リアや তোমরা তাড়া কিম্ব মধু, ইহার কিছুই সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া দগ্ধ করিবে না । ১২ তোমরা অগ্রিমাংশের উপহার বলিয় তাহ সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিতে পার, কিন্তু সৌরভার্থে ১৩ বেদির উপরে তাহা রাখা যাইবে না। আর তুমি আপন ভক্ষ্য-নৈবেদ্যের প্রত্যেক উপহার লবণাক্ত করিবে ; তুমি আপন ভক্ষ্য-নৈবেদ্যে আপন ঈশ্বরের নিয়মের লবণদানে ক্রটি করিবে না ; তোমার যাবতীয় উপহারের সহিত লবণ দিবে। আর যদি তুমি সদাপ্রভুর উদ্দেশে আশুপক্ক শস্তের ভক্ষ্য-নৈবেদ্য নিবেদন কর, তবে তোমার আশুপক্ক শস্তের ভক্ষ্য-নৈবেদ্যরূপে অগ্নিতে ঝলুসান শীষ অর্থাৎ ১৫ মার্দত কোমল শীষ নিবেদন করিবে । এবং তাহার উপরে তৈল দিবে ও কুন্দুর রাখিবে ; ইহা ভক্ষ্য১৬ নৈবেদ্য । পরে যাজক তাহার স্মরণার্থক অংশরূপে কিছু মৰ্দ্দিত শস্ত, কিছু তৈল ও সমস্ত কুন্দুর দগ্ধ করিবে; ইহ সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার। মঙ্গলার্থক বলিদানের নিয়ম । ৩ কাহারও উপহার যদি মঙ্গলার্থক বলিদান হয়, এবং সে গোপাল হইতে পুং কিম্ব স্ত্রী গোরু | দেয়, তবে সে সদাপ্রভুর সম্মুখে নির্দোষ পশু আনিবে। ২ সে আপন উপহারের মস্তকে হস্তপণ করিয়া সমাগমতাম্বুর দ্বারসমীপে তাহাকে হনন করিবে; পরে হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত বেদির উপরে চারি | ৩ দিকে প্রক্ষেপ করবে। পরে সে সদাপ্রভুর উদ্দেশে সেই মঙ্গলার্থক বলি সম্বন্ধীয় অগ্নিকৃত উপহার উৎসর্গ ৷ করিলে, তাহার আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রেীপরিস্থিত । ৪ সমস্ত মেদ, এবং দুই মেটিয়, তদুপরিস্থিত পার্শস্থ | মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ৫ ছাড়াইয়া লইবে । পরে হারোণের পুত্ৰগণ বেদির উপরিস্থ অগ্নির, কাঠের ও হব্যের উপরে তাহ দগ্ধ করিবে ; তাহ সদাপ্রভুর উদেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার। আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদানের উপহার মেষাদিপাল হইতে দেয়, তবে সে নির্দোষ পুং ৭ কিম্ব স্ত্রী পশু উৎসর্গ করিবে । কেহ যদি উপহারার্থে মেষশাবক দেয়, তবে সে সদাপ্রভুর সম্মুখে তাহ ৮ আনিবে ; আর আপন উপহারের মস্তকে হস্তাপণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্ৰগণ বেদির উপরে চারিদিকে ৯ তাহার রক্ত প্রক্ষেপ করিবে। আর মঙ্গলার্থক বলি হইতে কিছু লইয়। সদাপ্রভুর উদেশে অগ্নিকৃত উপহীর উৎসর্গ করিবে ; ফলতঃ তাহার মেদ ও সমস্ত লাঙ্গুল মেরুদণ্ডের নিকট হইতে ছাড়াইয়া লইবে, আর ১• আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ, এবং দুই মেটিয়া ও তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ, এবং যকৃতের X 3 శ్రి লেবীয় পুস্তক । উপরিস্থিত অস্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়। [ २ ; २२ - 8 ; >२ ॥ ১১ লইবে । পরে যাজক তাহ বেদির উপরে দগ্ধ করিবে ; ইহ সদাপ্রভুর উদেশে অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য। ১২ আর যদি সে উপহারার্থে ছাগল দেয়, তবে সে তাহ ১৩ সদাপ্রভুর সম্মুখে আনিবে ; তাহার মস্তকে হস্তীর্পণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্ৰগণ বেদির উপরে চারিদিকে ১৪ তাহীর রক্ত প্রক্ষেপ করিবে। পরে সে তাহ হইতে আপনার উপহার, সদাপ্রভুর উদেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের ১৫ উপরিস্থ সমস্ত মেদ এবং দুই মেটিয়া, তাহার উপরিস্থিত পার্শ্বস্থ মেদ, ও যকৃতের উপরিস্থিত অস্ত্রাপ্লাবক মেটিয়ার ১৬ সহিত ছাড়াইয়া লইবে । পরে যাজক বেদির উপরে সে সমস্ত দগ্ধ করিবে ; তাহ সৌরভার্থক অগ্নিকৃত উপহার১৭ রূপ ভক্ষ্য; সমস্ত মেদ সদাপ্রভুর । তোমাদের পুরুষানুক্রমে তোমাদের সকল নিবাসে পালনীয় চিরস্থায়ী বিধি এই, তোমরা মেদ ও রক্ত কিছুই ভোজন করিবে না। পাপার্থক ও দোষার্থক বলিদানের নিয়ম । 8。蠶 মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি প্রমাদবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কৰ্ম্মের ৩ কোন এক কৰ্ম্ম যদি করে : বিশেষতঃ অভিষিক্ত যাজক বদি এমন পাপ করে, যাহাতে লোকদের উপরে দোষ অর্শে, তবে সে স্বকৃত পাপের জন্ত সদাপ্রভুর উদ্দেশে নির্দোয এক গোবৎস পাপার্থক বলি৪ রূপে উৎসর্গ করিবে। পরে সমাগম-তামুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস আনিবে ; তাহার মস্তকে হস্তীৰ্পণ করিয়া সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন ৫ করিবে । আর অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত লইয়া সমাগম-তাম্বুর মধ্যে আনিবে। ৬ আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়। পবিত্র স্থানের তিরস্করিণীর অগ্রভাগে সদাপ্রভুর সম্মুখে সাত ৭ বার তাহার কিঞ্চিৎ রক্ত ছিটাইয় দিবে। পরে যাজক সেই রক্তের কিছু লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত জগদ্ধি ধূপের বেদির শৃঙ্গে দিবে, পরে গোবৎসের সমস্ত রক্ত লইয়া সমাগম-তাম্বুর দ্বারে স্থিত ৮ হোমবেদির মূলে ঢালিবে । আর পাপার্থক বলির গোবৎসের সমস্ত মেদ, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ, অন্ত্রের ৯ উপরিস্থিত সমস্ত মেদ, এবং দুই মেটিয়া ও তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লবিক মেটিয়ার ১০ সহিত ছাড়াইয়া লইবে । মঙ্গলার্থক বলির গোবৎস হইতে যেমন লইতে হয়, তদ্রুপ লইবে ; এবং যাজক ১১ হোমবেদির উপরে তাহ দগ্ধ করিবে । পরে ঐ গোবৎসের চৰ্ম্ম, সমস্ত মাংস, মস্তক ও পদ, অন্ত্র ও গোময়, ১২ সৰ্ব্বশুদ্ধ বৎসটা লইয়। শিবিরের বাহিরে কোন শুচি স্থানে, ভস্ম ফেলিয়া দিবার স্থানে, তানিয়া কাষ্ঠের উপরে অগ্নিতে পোড়াইয়া দিবে ; ভস্ম ফেলিয়া দিবার স্থানেই তাহ পোড়াইতে হইবে। 86
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।