পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ ; ১৩—৭ ; ৫ । ] পুনরায় তোমাদের কাছে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাই তছি না, কিন্তু আমাদের পক্ষে শ্লাঘা করিবার স্বযোগ তোমাদিগকে দিতেছি, যেন, যাহার হৃদয়ে নয়, সাক্ষাতে শ্লাঘ। করে, তোমরা তাহাদিগকে ১৩ উত্তর দিতে পার। কেননা যদি আমরা হতবুদ্ধি হইয়। থাকি, তবে তাহ ঈশ্বরের জন্য ; এবং যদি স্ববুদ্ধি ১৪ হই, তবে তাহা তোমাদের জন্ত । কারণ খ্রীষ্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে ; কেনন। আমরা এরূপ বিচার করিয়াছি যে, এক জন সকলের ১৫ জন্ত মরিলেন, সুতরাং সকলেই মরিল ; আর তিনি সকলের জষ্ঠ মরিলেন, যেন, যাহারা জীবিত আছে, তাহার। আর আপনাদের উদ্দেশে নয়, কিন্তু তাহারই উদ্দেশে জীবন ধারণ করে, যিনি তাহীদের জন্য ১৬ মরিয়াছিলেন, ও উত্থাপিত হইলেন। অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি ন ; যদিও খ্ৰীষ্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, ১৭ তথাপি এখন আর জানি না । ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নুতন স্বষ্টি হইল ; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেগুলি নুতন হইয় উঠিয়াছে। ১৮ আর, সকলই ঈশ্বর হইতে হইয়াছে ; তিনি খ্ৰীষ্ট দ্বার। আপনার সহিত আমাদের সন্মিলন করিয়াছেন, এবং সম্মিলনের পরিচয্যা-পদ আমাদিগকে দিয়াছেন : ১৯ বস্তুত: ঈশ্বর খ্রষ্টে আপনার সহিত জগতের সন্মিলন করাইয়া দিতেছিলেন, তাম্বাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না ; এবং সেই সম্মিলনের বাৰ্ত্ত। আমাদিগকে সমপণ করিয়াছেন । ২• অতএব থ্রাষ্টের পক্ষেই আমরা রাজ-দূতের কৰ্ম্ম করিতেছি ; ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন : আমরা খ্রষ্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ২১ ঈশ্বরের সহিত সন্মিলিত হও । যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধাৰ্ম্মিকতাস্বরূপ হই। উপন্ধাদের দুঃখভোগ, সদভাব, ধৰ্ম্মশস্ত্র-বিজয় । Wり আর তাহার সঙ্গে কায্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের ২ অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না –কেননা তিনি কহেন, “ আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম।”* দেখ, এখন স্বপ্রসন্নতার সময় ; দেখ, এখন পরিত্রাণের ৩ দিবস —আমরা কোন বিষয়ে কোন ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্য্যা-পদ কলঙ্কিত ন৷ ৪ হয় ; কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া সৰ্ব্ববিষয়ে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি,—বিপুল ধৈর্য্যে, ৫ নানা প্রকার ক্লেশে, অনাটনে, সঙ্কটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে : ৬ শুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায়, মধুর ভাবে, পবিত্র ৭ আত্মায়, অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরের পরা

  • যিশ ৪৯ ; ৮ । 12

в. F. B. S. ) ২ করিন্থীয় । 》 ক্রমে ; দক্ষিণ ও বাম হস্তে ধাৰ্ম্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা, ৮ গৌরব ও অনাদরক্রমে, অথ্যাতি ও স্বখ্যাতিক্রমে : ৯ আমরা প্রবঞ্চকের স্থায়, অথচ সত্যবাদী ; অপরিচিতের দ্যায়, অথচ স্বপরিচিত ; ম্ৰিয়মাণের স্থায়, অথচ দেখ, জীবিত আছি ; শাসিতের স্যায়, অথচ হত্ত ১০ নহি ; দুঃখিতের স্থায়, কিন্তু সৰ্ব্বদ৷ আনন্দিত ; দীনহীনের স্থায়, কিন্তু অনেকের ধনদাতা ; আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্ববাধিকারী। করিন্থীয়দের সদৃভাবে পৌলের আনন্দ । ১১ হে করিন্থীয়েরা, তোমাদের প্রতি আমাদের মুখ খোলা রহিয়াছে, আমাদের হৃদয় প্রশস্ত রহিয়াছে। ১২ তোমরা আমাদিগেতে সঙ্কুচিত নহ ; কিন্তু আপন ১৩ আপন অন্তরে সঙ্কুচিত রহিয়াছ। অামি তোমাদিগকে বৎসের স্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদান জন্ত তোমরাও প্রশস্ত হও । ১৪ তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে যোয়ালিতে বদ্ধ হইও না ; কেননা ধৰ্ম্মে ও অধৰ্ম্মে পরস্পর কি সহযোগিতা ? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি ১৫ সহভাগিতা ? আর বলীয়ালের [পাপ-দেবের 7 সহিত খ্রীষ্টের কি ঐক্য ? অবিশ্বাসীর সহিত বিশ্বাসীরই বা ১৬ কি অংশ ? অার প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক ? আমরাই ত জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, “আমি তাহদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব ; এবং আমি তাহদের ১৭ ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।” অতএব “ তোমরা তাহদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না ; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ ১৮ করিব, এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্ঠ হইবে, ইহা সৰ্ব্বশক্তিমান প্রভু কহেন।” * অতএব, প্রিয়তমেরা, এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিষ্ঠ হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বর-ভয়ে পবিত্রত সিদ্ধ করি। ২ তোমরা আমাদিগকে মনে স্থান দেও ; আমরা কাহারও অদ্যায় করি নাই, কাহাকেও নষ্ট করি ৩ নাই, কাহাকেও ঠকাই নাই। আমি দোষী করিবার জষ্ঠ এ কথা কহিতেছি তাঁহা নয় ; কেননা পুর্বে বলিয়াছি, তোমরা আমাদের হৃদয়ে এমন গাথা রহিয়াছ যে, মরি ত একসঙ্গে, বাচি ত একসঙ্গে । ৪ তোমাদের কাছে আমার বড়ই সাহস ; তোমাদের পক্ষে আমি বড়ই শ্লাঘা করি ; আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমি সাস্বনাতে পরিপূর্ণ, আমি আনন্দে উথলিয়া পড়িতেছি । ৫ কারণ যখন আমরা মাকিদনিয়াতে আসিয়াছিলাম, তখনও আমাদের মাংসের কিছুমাত্র শান্তি ছিল না .

  • লেব ২৬ ; ১২ । যিশ ৫২ : ১১ । যিহি ৩৭ ; ২৭ ট

177