* 8.8 ১৭ রোমীয়দের প্রথা নয়। পরে তাহার একসঙ্গে এ স্থানে আসিলে আমি কাল বিলম্ব না করিয়া পরদিন বিচারাসনে বসিয়া সেই ব্যক্তিকে আনিতে আজ্ঞ ১৮ করিলাম। পরে দোষারোপকারীরা দাড়াইয়া, আমি যে প্রকার দোষ অনুমান করিয়াছিলাম, সেই প্রকার ১৯ কোন দোষ তাহার বিষয়ে উত্থাপন করিল না ; কিন্তু তাহার বিরুদ্ধে আপনাদের নিজ ধৰ্ম্ম বিষয়ে, এবং যীশু নামে কোন মৃত ব্যক্তি, যাহাকে পেীল জীবিত বলিত, তাহার বিষয়ে ক একটা তর্ক উপস্থিত করিল। ২• তখন এ সকল বিষয় কিরূপে অনুসন্ধান করিতে হইবে, আমি স্থির করিতে ন পারিয়া বলিলাম, তুমি কি যিরশালেমে গিয়া সেখানে এই বিষয়ে বিচারিত ২১ হইতে সম্মত ? তখন পৌল আপীল করিয়া সম্রাটের বিচারের জন্য রক্ষিত থাকিতে প্রার্থনা করায়, আমি যে পৰ্য্যন্ত তাহাকে কৈসরের নিকটে পাঠাইয়া দিতে ন পারি, সে পয্যন্ত আবন্ধ রাখিতে আজ্ঞা দিলাম । ২২ তখন আগ্রিপ্প ফীষ্টকে কহিলেন, আমিও সেই ব্যক্তির নিকটে কথা শুনিতে চাহিয়াছিলাম। ফীষ্ট কহিলেন, কল্য শুনিতে পাইবেন । অতএব পরদিন আগ্রিপ্প ও বর্ণীকী মহা আড়ম্বরের সহিত আসিলেন, এবং সহস্রপতিগণের ও নগরের প্রধান লোকদের সহিত সভাস্থলে প্রবিষ্ট হইলেন, ২৪ আর ফীষ্টের আজ্ঞায় পোল আনীত হইলেন। তখন ফীষ্ট কহিলেন, হে রাজনৃ আগ্রিপ্প, এবং আমাদের সহিত সভাস্থ মহাশয়ের, আপনার ইহাকে দেখিতেছেন, ইহার বিষয়ে যিহুদীদের দল সমেত সকল লোক যিরশালেমে এবং এই স্থানে আমার নিকটে আবেদন করিয়াছিল, উচ্চৈঃস্বরে বলিয়াছিল, উহার আর বাচিয়৷ ২৫ থাকা উচিত নয়। কিন্তু আমি দেখিতে পাইলাম, এ প্রাণদণ্ডের যোগ্য কোন কৰ্ম্ম করে নাই, তথাপি এ ব্যক্তি আপনি সম্রাটের নিকট আপীল করাতে ইহাকে ২৬ পাঠাইতে স্থির করিয়াছি। আমার প্রভুর কাছে ইহার বিষয়ে লিখিতে পারি, আমার এমন নিশ্চিত কিছুই নাই ; সেই জন্য আপনাদের কাছে, বিশেষতঃ হে রাজনৃ আগ্রিপ্প, আপনার কাছে ইহাকে উপস্থিত করিলাম ; যেন জিজ্ঞাসাবাদ করা হইলে পর লিখিবার ২৭ কিছু স্বত্র পাই । কেননা বন্দি পাঠাইবার সময়ে তাহার বিরুদ্ধে অভিযোগের কথা নির্দেশ না করা অামার অসঙ্গত বোধ হয় । ૨૭ পরে আগ্রিপ্প পোলকে কহিলেন, তোমার পক্ষে যাহা বলিবার আছে, তোমাকে বলিতে অনুমতি দেওয়া যাইতেছে । তখন পেীল হস্ত বিস্তার করিয়৷ আত্মপক্ষ সমর্থন করিতে লাগিলেন— হে রাজন আগ্রিপ্প, যিহুদীরা আমার উপরে যে সকল দোষারোপ করে, সে সম্বন্ধে অদ্য আপনকার সাক্ষণতে আত্মপক্ষ সমর্থন করিতে পাইতেছি, এজন্য ৩ আমি আমাকে ধন্য মনে করি ; বিশেষ কারণ এই, বিহুদীদের সমস্ত রীতিনীতি ও তর্ক সম্বন্ধে আপনি マ○ R প্রেরিত । [* G ; >守ー* や 3 >b ] অভিজ্ঞ । অতএব নিবেদন করি, সহিষ্ণুতাপূর্বক ৪ আমার কথা শ্রবণ করুন । বাল্যকাল অবধি অামার আচার ব্যবহার, যাহা আদি হইতে স্বজাতীয়দের মধ্যে এবং যিরশালেমে হইয়া আসিয়াছে, তাহা যিহুদীরা ৫ সকলেই জানে ; তাহার প্রথমাবধি আমাকে জ্ঞাত হওয়াতে ইচ্ছা করিলে এ সাক্ষ্য দিতে পারে যে, আমাদের ধৰ্ম্মের মধ্যে সৰ্ব্বাপেক্ষ সূক্ষ্মচারী সম্প্রদায় অনুসারে আমি, ফরাশী মতে জীবন যাপন করিতাম। ৬ আর আমাদের পিতৃপুরুষদের নিকটে ঈশ্বর কত্ত্বক যাহা অঙ্গীকৃত হইয়াছে, তাহার প্রত্যাশা প্রযুক্ত আমি এখন ৭ বিচারিত হইবার জন্য দাড়াইয়াছি। আমাদের দ্বাদশ বংশ দিবারাত্র একাগ্রমনে আরাধনা করিতে করিতে সেই অঙ্গীকারের ফল পাইবার প্রত্যাশা করিতেছে ; আর হে রাজন, সেই প্রত্যাশার বিষয়েই যিহুদিগণ ৮ কর্তৃক আমার উপরে দোষারোপ হইতেছে । ঈশ্বর যদি মৃতগণকে উঠান, তবে তাহা আপনাদের বিচারে কেন ৯ বিশ্বাসের অযোগ্য বোধ হয় ? আমিই ত মনে করিতাম যে, নাসরতীয় যীশুর নামের বিরুদ্ধে অনেক কাৰ্য্য ১০ করা আমার কৰ্ত্তব্য । আর আমি যিরশালেমে তাহাই করিতাম : প্রধান যাজকদের নিকটে ক্ষমতা প্রাপ্ত হইয় পবিত্ৰগণের মধ্যে অনেককে আমি কারাগারে বদ্ধ করিতাম, ও তাহীদের প্রাণদণ্ডের সময়ে সম্মতি ১১ প্রকাশ করিতাম ; আর সমস্ত সমাজ-গৃহে বার বার তাহাদিগকে শাস্তি দিয়া বলপূর্বক ধৰ্ম্মনিন্দ করাইতে চেষ্টা করিতাম, এবং তাহীদের বিরুদ্ধে অতিমাত্র উন্মত্ত হইয়া বিদেশীয় নগর পর্য্যন্তও তাহাদিগকে ১২ তাড়না করিতাম। এই উপলক্ষে প্রধান যাজকদের নিকটে ক্ষমতা ও আজ্ঞাপত্র লইয়। আমি দন্মেশকে ১৩ যাইতেছিলাম, এমন সময়ে, হে রাজন, মধ্যাহ্নকালে পথিমধ্যে দেখিলাম, আকাশ হইতে সূৰ্য্যতেজ অপেক্ষাও তেজোময় জ্যোতি আমার ও আমার সহযাত্রীদের ১৪ চারিদিকে দেদীপ্যমান। তখন আমরা সকলে ভূমিতে পতিত হইলে আমি এক বাণী শুনিলাম, উহা ইব্রীয় ভাষায় আমাকে বলিল, “শোল, শৌল, কেন আমাকে তাড়ন করিতেছ ? কণ্টকের মুখে পদাঘাত করা ১৫ তোমার দুষ্কর । তখন আমি বলিলাম, প্রভু, আপনি কে ? প্রভু কহিলেন, “আমি যীশু, যাহাকে তুমি ১৬ তাড়না করিতেছ ? কিন্তু উঠ, তোমার পায়ে ভর দিয়া দাড়াও, কেনন। আমি এই অভিপ্ৰায়ে তোমাকে দশন দিলাম, তুমি যে যে বিষয়ে আমাকে দেখিয়াছ, ও যে যে বিষয়ে আমি তোমাকে দর্শন দিব, এই সকল বিষয়ে যেন তোমাকে সেবক ও সাক্ষী নিযুক্ত করি । ১৭ আমি প্রজালোকদের ও পরজাতীয় লোকদের হইতে তোমাকে উদ্ধার করিব, যাহাঁদের নিকটে আমি ১৮ তোমাকে প্রেরণ করিতেছি, যেন তুমি তাহদের চক্ষু খুলিয়া দেও, যাহাতে তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি, এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসে, যেন আমাতে বিশ্বাস করণ 144
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।