পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেবীয় পুস্তক । হোমবলির নিয়ম । S পরে সদাপ্রভু মেশিকে ডাকিয় সমাগম-তামু হইতে এই কথা কইলেন, তু ম ইস্রায়েলসন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তোমাদের কেহ যদি সদা ভুর উদ্দেশে উপহার উৎসর্গ করে, তবে সে পশুপাল হইতে অর্থাৎ গোরু কিম্ব মেষপাল হইতে আপন উপহার লইয়া উৎসর্গ করুক । ৩ সে যদি গোপাল হইতে হোমবলির উপহার দেয়, তবে নির্দাষ এক পুংপশু আনিবে ; সদাপ্রভুর সম্মুখে গ্রাহ হইবার জন্ত সমাগম-তাঞ্জুর দ্বারসমীপে আনয়ন ৪ করিবে। পরে হোমবলির মস্তকে হস্তপণ করিব ; আর তাহ তাহার প্রায়শ্চিত্তরূপে তাহার পক্ষে গ্রাহ ৫ হইবে । পরে সে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে, ও হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত নিকট আনিবে, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত বেদির উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে । ৬ আর সে ঐ হোমবলির চৰ্ম্ম খুলিয় তাহাকে খণ্ড খণ্ড ৭ করিবে । পরে হারোণ যাজকের পুত্ৰগণ বেদির উপরে অগ্নি রাখিবে, ও অগ্নির উপরে কাষ্ঠ সাজাইবে । ৮ আর হারোণের পুত্র যাজকের সেই বেদির উপরিস্থ অগ্নির ও কাণ্ডের উপরে তাহার খণ্ড সকল এবং মস্তক ৯ ও মেদ রাখিবে । কিন্তু তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিবে ; পরে যাজক বেদির উপরে সে সমস্ত দগ্ধ করিবে ; ইহা হোমবলি, সদাপ্রভুর উদেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার। ১০ আর যদি সে মেষের কিম্বা ছাগের পাল হইতে হোমবলিরূপে উপহার দেয়, তবে নির্দোষ এক পুংপশু ১১ আনিবে। তার তাহ বেদির পাশ্বে উত্তরদিকে সদাপ্রভুর সম্মুখ হনন করিবে, এবং হারোণের পুত্ৰ যাজকের বেদির উপরে চারিদিকে তাহার রক্ত ১২ প্রক্ষেপ করিবে । পরে সে তাহ খণ্ড খণ্ড করিবে, আর যাজক মস্তক ও মেদ শুদ্ধ তাহ বেদির উপরিস্থ ১৩ অগ্নির ও কাম্ভের উপর সজাইবে । কিন্তু তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিবে ; পরে যাজক সমস্তট৷ উৎসর্গ করিয়া বেদির উপরে দগ্ধ করিবে ; তাহ। হেমবলি, সদাপ্রভুর উদেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার। ১৪ আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে পক্ষিগণ হইতে হোমবলির উপহার দেয়, তবে ঘুঘু কিম্ব কপোত১৫ শাবকদের মধ্য হইতে আপন উপহার দিবে। পরে যাজক তাহ বেদির নিকটে আনিয় তাহার মস্তক মুচড়াইয় তাহীকে বেদিতে দগ্ধ করিবে, এবং তাহার ১৬ রক্ত বেদির পথে নিপীড়ন করবে। পরে সে তাহার মলের সহিত আমাশয় লইয়। বেদির পূর্ব পার্শ্বে ভল্পের ১৭ স্থানে নিক্ষেপ করবে। পরে উহার পক্ষ ভাঙ্গিবে, কিন্তু পক্ষ টা ছিড়িয়া ফেলিবে না ; এবং যাজক বেদির উপরে, অগ্নির উপরিস্থ কাম্ভের উপরে তাহকে দগ্ধ করিবে ; তাই হোম বলি, সদাপ্রভুর উদেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার। ভক্ষ্য-নৈবেদ্যের নিয়ম। २ আর কেহ যখন সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্যনৈবেদ্য উপহার দেয়, তখন স্বক্ষ হুজি তাহার উপহার হইবে, এবং সে তাহার উপরে তৈল ঢালিবে ও ২ কুন্দুরু দিবে ; আর হারোণের পুত্র যাজকদের নিকটে সে তাহ আনিবে, এবং সে তাহ হইতে এক মুষ্টি স্বাক্ষ স্বজি ও তৈল এবং সমস্ত কুন্দুর লইবে ; পরে যাজক সেই নৈবেদ্যের স্মরণার্থক অংশ বলিয় তাহ। বেদির উপরে দগ্ধ করিবে ; তাহ সদাপ্রভুর উদ্দেশে ৩ সোরভার্থক অগ্নিকৃত উপহার। এই ভক্ষ্য-নৈবেদ্যর অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্ৰগণের হইবে : সদাপ্রভুর অগ্নিকৃত উপহার বলিয়৷ ইহা অতি পবিত্র । ৪ আর যদি তুমি তুন্দুরে পক্ক ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলমিশ্রিত তাড়ীশূন্ত স্বক্ষ হুজির পিষ্টক বা তৈলাক্ত তাড়াশূন্ত সরুচাকলী দিতে ৫ হইবে। আর যদি তুমি ভর্জনপত্রে ভর্ত্তত ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলমিশ্রিত ৬ তাড়াশূন্ত স্থল্ম স্বজি দিতে হইবে। তুমি তাহ খণ্ড খণ্ড করিয় তাহার উপরে তৈল ঢালিবে ; ইহ ভক্ষ্য-নৈবেদ্য । ৭ আর যদি তুমি কটাস্থে পক্ক ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলপক্ক সূক্ষ্ম স্থজি দিতে হইবে । ৮ এই সকল দ্রব্যের যে ভক্ষ্য নৈবেদ্য তুমি গদাপ্রভুর উদেশে দিবে ; তাহ আiনয়। যাজককে দিও, সে ৯ তাহ বেদির নিকটে আনিবে । এবং যাজক সেই ভক্ষ্য-নৈবেদ্যের স্মরণার্থক অংশ লইয়। বেদিতে দগ্ধ করিবে ; তাহ সদাপ্রভুর উদ্দেশে সৌরভর্থক অগ্নি১০ কৃত উপহার। আর সেই ভক্ষ্য-নৈবেদ্যর অবশষ্ট অংশ হারোণের ও তাহার পুত্ৰগণের হইবে ; সদtপ্রভুর অ প্পকৃত উপহার বলিয়। তাই অতি পবিত্র। ১১ তোমরা সদাপ্রভুর উদ্দেশে যে কোন ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, তাহ। তাড়ীতে প্রস্তুত হইবে না, কেনন। 85