পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 や ১৯ তাহার। মাল জলে ফেলিয়া দিতে লাগিল। তৃতীয় দিবসে তাহার স্বহস্তে জাহাজের সরঞ্জাম ফেলিয়া ২০ দিল। আর অনেক দিন পৰ্য্যন্ত স্থধ্য কি তার প্রকাশ না পাওয়াতে, এবং ভারী ঝড়ে উৎপাত করাতে, আমাদের রক্ষা পাইবার সমস্ত আশা ক্রমে দূরীভূত হইল। ২১ তখন সকলে অনেক দিন অনাহারে থাকিলে পর পোল তাহদের মধ্যে দাড়াইয়া কহিলেন, হে মহাশয়েরা, আমার কথা গ্রাহ করিয়া ক্রীত হইতে জাহাজ না ছাড়া, এই অনিষ্ট ও ক্ষতি হইতে ন৷ ২২ দেওয়া, আপনা.দর উচিত ছিল। কিন্তু এক্ষণে আমার পরমশ এই, আপনার সাহস করুন, কেননা আপনাদের কাহারও প্রাণের হানি হইবে না, কেবল ২৩ জাহাজের হইবে। কারণ আমি যে ঈশ্বরের লোক এবং যাহার সেবা করি, তাহার এক দূত গত রাত্রিতে ২৪ আমার নিকটে দাড়াইয়া কহিলেন, পোল, ভয় কারও না, কৈসরের সম্মুখে তোমাকে দাড়াইতে হইবে । আর দেখ, যাহার তোমার সঙ্গে যাইতেছে, ঈশ্বর তাহদের সকলকেই তোমায় দান করিয়াছেন । ২৫ অত এব মহাশয়ের সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার নিকটে যেরূপ ২৬ উক্ত হইয়াছে, সেইরূপহ ঘটিবে । কিন্তু কোন দ্বীপে গিয়া আ.মাদগকে পড়িতে হইবে। এইরূপে আমরা আদ্রিয়া সমুদ্রে ইতস্ততঃ চালিত হইতে হইতে যখন চতুদশ রাত্রি উপস্থিত হইল, তখন প্রায় মধ্যরাত্রে মাল্লারা অনুমান করিতে লাগিল ২৮ যে, তাহার কোন দেশের নিকটবৰ্ত্তী হইতেছে। আর তাহারা জল মাপিয়া বিশ বাউ জল পাইল ; একটু পরে পুনৰ্ব্বার জল মাপিয়া পোনের বাউ পাইল । ২৯ তখন পাছে আমরা শৈলময় স্থানে গিয়া পড়ি, এই আশঙ্কায় তাহার। জাহাজের পশ্চাদভাগ হইতে চারিটা ৩০ লঙ্গর ফেলিয়া দিবসের আকাঙ্ক্ষায় থাকিল। আর মাল্লারা জাহাজ হইতে পলায়ন করিবার চেষ্টা করিতে- | ছিল, এবং গলহার কিঞ্চিৎ অগ্রে লঙ্গর ফেলিবার ছল করিয়া নৌকাখনি সমুদ্রে নামাইয়া দিয়াছিল, ৩১ এই জষ্ঠ পোল শতপতিকে ও সেনাদিগকে কহিলেন, উহার। জাহাজে না থাকিলে আপনার রক্ষা পাইতে ৩২ পরিবেন না। তখন সেনার নৌকাখনির রজ্জ ৩৩ কাটিয় তাহা জলে পড়িতে দল। পরে দিন হইয়৷ আসিতেছে এমন সময়ে পেীল সকল লোককে কিছু আহার করিতে বিনতি করিলেন, কহিলেন, আদ্য চেীদ দিন হইল, আপনার অপেক্ষা করিয়া আছেন, কিছু খাদ্য গ্রহণ না করিয়া অনাহারে কালক্ষেপ ৩৪ করিতেছেন। অতএব বিনতি করি, আহার করুন, কেনন। তাহ। আপনাদের রক্ষার জন্ত উপকারী হইবে ; কারণ আপনাদের কাহারও মস্তকের এক ৩৫ গাছি কেশও নষ্ট হইবে না । ইহা বলিয়া পেীল রুটী লইয়। সকলের সাক্ষাতে ঈশ্বরের ধন্যবাদ করিলেন, ২৭ প্রেরিত । পরে তাহ ভাঙ্গিয় ভোজন করিতে আরম্ভ করিলেন । [义宁; >sーペレ; レア l ৩৬ তখন সকলে সাহস প্রাপ্ত হইল, এবং আপনারাও ৩৭ আহার করিল। সেই জাহাজে আমরা সববগুদ্ধ ৩৮ দুই শত ছেয়াত্তর প্রাণী ছিলাম। সকলে খাদ্যে তৃপ্ত হইলে পর তাহারা সমস্ত গম সমুদ্রে ফেলিয়া দিয়া জাহাজের ভার লাঘব করিল। দিন হইলে তাহার সেই স্থল চিনিতে পারিল না । কিন্তু এক খাড়া দেখিতে পাইল, যাহার বালুকাময় তীর ছিল ; আর পরামর্শ করিল, যদি পারে, তবে ৪০ সেই তীরের উপরে যেন জাহাজ তুলিয় দেয়। তাহার লঙ্গর সকল কাটিয়া সমুদ্রে ত্যাগ করিল, এবং সঙ্গে সঙ্গে হাইলের বন্ধন খুলিয়া দিল ; পরে বাতাসের সম্মুখে অগ্রভাগের পাইল তুলিয়৷ সেই বালুকাময় ৪১ তীরের অভিমুখে চলিতে লাগিল। কিন্তু দুই দিকে সমুদ্রাহত কোন স্থানে গিয়া পড়াতে চড়ার উপরে জাহাজ আটকাইল, তাহাতে গলহী বাধিয়। গিয়া অচল হইয়া রহিল, কিন্তু পশ্চাদ্ভাগ প্রবল তরঙ্গের আঘাতে ৪২ ভাঙ্গিয় যাহতে লাগিল। তখন সেনার বন্দি দগকে বধ করিবার পরামর্শ করিল, পাছে কেহ সাতার ৪৩ দিয়া পলায়ন করে । কিন্তু শতপতি পোলকে রক্ষা করিবার বাসনায় তাহাদিগকে সেই সঙ্কল্প হইতে ক্ষান্ত করিলেন, আর এই আজ্ঞা দিলেন, যাহারা সাতার ৪৪ জানে, তাহারা অগ্ৰে বাপ দিয়া ডাঙ্গায় উঠুক ; আর অবশিষ্ট সকলে তক্ত কিম্বা জাহাজের যাহা পায়, তাহ। ধরিয়া ডাঙ্গায় উঠুক। এইরূপে সকলে ডাঙ্গায় উঠিয়৷ রক্ষা পাইল । ミbア আমরা রক্ষা পাইলে পর জানিতে পারিলাম যে, সেই দ্বীপের নাম মিলিত । আর তথাকার বৰ্ব্বরের আমাদের প্রতি অসাধারণ সৌজষ্ঠ প্রকাশ করিল, বস্তুতঃ উপস্থিত বৃষ্টি ও শীত প্রযুক্ত আগুন ৩ জ্বালিয়। আমাদের সকলকে অভ্যর্থনা করিল । কিন্তু পোল এক বোঝা কাঠ কুড়াইয়া ঐ আগুনের উপরে ফেলিয়া দিলে আগুনের উত্তাপে একট কালসৰ্প ৪ বাহির হইয়। তাহার হাতে লাগিয়া রহিল । তখন ঐ বৰ্ব্বরের তাহার হাতে সেই জন্তুটা ঝুলিতেছে দেখিয় পরস্পর বলাবলি করিতে লাগিল, এই ব্যক্তি নিশ্চয় খুনী, সমুদ্র হইতে রক্ষা পাইলেও ধৰ্ম্ম ইহাকে বাচিতে ৫ দিলেন না । কিন্তু তিনি হাত ঝাড়িয়া জন্তুটাকে আগুনের মধ্যে ফেলিয়া দিলেন, ও তাঁহার কিছুই হানি ৬ হইল না। তখন তাহারা অপেক্ষা করিতে লাগিল যে, তিনি ফুলিয়া পড়িবেন, কিম্বা হঠাৎ মরিয়৷ ভূমিতে পড়িয়া যাইবেন , কিন্তু অনেক ক্ষণ পর্যান্ত অপেক্ষায় থাকিলে পর, তাহার প্রতি কোন বিযম ব্যাপার ঘটিতেছে না দেখিয়া, তাহারা অন্ত বিচার করিয়া বলিতে লাগিল, উনি দেবতা । ৭ ঐ স্থানের নিকটে সেই দ্বীপের পুব্লিয় নামক প্রধানের ভূসম্পত্তি ছিল ; তিনি আমাদিগকে সাদরে গ্রহণ করিয়া সোজষ্ঠ সহকারে তিন দিন পৰ্য্যগু ৮ আমাদের আতিথ্য করিলেন । তৎকালে পুব্লিয়ের wరిస 146