পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ アや ৩১ দায়াধিকারী হইবে না।” অতএব, হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। ([. স্বাধীনতার নিমিত্তই খ্ৰীষ্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন ; অতএব তোমরা স্থির থাক, এবং দাসত্ব-র্যোয়ালিতে আর বদ্ধ হইও না। ২ দেখ, আমি পোল তোমাদিগকে কহিতেছি, যদি তোমরা ত্বকছেদ প্রাপ্ত হও, তবে খ্ৰীষ্ট হইতে তোমাদের ৩ কিছুই লাভ হইবে না । যে কোন মনুষ্য ত্বকছেদ প্রাপ্ত হয়, তাহাকে আমি পুনরায় এই সাক্ষ্য দিতেছি যে, সে ঋণশোধের ছায় সমস্ত ব্যবস্থা পালন করিতে ৪ বাধ্য। তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধাৰ্ম্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্ৰীষ্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত ৫ হইয়াছ। কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ৬ ধাৰ্ম্মিকতার প্রত্যাশ-সিদ্ধির অপেক্ষা করিতেছি । কারণ খ্ৰীষ্ট যীশুতে ত্বক্ছেদের কোন শক্তি নাই, অত্বকছেদেরও নাই, কিন্তু প্রেম দ্বারা কাৰ্য্যসাধক বিশ্বাসই শক্তিযুক্ত । ৭ তোমরা সুন্দররাপে দৌড়িতেছিলে ; কে তোমাদিগকে বাধা দিল যে, তোমরা সত্যের দ্বারা প্রবর্তিত হও না ? ৮ এই প্রবর্তন তাহ হইতে হয় নাই, যিনি তোমাদিগকে ৯ আহবান করিয়াছেন । অল্প তাড়ী স্থজীর সমস্ত তাল ১০ তাড়ীময় করে । তোমাদের বিষয়ে প্রভুতে আমার এমন দৃঢ় প্রতায় আছে যে, তোমাদের অন্ত কোন ভাব হইবে না, কিন্তু যে তোমাদিগকে উদ্বিগ্ন করে, সে ব্যক্তি যেই ১১ হউক, বিচারসিদ্ধ দণ্ড ভোগ করিবে । হে ভ্রাতৃগণ, আমি যদি এখনও ত্বকছেদ প্রচার করি, তবে আর তাড়ন ভোগ করি কেন ? তাহা হইলে সুতরাং ক্রুশের ১২ বিঘ্ন লুপ্ত হইয়াছে। যাহার তোমাদিগকে অস্থির করিতেছে, তাহার। আপনাদিগকে ছিন্নাঙ্গও * করুক। কারণ, হে ভ্রাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্ত আহুত হইয়াছ ; কেবল দেখিও, সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা এক জন ১৪ অষ্ঠের দাস হও । যেহেতুক সমস্ত ব্যবস্থ৷ এই একটা বচনে পূর্ণ হইয়াছে, যথা, “তোমার প্রতিবাসীকে ১৫ আপনার মত প্রেম করিবে ।” + কিন্তু তোমরা যদি পরস্পর দংশাদংশি ও গেলাগেলি কর, তবে দেখিও, যেন পরস্পরের দ্বারা কবলিত না হও । আত্মার বশে স্থির থাকিতে নিবেদন । ১৬ কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহ ১৭ হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না । কেননা মাংস আত্মার বিরুদ্ধে, এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে ; কারণ এই দুইয়ের একটী অস্থ্যটার বিপরীত, তাই তোমরা যাহা ইচ্ছা কর, তাহ সাধন ১৮ কর না । কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও, তবে

  • (ব। তোমাদের হইতে আপনাদিগকে পৃথকও করুক । * লেব ১৯ - ১৮ ।

> * গালাতীয় । [ 8 ; ৩১– ৬ ; ১৩ । ১৯ তোমরা ব্যবস্থার অধীন নও। আবার মাংসের কার্য্য সকল প্রকাশ আছে ; সেগুলি এই,—বেশ্যাগমন, ২০ অশুচিত, স্বৈরিত, প্রতিমাপূজা, কুহক, নানা প্রকার শক্ৰতা, বিবাদ, ঈষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, ২১ দলভেদ, মাৎসৰ্য্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্ত অন্ত দোষ । এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে আগে বলিতেছি, যেমন আগেই বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে, তাহারা ঈশ্বরের রাজ্যে ২২ অধিকার পাইবে না । কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, ২৩ শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুৰ্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন : এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই । ২৪ আর যাহারা খ্ৰীষ্ট যীশুর, তাহারা মাংসকে তাহার মতি ২৫ ও অভিলাষ স্কন্ধ ক্রুশে দিয়াছে। আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইস, আমরা আত্মার ২৬ বশে চলি ; অনর্থক দপ না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। Wり ভ্রাতৃগণ, যদি কেহ কোন অপরাধে ধরাও পড়ে, তবে আত্মিক যে তোমরা, তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় স্বস্থ কর, আপনাকে দেখ, ২ পাছে তুমিও পরীক্ষাতে পড়। তোমরা পরস্পর এক জন অষ্ঠের ভার বহন কর ; এই মতে খ্রীষ্টের ব্যবস্থা ৩ সম্পূর্ণরূপে পালন কর। কেননা যদি কেহ মনে করে, আমি কিছু, কিন্তু বাস্তবিক সে কিছুই নয়, তবে ৪ সে আপনি আপনাকে ভুলায়। কিন্তু প্রত্যেক জন নিজ নিজ কৰ্ম্মের পরীক্ষা করুক, তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে, ৫ অপরের কাছে নয় ; কারণ প্রত্যেক জন নিজ নিজ ৬ ভার বহন করিবে । কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগ করুক। ৭ তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় নী ; কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। ৮ ফলতঃ আপন মাংসের উদ্দেশে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়ক্লপ শস্য পাইবে ; কিন্তু আত্মার উদেশে যে বুনে, ৯ সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে । আর আইস, আমরা সৎকৰ্ম্ম করিতে করিতে নিরুৎসাহ না হই ; কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব । ১০ এজষ্ঠ আইস, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষতঃ যাহারা বিশ্বাস-বাটীর পরিজন, তাহাদের প্রতি সৎকৰ্ম্ম করি । ১১ দেখ, আমি কত বড় অক্ষরে স্বহস্তে তোমাদিগকে ১২ লিখিলাম। যে সকল লোক মাংসে স্বরূপ দেখাইতে ইচ্ছা করে, তাহারাই তোমাদিগকে ত্বকছেদ প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে ; ইহার অভিপ্রায় এই মাত্র, যেন খ্রষ্টের ক্রুশ প্রযুক্ত তাহদের প্রতি তাড়ন না ঘটে । ১৩ কেননা যাহারা ত্বকছেদ প্রাপ্ত হয়, তাহার। আপনারাও ব্যবস্থা পালন করে না ; বরং তাহদের ইচ্ছ। এই যে, তোমরা ত্বকছেদ প্রাপ্ত হও, যেন তাহার তোমাদের 186