পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ c ډ و ن لا - وكان ; G لا সুসমাচার প্রচারার্থে পোলের দ্বিতীয় যাত্রা । কতক দিন পরে পৌল বার্ণবাকে কহিলেন, চল, আমরা যে সকল নগরে প্রভুর বাক্য প্রচার করিয়াছিলাম, সেই সকল নগরে এখন ফিরিয়া গিয়া ভ্রাতৃ৩৭ গণের তত্ত্বাবধান করি, দেখি, তাহারা কেমন আছে। আর বার্ণবা চাহিলেন, যোহন, র্যাহাকে মার্ক বলে, তাহাকেও ৩৮ সঙ্গে লইয়। যাইবেন ; কিন্তু পৌল মনে করিলেন, যে ব্যক্তি পাঞ্জুলিয়াতে তাহাদিগকে ছাড়িয়া গিয়াছিল, তাহাদের সহিত কায্যে গমন করে নাই, এমন লোককে ৩৯ সঙ্গে করিয়া লওয়া উচিত নয়। ইহাতে এমন বিতণ্ডা হইল যে, তাহারা পরস্পর পৃথক্ হইলেন ; বার্ণব মার্ককে সঙ্গে করিয়া জাহাজে কুপ্রে গমন করিলেন ; ৪০ কিন্তু পৌল সীলকে মনোনীত করিয়া, ভ্রাতৃগণের দ্বারা প্রভুর অনুগ্রহে সমৰ্পিত হইয়া, প্রস্থান করিলেন । ৪১ আর তিনি স্বরিয়া ও কিলিকিয়া দিয়া গমন করিতে করিতে মণ্ডলীগণকে মুস্থির করিলেন । S\, ...” তিনি দবীতে ও লুস্কায় উপস্থিত হইলেন। আর দেখ, সেখানে তীমথিয় নামে এক শিষ্য ছিলেন ; তিনি এক বিশ্বাসিনী ষিহ্লদীয়া মহিলার পুত্র, ২ কিন্তু তাহার পিতা গ্রীক : লুপ্ত ও ইকনিয় নিবাসী ৩ ভ্রাতৃগণ তাহার পক্ষে সাক্ষ্য দিত। পৌলের ইচ্ছা 33 হুইল, যেন সে ব্যক্তি তাহার সঙ্গে গমন করেন ; আর তিনি ঐ সকল স্থানের যিহুদীদের নিমিত্ত র্তাহাকে লহয় তাহার ত্বকছেদ করিলেন ; কেননা তাহার পিতা ৪ যে গ্রীক, ইহা সকলে জানিত । আর তাহারা নগরে নগরে ভ্রমণ করিতে করিতে ফিরশালেমস্থ প্রেরিতগণের ও প্রাচীনবর্গের নিরূপিত নিয়মাবলি পালনার্থে ভ্রাতু৫ গণকে সমর্পণ করিলেন। এইরূপে মণ্ডলীগণ বিশ্বাসে দৃঢ়ীকৃত হইতে থাকিল, এবং দিন দিন সংখ্যায় বৃদ্ধি পাইল । ৬ তাহারা ফরুগিয়া ও গালাতিয়া দেশ দিয়া গমন করিলেন, কেননা আশিয়া দেশে বাক্য প্রচার করিতে ৭ পবিত্র আত্মাকর্তৃক নিবারিত হইয়াছিলেন ; আর মুশিয়া দেশের নিকটে উপস্থিত হইয় তাহারা বিধুনিয়ায় যাহতে চেষ্টা করিলেন, কিন্তু যীশুর আত্মা তাহা৮ দিগকে যাইতে দিলেন না। তখন তাহারা মুশিয়া দেশ ৯ ছাড়িয়া ত্রোয়াতে চলিয়া গেলেন। আর রাত্রিকালে পৌল এক দশন পাইলেন ; এক মাকিদনীয় পুরুষ দাড়াইয়। বিনতিপূর্বক তাহাকে বলিতেছে, পার হইয়। মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন । ১• তিনি সেই দশন পাইলে আমরা অবিলম্বে মাকিদনিয়া দেশে যাইতে চেষ্টা করিলাম, বুঝিলাম, তথাকার লোকদের নিকটে সুসমাচার প্রচার করিতে ঈশ্বর আমাদিগকে ডাকিয়াছেন। ইউরোপ মহাখণ্ডে সুসমাচার-প্রচারের অপরন্ত । ১১ আমরা ত্রোয় হইতে জলযাত্রা করিয়া সোজা পথে প্রেরিত । > ○○ সামথাকীতে, এবং তাহার পরদিন নিয়াপলিতে উপস্থিত ১২ হইলাম। তথা হইতে ফিলিপীতে গেলাম ; উহ। মাকিদনিয়ার ঐ বিভাগের প্রথম নগর, রোমীয় উপনিবেশ । সেই নগরে আমরা কএক দিন অবস্থিতি ১৩ করিলাম। আর বিশ্রামবারে নগর-দ্বারের বাহিরে নদীতীরে গেলাম, মনে করিলাম, সেখানে প্রার্থনাস্থান আছে ; আর আমরা বসিয়া সমাগত স্ত্রীলোকদের ১৪ কাছে কথা কহিতে লাগিলাম। আর খুয়াতীর নগরের লুদিয়া নাম্নী একটা ঈশ্বর-ভক্ত স্ত্রীলোক, যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন, আমাদের কথা শুনিতেছিলেন ; আর প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন, যেন তিনি পৌলের কথায় মনোযোগ ১৫ করেন । তিনি ও র্তাহার পরিবার বাপ্তাইজিত হইলে পর তিনি বিনতি করিয়া কহিলেন, আপনার যদি আমাকে প্রভুতে বিশ্বাসিনী বলিয়৷ বিবেচনা করিয়া থাকেন, তবে আমার গৃহে আসিয়া অবস্থিতি করুন । আর তিনি আমাদিগকে সাধ্যসাধনা করিয়া লইয়। গেলেন । ফিলিপ নগরে সুসমাচার-প্রচার । এক দিন আমরা সেই প্রার্থনা-স্থানে যাইতেছিলাম, এমন সময়ে দৈবজ্ঞ আত্মাবিষ্ট এক দাসী আমাদের সম্মুখে পড়িল ; সে ভাগ্য-কথন দ্বারা তাহার কৰ্ত্তাদের ১৭ বিস্তর লাভ জন্মাইত। সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেচাইয়া বলিতে লাগিল, এই ব্যক্তির পরাৎপর ঈশ্বরের দাস, ইহঁরা তোমাদিগকে ১৮ পরিত্রাণের পথ জানাইতেছেন। সে অনেক দিন পর্যন্ত এইরূপ করিতে থাকিল। কিন্তু পেীল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়৷ সেই আত্মাকে কহিলেন, আমি যীশু খ্রাষ্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও ; তাহাতে সেই দণ্ডেই সে বাহির হইয়া গেল । কিন্তু তাহার কৰ্ত্তার, লাভের প্রত্যাশা বাহির হইয়। গেল দেখিয়া, পৌলকে ও সীলকে ধরিয়া বাজারে ২• অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল ; এবং শাসনকৰ্ত্তাদের নিকটে তাহাদিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে ; ইহার বিহুদী ; আর আমরা রোমীয়, ২১ আমাদের যেরূপ রীতিনীতি গ্রহণ কি পালন করিতে ২২ নাই, ইহারা তাহাই প্রচার করিতেছে । তাহাতে লোকসমূহ তাহদের বিরুদ্ধে উঠিল, এবং শাসনকৰ্ত্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন, ও বেত্ৰাঘাত ২৩ করিতে আজ্ঞা দিলেন, এবং তাহাদিগকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন, এবং সাবধানে ২৪ রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন । এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাহাদিগকে ভিতর-কারাগারে বদ্ধ করিল, এবং তাহদের পায়ে হাড়িকাঠ দিয়৷ ২৫ রাখিল । কিন্তু মধ্যরাত্রে পৌল ও সীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদেশে স্তোত্র গান করিতেছিলেন, >や ని 133