> ° や করা হয়, তখন তাহীদের হৃদয়ের উপরে আবরণ থাকে । ১৬ কিন্তু হৃদয় * যখন প্রভুর প্রতি ফিরে, তখন আবরণ ১৭ উঠাইয়া ফেলা হয়। আর প্রভুই সেই আত্ম , এবং ১৮ যেখানে প্রভুর আত্মা, সেইখানে স্বাধীনতা । কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দপণের স্থায় প্রতিফলিত + করিতে করিতে তেজ হইতে তেজ পৰ্য্যন্ত সেই মূৰ্ত্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি, যেমন প্রভু আত্মা হইতে হইয় থাকে। তাহীদের সরলতা ও সাহস । 8 এই জন্ত আমরা এই পরিচর্য্য-পদ প্রাপ্ত হওয়ায়, যেরূপে দয়া পাইয়াছি, তদনুসারে নিরুৎ২ সাহ হই না ; বরং লজ্জার গুপ্ত কাৰ্য্যসমূহে জলাঞ্জলি দিয়াছি, ধূৰ্ত্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাজ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্যমত্রের সংবেদের কাছে আপনাদিগকে যোগ্যপাত্র ৩ দেখাইতেছি। কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে, তাহদেরই ৪ কাছে আবৃত থাকে। তাঁহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূৰ্ত্তি যে খ্ৰীষ্ট, তাহার গৌরবের হুসমাচার-দীপ্তি তাহদের ৫ প্রতি উদয় না হয়। বস্তুতঃ আমরা আপনাদিগকে নয়, কিন্তু খ্ৰীষ্ট যীশুকেই প্রভু বলিয় প্রচার করিতেছি, এবং আপনাদিগকে যীশুর নিমিত্ত তোমাদের দাস ৬ বলিয় দেখাইতেছি। কারণ ঈশ্বর, যিনি বলিয়াছিলেন, * অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে,"+ তিনিই আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশু খ্রীষ্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান-দীপ্তি প্রকাশ পায় । তাছাদের দুর্বলতা ও স্থৈৰ্য্য । ৭ কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, ৮ আমাদের হইতে নয়। আমরা সৰ্ব্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি, কিন্তু সঙ্কটাপন্ন হই না ; হতবুদ্ধি হইতেছি, ৯ কিন্তু নিরাশ হই না : তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই ন : অধঃক্ষিপ্ত হইতেছি, কিন্তু বিনষ্ট ১• হই না। আমরা সৰ্ব্বদা এই দেহে যীশুর মৃত্যু বহন করিয়া যেভূাইতেছি, যেন যীশুর জীবনও আমাদের ১১ দেহে প্রকাশ পায়। কেননা আমরা জীবিত হইয়াও যীশুর জন্য সৰ্ব্বদাই মৃত্যু-মুখে সমৰ্পিত হইতেছি, যেন আমাদের মর্ত্য মাংসে যীশুর জীবনও প্রকাশ ১২ পায় । এইরূপে আমাদিগেতে মৃত্যু, কিন্তু তোমা দিগেতে জীবন কাৰ্য্য সাধন করিতেছে । ১৩ পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, “ আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম ;" S তেমনি আমরাও বিশ্বাস করিতেছি, ১৪ তাই কথাও কহিতেছি ; কেননা আমরা জানি, যিনি * ( বা ) কোন ব্যক্তি । + (ব) দৰ্পণে নিরীক্ষণ । † আগদি ১ - ২, ৩ । 8 :Ps اهد پایه داد ২ করিন্থীয় । | چلا ; :G--وا لا ; (گ ] প্রভু যীশুকে উঠাইয়াছেন, তিনি যীশুর সহিত আমাদিগকেও উঠাইবেন, এবং তোমাদের সহিত ১৫ উপস্থিত করিবেন। কারণ সকলই তোমাদের নিমিত্ত, যেন ঈশ্বরের অনুগ্রহ অধিক লোকের দ্বারা বহুলীকৃত হইয় ঈশ্বরের গৌরবার্থে প্রচুর ধন্যবাদের কারণ হইয় উঠে । পরকালের অপেক্ষণয় তাহণদের প্রত্যাশ । ১৬ এই জষ্ঠ্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক ১৭ মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। বস্তুতঃ আপাততঃ আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপমরূপে আমাদের জন্ত অনন্ত১৮ কালস্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে ; আমরা ত দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি ; কারণ যাহা যাহা দৃশ্য, তাহা ক্ষণকালস্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য, তাহ অনন্তকালস্থায়ী । ({ কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটী ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বরদত্ত এক গাথনি আমাদের আছে, সেই বাটী আহস্তনিৰ্ম্মিত, ২ অনন্তকালস্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাম্বু মধ্যে থাকিয় আৰ্ত্তস্বর করিতেছি, ইহার উপরে স্বৰ্গ হইতে প্রাপ্য আবাস-পরিহিত হইবার ৩ আকাঙক্ষা করিতেছি ; পরিহিত হইলে পর আমরা ত ৪ উলঙ্গ থাকিব না। আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আৰ্ত্তস্বর করিতেছি : কেননা আমরা পরিচ্ছদ-বিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন ৫ যাহা মৰ্ত্তা, তাহা জীবনের দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন, তিনি ঈশ্বর, তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়াছেন। ৬ অতএব আমরা সৰ্ব্বদা সাহস করিতেছি, আর জানি, যত দিন এই দেহে নিবাস করিতেছি, তত দিন প্ৰভু ৭ হইতে দূরে প্রবাস করিতেছি ; কেননা আমরা ৮ বিশ্বাস দ্বারা চলি, বাহ দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি, এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান ৯ করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি, কিম্বা প্রবাসী হই, যেন তাহারই ১০ প্রীতির পাত্ৰ হই । কারণ আমাদের সকলকেই খ্রীষ্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন প্রত্যেক জন আপনার কৃত কাৰ্য্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়—সৎকার্য হউক, কি অসৎকার্য্য হউক । তাহারা স্ত্রীষ্টের রাজ-দূত । ১১ অতএব প্রভুর ভয় কি, তাহ জানাতে আমরা মনুষ্যদিগকে বুঝাইয় লওয়াইতেছি, কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ রহিয়াছি ; আর আমি প্রত্যাশা করি যে, আমরা ১২ তোমাদের সংবেদেরও প্রত্যক্ষ রহিয়াছি। আমরা 176
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।