়াছি। আর তিনি আদেশ করিলেন, যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে, তাহাকেই ঈশ্বর জীবিত ও মৃতদিগের বিচারকর্তা নিযুক্ত করিয়াছেন । ৪৩ তাহার পক্ষে ভাববাদীরা সকলে এই সাক্ষ্য দেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে, সে তাহার নামের গুণে পাপমোচন প্রাপ্ত হয় । পিতর এই কথা কহিতেছেন, এমন সময়ে যত লোক বাক্য শুনিতেছিল, সকলের উপরে পবিত্র আত্মা ৪৫ পতিত হইলেন। তখন পিতরের সহিত আগত বিশ্বাসী ছিন্নত্বক লোক সকল চমৎকৃত হইলেন, কারণ পর

  • দ্বি বি ১০ : ১৭ ৷

88 1 প্রেরিত । う لك > ९ १ জাতীয়দের উপরেও পবিত্র আত্মারূপ দানের সেচন 8७ झुङ्गेल : কেননা তাহারা উইদিগকে নানা ভাষায় কথা কহিতে ও ঈশ্বরের মহিমা কীৰ্ত্তন করিতে ৪৭ শুনিলেন। তখন পিতর উত্তর করিলেন, এই যে লোকের আমাদেরই ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছেন, কেহ কি জল নিবারণ করিয়৷ ইহঁাদের ৪৮'বাপ্তাইজিত হইবার বাধা দিতে পারে ? পরে তিনি যীশু খ্রষ্টের নামে তাহাদিগকে বাপ্তাইজ করিবার আজ্ঞা দিলেন। তখন তাহার কএক দিন অবস্থিতি করিতে তাহাকে বিনতি করিলেন । SS পরে প্রেরিতের এবং যিছুদিয়াস্থ ভ্রাতৃগণ শুনিতে পাইলেন যে, পরজাতীয় লোকেরাও ২ ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে। আর যখন পিতর যিরশালেমে আসিলেন, তখন ছিন্নত্বক লোকেরা তাহার ৩ সহিত বিবাদ করিয়া কহিলেন, তুমি অচ্ছিন্নত্বক লোকদের গৃহে প্রবেশ করিয়াছ, ও তাহদের সহিত ৪ আহার করিয়াছ । কিন্তু পিতর আরম্ভ করিয়া তাহাদিগকে আনুপূৰ্ব্বিক বৃত্তান্ত বুঝাইয়া দিলেন, ৫ কহিলেন, ‘ আমি যাফো নগরে প্রার্থনা করিতেছিলাম, এমন সময়ে অভিভূত হইয়া এক দর্শন পাইলাম, দেখিলাম, একখান বড় চাদরের মত কোন পাত্ৰ নামিয়৷ আসিতেছে, তাহ। চারি কোণে ধরিয়া আকাশ হইতে নামাইয়া দেওয়া হইতেছে, এবং তাহ আমার নিকট ৬ পৰ্য্যন্ত আসিল । আমি তাহার প্রতি একদৃষ্টে চাহিয়৷ চিন্তা করিতে লাগিলাম, আর দেখিলাম, তাহার মধ্যে পৃথিবীর চতুষ্পদ জন্তু, আর বন্য পশু, সরীস্বপ ও ৭ আকাশের পক্ষী সকল আছে ; আর আমি এক বাণীও শুনিলাম, যাহা আমাকে বলিল, উঠ, পিতর, মার, ৮ খাও। কিন্তু আমি কহিলাম, প্রভু, এমন না হউক ; কেননা অপবিত্র বা অশুচি কোন দ্রব্য কখনও আমার ৯ মুখের ভিতরে প্রবেশ করে নাই । কিন্তু দ্বিতীয় বার আকাশ হইতে বাণী উত্তর করিল, ঈশ্বর যাহা শুচি ১• করিয়াছেন, তুমি তাহ অপবিত্র বলিও না। এইরূপ তিন বার হইল ; পরে সে সমস্ত আবার আকাশে টানিয়া ১১ লওয়া হইল। আর দেখ, অবিলম্বে তিন জন পুরুষ, যে বাটীতে আমরা ছিলাম, তথায় আসিয়া দাড়াইল : তাহারা কৈসরিয়া হইতে আমার নিকটে প্রেরিত ১২ হইয়াছিল । আর আত্মা আমাকে সন্দেহ না করিয়া তাহাদের সহিত যাইতে বলিলেন । আর এই ছয় জন ভ্রাতাও আমার সহিত গমন করিলেন। পরে ১৩ আমরা সেই ব্যক্তির বাটীতে প্রবেশ করিলাম। তিনি আমাদিগকে বলিলেন যে, তিনি এক দূতের দর্শন পাইয়াছিলেন, সেই দূত তাহার গৃহমধ্যে দাড়াইয়া ১৪ পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন ; সে তোমাকে এমন কথা বলিবে, যাহা দ্বারা তুমি ও তোমার সমস্ত ১৫ পরিবার পরিত্রাণ প্রাপ্ত হইবে। পরে আমি কথা কহিতে আরম্ভ করিলে, তাহদের উপরে পবিত্র আত্মা 7