পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ペ ১৬ যাহা হউক, আমি তোমাদিগকে ভারগ্রস্ত করি নাই, কিন্তু ধূৰ্ত্ত হওয়াতে নাকি ছলে ধরিয়াছি । ১৭ আমি তোমাদের কাছে যাহাদিগকে পাঠাইয়াছিলাম, তাহাদের কাহারও দ্বারা কি তোমাদিগকে ঠকাইয়াছি ? ১৮ আমি তীতকে অনুরোধ করিয়াছিলাম, এবং তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পঠাইয়াছিলাম ; তাত কি তোমাদিগকে ঠকাইয়াছেন ? আমরা কি একই আত্মায় চলি নাই ? কি একই পদচিহ্ন দিয়া নয় ? ১৯ এ যাবৎ তোমরা মনে করিতেছ যে, আমরা তোমাদেরই নিকটে দোষ কটাইবার কথা কহিতেছি । আমরা ঈশ্বরেরই সাক্ষাতে খ্রষ্ঠে কথা কহিতেছি ; আর, প্রিয়তমেরা, সকলই তোমাদিগকে গাথিয়৷ তুলিবার ২• নিমিত্ত কহিতেছি। কেননা আমার ভয় হয়, পাছে উপস্থিত হইলে আমি তোমাদিগকে যেরূপ দেখিতে চাই, সেইরূপ না দেখি, এবং তোমরা আমাকে যেরূপ দেখিতে ন চাও, সেইরূপ দেখ, পাছে কোন মতে বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, পরনিন্দ, কাণ ২১ ভাঙ্গানি, দৰ্প, গণ্ডগোল বাধিয় উঠে ; পাছে আমি ' পুনর্কবার আসিলে আমার ঈশ্বর তোমাদের কাছে আমাকে নত করেন, এবং যাহারা পূৰ্ব্বে পাপ করিয়াছিল, তথাপি আপনাদের কৃত অশুচি ক্রিয়া, ব্যভিচার ও লম্পটাচার বিষয়ে অনুতাপ করে নাই, এমন অনেক লোকের জষ্ঠ অামাকে বিলাপ করিতে হয় । S○ এই তৃতীয় বার আমি তোমাদের কাছে যাইতেছি। “ দুই কিম্ব তিন সাক্ষীর মুখে সকল ২ কথা নিম্পন্ন হইবে।” * দ্বিতীয় বার উপস্থিত হইলে পর এখন অনুপস্থিত আছি বলিয়, যাহারা পূৰ্বেব পাপ করিয়াছে, তাহাদিগকে ও অস্ত্য সকলকে আমি আগেই বলিয়াছি ও অাগেই কহিতেছি, যদি আবার আসি, ৩ আমি মমতা করিব না ; কারণ খ্ৰীষ্ট, যিনি আমাতে কথা কহেন, তোমরা ত তাহারই বিষয়ে প্রমাণ খুঁজিতেছ ; তিনি তোমাদের পক্ষে দুর্বল নহেন, ২ করিন্থীয়—গালাতীয় । إيه : لا ساسون لا : ية لا ] ৪ বরং তোমাদের মধ্যে শক্তিমান। কেনন। তিনি দুৰ্ব্বলতা প্রযুক্ত ক্রুশারোপিত হইয়াছিলেন বটে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রযুক্ত জীবিত আছেন। আর আমরাও তাহাতে দুৰ্ব্বল, কিন্তু তোমাদের পক্ষে ঈশ্বরের শক্তি ৫ প্রযুক্ত র্তাহার সহিত জীবিত থাকিব। আপনাদের পরীক্ষা করিয়া দেখ, তোমরা বিশ্বাসে আছ কি না ; প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা কর। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জান না যে, যীশু খ্ৰীষ্ট তোমাদিগতে আছেন ? অবশ্য যদি তোমরা অপ্রামাণিক ৬ না হও । কিন্তু আশা করি, তোমরা জানিবে যে, ৭ আমরা অপ্রামাণিক নহি । আর আমরা ঈশ্বরের কাছে এই প্রাথনা করি, যেন তোমরা কোন মন্দ কাৰ্য্য না কর, আমরা যেন প্রমাণিক বলিয় প্রতীয়মান হই, সে জষ্ঠ নয়, বরং তোমরা যেন সৎকৰ্ম্ম কর, যদিও ৮ আমরা অপ্রামাণিকের ছায় হই । কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করিতে পারি না, কেবল সত্যের ৯ সপক্ষে করিতে পারি। বাস্তবিক আমরা যখন দুৰ্ব্বল ও তোমরা বলবান, তখন আমরা আনন্দ করি ; আর ইহার জন্ত প্রার্থনাও করি, যেন তোমরা পরিপক্ক হও । ১০ এই কারণ আমি অনুপস্থিত হইয়৷ এই সকল কথা লিখিলাম, যেন উপস্থিত হইলে ও ভুর দত্ত ক্ষমতানুসারে তীক্ষ ভাব প্রয়োগ করিতে না হয় ; সেই ক্ষমতা তিনি গাথিয়া তুলিবার নিমিত্তই আমাকে দিয়াছেন, ভাঙ্গিয় ফেলিবার নিমিত্ত নয়। ১১ অবশেষে বলি, হে ভ্রাতৃগণ, আনন্দ কর, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ কর, একভাববিশিষ্ট হও, শান্তিতে থাক ; তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের ১২ সঙ্গে সঙ্গে থাকিবেন । পবিত্র চুম্বনে পরস্পর ১৩ মঙ্গলবাদ কর । পবিত্র লোক সকল তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন । - ১৪ প্রভু যীশু খ্রষ্টের অনুগ্রহ, ও ঈশ্বরের প্রেম, এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবত্তী হউক । গালাতীয়দের প্রতি প্রেরিত পোলের পত্র । পোলের প্রেরিতত্ব-পদ । S পৌল প্রেরিত—মনুষ্যদের হইতে নয়, মনুষ্যের দ্বারাও নয়, কিন্তু যীশু খ্রষ্টের দ্বারা, এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন, সেই ২ পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত—এবং আমার সহবত্তী সকল ভ্রাতা, গালাতিয়ার মণ্ডলীগণের সমীপে । ৩ আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্ৰীষ্ট হইতে ৪ অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তৃক : ইনি আমাদের পাপসমূহের জষ্ঠ্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার ৫ করেন। যুগপর্য্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হউক । আমেন ।

  • দ্বি বি ১৯ ; ১৫ । ১ তীম ৫ : ১৯ ।

182