পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ ; ১৯—২ ৭ ; ১৮ । ] দ্বারা পাপের মোচন ও পবিত্রীকৃত লোকদের মধ্যে ১৯ অধিকার প্রাপ্ত হয়।’ এ জষ্ঠ, হে রাজন আগ্রিপ্প, ২০ আমি সেই স্বগীয় দর্শনের অবাধ্য হইলাম না ; কিন্তু প্রথমে দম্মুেশকের লোকদের কাছে, পরে ফিরশালেমে ও যিহুদিয়ার সমস্ত জনপদে, এবং পরজাতিদের কাছে প্রচার করিতে লাগিলাম যে, তাহারা যেন মন ফিরায়, ও ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসে, মনঃপরিবর্তনের ২১ উপযোগী কাৰ্য্য করে। এই কারণ যিহুদীরা ধৰ্ম্মধামে ২২ আমাকে ধরিয়া বধ করিতে চেষ্টা করিতেছিল। কিন্তু ঈশ্বর হইতে সাহায্য প্রাপ্ত হইয়া আমি অদ্য পয্যন্ত দাড়াইয়া আছি, ক্ষুদ্র ও মহান সকলের কাছে সাক্ষা দিতেছি, ভাববাদিগণ এবং মোশিও যাহা ঘটিবে বলিয়৷ গিয়াছেন ইঙ্গ ছাড়া আর কিছুই বলিতেছি না । ২৩ তাহা এই, খ্ৰীষ্টকে দুঃখভোগ করিতে হইবে, আর তিনিই প্রথম, মূতগণের পুনরুথান দ্বার, প্রজালোক ও পরজাতীয় লোক উভয়ের কাছে দীপ্তি প্রচার করিবেন। এইরূপে তিনি আত্মপক্ষ সমর্থন করিতেছেন, এমন সময়ে ফীষ্ট উচ্চ রবে কহিলেন, পোল. তুমি পাগল ; বহু বিদ্যাভ্যাস তোমাকে পাগল করিয়৷ তুলিতেছে। ২৫ পেীল কহিলেন, হে মহামহিম ফীষ্ট, আমি পাগল নহি কিন্তু সত্যের ও বোধের উক্তি প্রচার করিতেছি । ২৬ বাস্তবিক রাজ। এ সকল বিষয় জানেন, আর তাহারই সাক্ষাতে আমি সাহস পূর্বক কথা কহিতেছি ; কারণ আমার ধারণ। এই যে, ইহার কিছুই রাজার অগোচর নহে ; যেহেতুক ইহা কোণের মধ্যে করা যায় ২৭ নাই। হে রাজন আগ্রিপ্প, আপনি কি ভাববাদিগণকে বিশ্বাস করেন ? আমি জানি, আপনি বিশ্বাস করেন । ২৮ তখন আগ্রিপ্প পৌলকে কহিলেন, তুমি অল্পেছ ২৯ আমাকে খ্ৰীষ্টীয়ান করিতে চেষ্ট পাইতেছ। পৌল কহিলেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করিতেছি, অল্পে হউক কি অধিকে হউক, কেবল আপনি নন, কিন্তু অদ্য যত লোক অদ্য আমার কথা শুনিতেছেন, সকলেই যেন আমি যেমন, তেমনি হন—এই বন্ধন ছাড় । তখন রাজা, দেশাধ্যক্ষ ও বর্ণীকী এবং উহাদের ৩১ সঙ্গে উপবিষ্ট লোকেরা উঠিলেন : আর অদ্য স্থানে গিয়া পরস্পর আলাপ করিয়৷ বলিলেন, এই ব্যক্তি প্রাণদণ্ডের কিম্বা বন্ধনের যোগ্য কিছুই করে না । ৩২ অরে আগ্রিপ্প ফীষ্টকে কহিলেন, এই ব্যক্তি যদি কৈসরের নিকটে আপীল না করিত, তবে মুক্তি পাইতে পারিত । পৌলের রোমে গমন ও সুসমাচার প্রচার । २१ যখন স্থির হইল যে, আমরা জাহাজে ইতালিয়ায় যাত্রা করিব, তখন পোল এবং অষ্ঠ কএক জন বন্দি আগস্তীয় সৈন্তদলের যুলিয় নামে এক জন в. к. в. s. ) 10 8 \లిe প্রেরিত । To 8 Go ২ শতপতির হস্তে সমপিত হইলেন। পরে আমরা এৰুখান আদ্রামুৰীয় জাহাজে উঠিয়া যাত্র করিলাম, যে জাহাজ আশিয়ার উপকূলের নানা স্থানে যাইবে। মাকিদনিয়ার থিষলনীকী-নিবাসী আরিষ্টাৰ্থ আমাদের ৩ সঙ্গে ছিলেন। পর দিন আমরা সীদোনে লাগাইলাম : আর যুলিয় পৌলের প্রতি সোজষ্ঠ ব্যবহার করিয়া তাহাকে বন্ধুবান্ধবের নিকটে গিয়া প্রাণ জুড়াইবার ৪ অনুমতি দিলেন। পরে তথা হইতে জাহাজ খুলিয়৷ সম্মুখ বাতাস হওয়াতে আমরা কুপ্র দ্বীপের আড়ালে ৫ আড়ালে চলিলাম। পরে কিলিকিয়ার ও পাঞ্জুলিয়ার সম্মুখস্থ সমুদ্র পার হইয়া লুকিয় দেশস্থ মুরায় উপস্থিত ৬ হইলাম। সেই স্থানে শতপতি ইতালিয়াতে যাইতে উদ্যত একখান আলেক্সান্দ্রীয় জাহাজ দেখিতে পাইয়। ৭ আমাদিগকে সেই জাহাজে তুলিয়া দিলেন। পরে বহু দিবস ধীরে ধীরে চলিয় কষ্টে ক্লীদের সম্মুখে উপস্থিত হইলে, বাতাসে আর অগ্রসর হইতে ন৷ পারতে, আমরা সলমোনীর সম্মুখ দিয়া ক্রীত দ্বীপের ৮ আড়ালে আড়ালে চলিলাম। পরে কষ্টে উপকূলের নিকট দিয়া যাইতে যাইতে “সুন্দর পোতাশ্রয় ’ নামক স্থানে উপস্থিত হইলাম। লাসেয়া নগর সেই স্থানের নিকটবৰ্ত্তা । - ৯ এইরূপে অনেক দিন অতিবাহিত হওয়াতে, এবং উপবাস-পৰ্ব্ব অতীত হইয়াছিল বলিয়া জলযাত্রা সঙ্কটজনক হওয়াতে, পৌল তাহাদিগকে পরামর্শ দিয়৷ ১০ কহিলেন, মহাশয়ের, আমি দেখিতেছি যে, এই যাত্রায় অনিষ্ট ও অনেক ক্ষতি হইবে, তাহ কেবল মালের ও জাহাজের, এমন নয়, আমাদের প্রাণেরও হইবে । ১১ কিন্তু শতপতি পৌলের কথা অপেক্ষ প্রধান নাবিকের ও জাহাজের কর্ভার কথায় অধিক কৰ্ণপাত করিলেন । ১২ আর ঐ পোতাশ্রয়ে শীতকাল যাপনের স্ববিধ ন হওয়াতে অধিকাংশ লোক সেখান হইতে যাত্রা করিবার পরামর্শ করিল, যদি কোন প্রকারে ফৈনীকায় পহুছিয়া সেখানে শীতকাল যাপন করিতে পারে। সেই স্থান ক্রীতীর এক পোতাশ্রয়, তাঙ্গ উত্তরপূৰ্ব্ব ও ১৩ দক্ষিণপূৰ্ব্ব অভিমুখীন। পরে যখন দক্ষিণ বায়ু মন্দ মন্দ বহিতে লাগিল, তখন তাহারা, অভিপ্রায় সিদ্ধ হইল মনে করিয়া, জাহাজ খুলিয়া ক্রীতীর কুলের ১৪ অতি নিকট দিয়া চলিতে লাগিল। কিন্তু অল্প কাল পরে কূল হইতে উরাকুলে। নামে অতি প্রচণ্ড এক বায়ু ১৫ আঘাত করিতে লাগিল। তখন জাহাজ ঝড়ের মধে পডিয়া বাযুর প্রতিরোধ করিতে ন পারাতে আমরা ১৬ তাহ ভাসিয়া যাইতে দিলাম। পরে কেীদা নামে একটী ক্ষুদ্র দ্বীপের আড়ালে আড়ালে চলিয়া বহুকষ্ট্রে ১৭ নৌকাখানি ধরিয়া লহতে পারিলাম। তখন মাল্লার। তাহা তুলিয়া লইয়া, নানা উপায় অবলম্বন করিয়৷ জাহাজ বেড় দিয়। বাধিল ; আর পাছে মূৰ্ত্তি নামক চড়াতে গিয় পড়ে, এই ভয়ে সাজ নামাইয়া আমনি ১৮ চলিল। ঝড়ের অতিশয় উৎপাত প্রযুক্ত পর দিন 145