পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*> 8 R. যুবাকে আনিতে নিবেদন করিল, কেননা আপনকার ১৯ কাছে ইহার কিছু বলিবার আছে। তখন সহস্রপতি তাহার হস্ত ধরিয়া এক পাশ্বে লইয়া গিয়া গোপনে জিজ্ঞাসা করিলেন, আমার কাছে তোমার কি ২০ বলিবার আছে ? সে কহিল, যিহুদীরা আপনকার কাছে এই নিবেদন করিবার মন্ত্রণা করিয়াছে, যেন আপনি কল্য আরও স্বাক্ষরূপে পোলের বিষয়ে অনুসন্ধান করিবার নিমিত্ত তাহাকে মহাসভার কাছে ২১ লইয়া যান। অতএব আপনি তাহদের কথা গ্রাহ করিবেন না । কেননা তাহদের মধ্যে চল্লিশ জনের অধিক লোক তাহার জন্য ঘাটি বসাইয়াছে ; তাহারা এক অভিশাপে আপনাদিগকে বদ্ধ করিয়াছে, যে পৰ্য্যন্ত তাহাকে বধ না করিবে, সে পয্যন্ত ভোজন কি পান করিবে না, আর এখনই প্রস্তুত আছে, ২২ আপনকার অনুমতির অপেক্ষা করিতেছে। তথন সহস্রপতি ঐ যুবাকে এই আজ্ঞা দিয়া বিদায় করিলেন, তুমি যে এই সকল আমাকে জ্ঞাত করিয়াছ, তাহ ২৩ কাহাকেও বলিও না । পরে তিনি দুই জন শতপতিকে কাছে ডাকিয়া বলিয়া দিলেন, কৈসরিয়া পৰ্য্যন্ত যাইবার নিমিত্ত রাত্রি তিন ঘটিকার সময়ে দুই শত সেন ও সত্তর জন অশ্বারোহী এবং দুই শত বড়শাধারী ২৪ লোক প্রস্তুত রাখিও । আর তিনি বাহন যোগাইতে আজ্ঞা করিলেন, যেন তাহার পৌলকে তাহার উপরে চড়াইয়া নিরাপদে দেশাধ্যক্ষ ফালিক্সের নিকটে ২৫ পহুছাইয়া দেয়। পরে তিনি এই মৰ্ম্মে একখানি পত্র লিখিলেন, - ২৬ মহামহিম দেশাধ্যক্ষ ফীলিক্সের সমীপে ক্লোদিয় ২৭ লুষিয়ের মঙ্গলবাদ । যিহুদীরা এই ব্যক্তিকে ধরিয়া বধ করিতে উদ্যত হইলে আমি সেনাগণসহ উপস্থিত হইয়া ইহাকে রক্ষা করিলাম, কেননা জানিতে ২৮ পাইলাম যে, এই ব্যক্তি রোমীয়। পরে তাহার। কি কারণ ইহার উপরে দোষারোপ করিতেছে, তাহা জানিবার মানসে তাহীদের মহাসভাতে ইহাকে ২৯ নামাইয়া লইয়া গেলাম। তাহাতে আমি বুঝিলাম, তাহাদের ব্যবস্থা সম্বন্ধীয় কোন কোন বিবাদ প্রযুক্ত ইহার উপরে দোষারোপ হইয়াছে, কিন্তু প্রাণদণ্ডের বা শৃঙ্খলের যোগ্য কোন দোষ প্রযুক্ত ইহার নামে অভি৩০ যোগ হয় নাই। আর এ ব্যক্তির বিরুদ্ধে চক্রান্ত হইবে, এই সমাচার পাইয়া আমি অবিলম্বেই আপনকার নিকটে ইহাকে পঠাইয়৷ দিলাম। ইহার উপরে যাহারা দোষারোপ করিয়াছে, তাহাদিগকেও আদেশ করিলাম, তাহার। আপনকার কাছে ইহার বিরুদ্ধে যাহা বলিবার থাকে, বলুক । ৩১ পরে সেনার প্রাপ্ত আদেশ অনুসারে পেীলকে ৩২ লইয়। রাত্রিকালে আন্তিপত্রিতে গেল। পরদিন অশ্বারোহীদিগকে তাহার সঙ্গে যাইবার জষ্ঠ রাখিয়া ৩৩ তাহারা দুর্গে ফিরিয়া আসিল । উহারা কৈসরিয়াতে পহুছিয়া দেশাধ্যক্ষের হস্তে পত্ৰখানি সমর্পণ করিয়া প্রেরিত । [ ペべ); ১৯ – ২ 8 ; ১৪ । ৩৪ পৌলকেও তাহার কাছে উপস্থিত করিল। তিনি পত্র পাঠ করিয়া জিজ্ঞাসা করিলেন, এ কোন প্রদেশের লোক ? তখন, তিনি কিলিকিয়া প্রদেশের লোক, ইহা জানিতে পাইয়া দেশাধ্যক্ষ কহিলেন, যাহারা তোমার উপরে দোষারোপ করিয়াছে, তাহারা যখন আসিবে, তখন তোমার কথা শুনিব। পরে তিনি হেরোদের রাজবাটীতে তাহাকে রাখিতে আজ্ঞা দিলেন । দেশাধ্যক্ষের সম্মুখে পোলের বিচার। २8 পাচ দিন পরে আননিয় মহাযাজক ক এক জন প্রাচীন এবং ততুল্প নামে এক জন উকীলকে সঙ্গে করিয়া তথায় গেলেন, এবং তাহারা পোলের বিরুদ্ধে দেশাধ্যক্ষের নিকটে আবেদন করিলেন ; ২ পোলের ডাক হইলে পর ততুল্প তাহার নামে এই বলিয়। দোষারোপ করিতে লাগিল, হে মহামহিম ফৗলিক্স, আপনকার দ্বারা আমরা মহাশান্তি ভোগ করিতে পাইতেছি, এবং আপনকার পরিণামদশিতা-গুণে এই জাতির নানাবিধ অমঙ্গল ৩ নিবারিত হইতেছে, ইহা আমরা সৰ্ব্বতোভাবে সৰ্ব্বত্র ৪ সম্পূর্ণ কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি। কিন্তু কথার বাহুল্যে যেন আপনাকে কষ্ট না দিই, এই জন্য বিনতি করি, আপনি নিজ দয়াগুণে আমাদের স্বল্প ৫ কথা শ্রবণ করুন। কারণ আমরা দেখিতে পাইলাম, এই ব্যক্তি মহামারীস্বরূপ, জগতের সমস্ত যিহূদীর মধ্যে কলহজনক, এবং নাসরতীয় দলের অগ্রণী, ৬ আর এ ধৰ্ম্মধামও অশুচি করিবার চেষ্টা করিয়াছিল । ৭ আমরা ইহাকে ধরিয়াছি। এই যে সকল বিষয়ে ৮ ইহার উপরে দোষারোপ করিতেছি, আপনি নিজে ইহাকে জিজ্ঞাসাবাদ করিলে সে সমস্ত জানিতে ৯ পরিবেন । যিহুদিগণও সায় দিয়া বলিল, এই সকল কথা ঠিক । , ১০ পরে দেশাধ্যক্ষ পোলকে কথা বলিবার জন্য ইঙ্গিত করিলে তিনি এই উত্তর করিলেন, আপনি অনেক বৎসর অবধি এই জাতির বিচার করিয়া আসিতেছেন, ইহা জানাতে আমি স্বচ্ছন্দে ১১ আত্মপক্ষ সমর্থন করিতেছি । আপনি জানিতে পারিবেন, অদ্য বার দিনের অধিক হয় নাই, আমি ১২ ভজনা করণার্থে যিরশালেমে গিয়াছিলাম। আর ইহারা ধৰ্ম্মধামে আমাকে কাহারও সহিত বাদবিতণ্ডা করিতে, কিম্ব জনতাকে উত্তেজিত করিতে দেখে ১৩ নাই, সমাজ-গৃহেও নয়, নগরেও নয়। আর এক্ষণে হহারা আমার উপরে যে সকল দোষারোপ করিতেছে, আপনকার কাছে সে সমস্ত সপ্রমাণ করিতে পারে না । ১৪ কিন্তু আপনকার নিকটে আমি ইহা স্বীকার করি, ইহারা যাহাকে দল বলে, সেই পথ অনুসারে আমি পৈতৃক ঈশ্বরের আরাধনা করিয়া থাকি ; যাহা যাহা ব্যবস্থার অনুযায়ী এবং যাহা যাহা ভাববাদি-গ্রন্থে 142