পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৪ ; ১৫– ২৫ ; ১৬ । ] ১৫ লিখিত আছে, সে সমস্ত বিশ্বাস করি। আর ইহারাও যেমন প্রতীক্ষা করিয়া থাকে, সেইরূপ আমি ঈশ্বরে এই প্রত্যাশা করিতেছি যে, ধাৰ্ম্মিক অধাৰ্ম্মিক উভয় ১৬ প্রকার লোকের পুনরুত্থান হইবে । আর এ বিষয়ে আমিও ঈশ্বরের ও মনুষ্যদের প্রতি বিঘ্নহীন সংবেদ ১৭ রক্ষা করিতে নিরন্তর যত্ন করিয়া থাকি । অনেক বৎসর পরে আমি স্বজাতির কাছে দান লইবার এবং ১৮ নৈবেদ্য উৎসর্গ করিবার জন্য আসিয়াছিলাম ; এই উপলক্ষে লোকেরা আমাকে ধৰ্ম্মধামে শুচীকৃত অবস্থায় দেখিয়াছিল, জনতাও হয় নাই, গণ্ডগোলও হয় নাই ; কিন্তু আশিয়া দেশের কতকগুলি যিহূদী উপস্থিত ১৯ ছিল, তাহাদেরই উচিত ছিল, যেন আপনকার কাছে আমার বিরুদ্ধে যদি তাহদের কোন কথা থাকে, ২৮ তবে উপস্থিত হয়, এবং দোষারোপ করে। নতুবা এই প্রেরিত । উপস্থিত লোকেরাই বলুক, আমি মহাসভার সম্মুখে দাড়াইলে ইহারা আমার কি অপরাধ পাইয়াছে ? ২১ না, কেবল এই এক কথা, যাহ। তাহদের মধ্যে | দাড়াইয়া উচ্চৈঃস্বরে বলিয়াছিলাম, মৃতদের পুনরুত্থান বিষয়ে অদ্য আপনাদের সম্মুখে আমার বিচার হইতেছে । তখন ফলিক্স, সেই পথের কথা অপেক্ষাকৃত স্বক্ষরূপে জ্ঞাত হওয়াতে, বিচার স্থগিত রাখিলেন, কহিলেন, লুষিয় সহস্ৰপতি যখন আসিবেন, তখন আমি তোমা২৩ দের বিচার নিম্পত্তি করিব। পরে তিনি শতপতিকে এই আজ্ঞা দিলেন, তুমি ইহাকে আবদ্ধ রাখ, কিন্তু স্বচ্ছন্দে রাখিও, ইহার কোন আত্মীয়কে ইহার সেবা করণার্থে আসিতে বারণ করিও না । ক এক দিন পরে ফৗলিক্স দ্রুষিল্ল নামী অপেন যিহুদীয়া ভাৰ্য্যার সহিত আসিয়া পৌলকে ডাকিয়৷ পাঠাইলেন ও তাহার মুখে খ্রীষ্ট যীশুর প্রতি বিশ্বাসের ২৫ বিষয় শ্রবণ করিলেন । পোল ন্যায়পরতার, ইন্দ্রিয়দমনের এবং আগামী বিচারের বিষয় বর্ণনা করিলে ফীলিক্স ভীত হইয়া উত্তর করিলেন, এখনকার মত যাও, উপযুক্ত সময় পাইলে আমি তোমাকে ডাকাইব । ২৬ তিনি আশাও করিয়াছিলেন যে, পোল তাহাকে টাকা দিবেন, এই জন্য পুনঃ পুনঃ তাহাকে ডাকাইয় তাহার ২৭ সহিত আলাপ করিতেন। কিন্তু দুই বৎসর অতীত হইলে পর্কিয় ফীষ্ট ফীলিক্সের পদ প্রাপ্ত হইলেন, আর ফৗলিক্স যিহুদীদের প্রীতির পাত্র হইবার ইচ্ছা করিয়া পৌলকে বন্দি রাখিয়া গেলেন। ՀՇ ফীষ্ট সেই প্রদেশে উপস্থিত হইবার তিন দিন পরে কৈসরিয়া হইতে যিরশালেমে গেলেন। ২ তাহতে প্রধান যাজকগণ এবং যিহুদীদের প্রধান প্রধান লোক তাহার নিকটে পৌলের বিরুদ্ধে আবেদন করি৩ লেন ; আর বিনতিপূর্বক তাহার বিরুদ্ধে এই অনুগ্রহ যাজ্ঞা করিতে লাগিলেন, যেন তিনি পৌলকে যিরূশালেমে ডাকিয়া পাঠান। তাহারা পথিমধ্যে তাহাকে ৪ বধ করিবার জন্য ঘাটি বসাইতে চাহিয়াছিলেন । কিন্তু R ミ8 S 8 O ফীষ্ট উত্তর করিলেন, পৌল কৈসরিয়াতে আবদ্ধ আছে : ৫ আমিও সেখানে অবিলম্বে প্রস্থান করিব। অতএব তোমাদের মধ্যে যাহার ক্ষমতাপন্ন, তাহারা আমার সহিত সেখানে গিয়া, সেই ব্যক্তির কোন দোষ যদি থাকে, তবে তাহার উপরে দোষারোপ কর। আর তাহদের নিকটে আট দশ দিনের অনধিক কাল অবস্থিতি করিয়া তিনি কৈসরিয়াতে নামিয় গেলেন ; এবং পরদিন বিচারাসনে বসিয়া পোলকে ৭ আনিতে আজ্ঞা করিলেন। তিনি উপস্থিত হইলে যিরশালেম হইতে আগত যিহূদীর তাহার চারিদিকে দাড়াইয় তাহার বিপক্ষে অনেক ভারী ভারী দোষের কথা উত্থাপন করিতে লাগিল, কিন্তু তাহার প্রমাণ ৮ দর্শাইতে পারিল না। এদিকে পৌল আপনার পক্ষ - সমর্থন করিয়া বলিলেন, যিহুদীদের ব্যবস্থার বিরুদ্ধে, ধৰ্ম্মধামের বিরুদ্ধে, কিম্বা কৈসরের বিরুদ্ধে আমি কোন ৯ অপরাধ করি নাই। কিন্তু ফাষ্ট যিহুদীদের প্রীতি-পাত্র হইবার ইচ্ছা করাতে পৌলকে উত্তর করিয়া কহিলেন, তুমি কি যিরশালেমে গিয়া সেখানে আমার সাক্ষাতে ১• এই সকল বিষয়ে বিচারিত হইতে সম্মত ? পৌল বলিলেন, আমি কৈসরের বিচারাসনের সম্মুখে দাড়াইয়৷ আছি, এখানে আমার বিচার হওয়া উচিত। আমি যিহুদীদের প্রতি কিছু অন্যায় করি নাই, ইহ ১১ আপনিও বিলক্ষণ জানেন । তবে যদি আমি অপরাধী হই, এবং মৃত্যুর যোগ্য কিছু করিয়া থাকি, তাহ। হইলে মরিতে অস্বীকার করি না ; কিন্তু ইহারা আমার উপরে যে সকল দোষারোপ করিতেছে, এ সকল যদি কিছুই নয়, তবে ইহাদের হস্তে আমাকে সমর্পণ করিতে কাহারও অধিকার নাই ; আমি কৈসরের ১২ নিকটে আপীল করি। তখন ফীষ্ট মন্ত্রি-সভার সহিত পরামর্শ করিয়৷ উত্তর করিলেন, তুমি কৈসরের নিকটে আপীল করিলে ; কৈসরের কাছেই যাইবে । ون আগ্রিপপ রাজার সম্মুখে পোলের আত্মপক্ষ সমর্থন । পরে কএক দিন গত হইলে আগ্রিপ্প রাজা এবং বর্ণীকী কৈসরিয়ায় উপস্থিত হইলেন, এবং ফ্ৰীষ্টকে ১৪ মঙ্গলবাদ করিলেন । তাহারা অনেক দিন সেখানে অবস্থিতি করিলে ফীষ্ট রাজার কাছে পৌলের কথা উপস্থিত করিয়া কহিলেন, ফলিক্স একটা লোককে ১৫ বন্দি রাখিয়া গিয়াছেন ; যখন আমি যিরশালেমে ছিলাম, তখন যিহুদীদের প্রধান যাজকগণ ও প্রাচীনবর্গ সেই ব্যক্তির বিষয় আবেদন করিয়া তাহার বিরুদ্ধে ১৬ দণ্ডাজ্ঞ যাঙ্কা করিয়াছিল। আমি তাহাদিগকে এই উত্তর দিয়াছিলাম, যাহার নামে দোষারোপ হয়, সে যাবৎ দোষারোপকারীদের সহিত সন্মুখাসম্মুখি না হয়, এবং আরোপিত দোষ সম্বন্ধে আত্মপক্ষ সমর্থনের অবসর না পায়, তাবৎ কোন ব্যক্তিকে সমর্পণ কর। ○○ 143