७ ; >१- > ; २० I ] দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নিৰ্ব্বাণ ১৭ করিতে পরিবে ; এবং পরিত্রাণের শিরস্ত্রাণ * ও আত্মার ১৮ খড়গ, অথাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ কর । সর্বববিধ প্রাথন ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা কর, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতিসহ ১৯ জাগিয়া থাক, সমস্ত পবিত্র লোকের জন্ত এবং আমার পক্ষে বিনতি কর, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্ততা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহস পূর্বক সেই স্বসমাচারের নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিতে ২• পারি, যাহার নিমিত্ত আমি শৃঙ্খলে বদ্ধ হইয়া রাজদূতের কৰ্ম্ম করিতেছি ; যেমন কথা বলা আমার উচিত, তেমনি যেন সেই বিষয়ে সাহস দেখাইতে পারি। ইফিষীয়—ফিলিপীয় । ఎ উপসংহার। ২১ আর আমার বিষয়, আমার কিরূপ চলিতেছে, তাহা যেন তোমরাও জানিতে পার, তন্নিমিত্ত প্রভুভে প্রিয় ভ্রাতা ও বিশ্বস্ত পরিচারক যে তুখিক, তিনি ২২ তোমাদিগকে সকলই জ্ঞাত করিবেন। আমি তাহাকে তোমাদের কাছে সেই জন্তই পাঠাইলাম, যেন তোমরা আমাদের সমস্ত সংবাদ জ্ঞাত হও, এবং তিনি যেন তোমাদের হৃদয়ে আশ্বাস দেন । পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্ৰীষ্ট হইতে শান্তি, এবং বিশ্বাসের সহিত প্রেম, ভ্রাতৃগণের প্রতি বর্তৃক। ২৩ ২৪ আমাদের প্রভূ যীশু খ্ৰীষ্টকে যাহারা অক্ষয়ভাবে প্রেম করে, অনুগ্রহ সেই সকলের সহবত্তী হউক। ফিলিপীয়দের প্রতি প্রেরিত পোলের পত্র। মঙ্গলাচরণ । ফিলিপীয়দের নিকটে নানাবিধ আশ্বাস-বাক্য । S পৌল ও তীমথিয়, খ্ৰীষ্ট যীশুর দাস—খ্রষ্ট যীশুতে স্থিত যত পবিত্র লোক ফিলিপীতে আছেন, তাহদের এবং অধ্যক্ষগণ ও পরিচারকগণের ২ সমীপে । আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্ৰীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তৃক । যখনই তোমাদিগকে স্মরণ হয়, সৰ্ব্বদাই আমি ৪ আমার সমস্ত বিনতিতে তোমাদের সকলের জন্ত আনন্দ সহকারে বিনতি করতঃ আমার ঈশ্বরের ধস্থ্যবাদ ৫ করিয়া থাকি ; কারণ প্রথম দিবসাবধি অদ্য পয্যন্ত হসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। ৬ ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু ৭ খ্রীষ্ট্রের দিন পর্য্যন্ত তাহী সিদ্ধ করিবেন । আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা স্থায্য , কেননা আমি তোমাদিগকে হৃদয় মধ্যে রাখি ; যেহেতুক আমার বন্ধন সম্বন্ধে এবং স্বসমাচারের পক্ষসমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার ৮ সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ। কারণ ঈশ্বর আমার সাক্ষী যে, খ্ৰীষ্ট যীশুর স্নেহে আমি তোমাদের ৯ সকলের জন্ত কেমন আকাঙক্ষী । আর আমি এই প্রার্থনা করিয়া থাকি, তোমাদের প্রেম যেন তত্ত্বজ্ঞানে ও সর্বপ্রকার স্বাক্ষীচৈতন্তে উত্তর উত্তর উপচিয়া পড়ে ; ১০ এইরূপে তোমরা যেন, যাহা যাহা ভিন্ন প্রকার, তাহ J) পরীক্ষা করিয়া চিনিতে পার, + খ্রষ্টের দিন পর্য্যন্ত ১১ যেন তোমরা সরল ও বিঘ্ন রহিত থাক, যেন ধাৰ্ম্মিকতার সেই ফলে পূর্ণ হও, যাহা যীশু খ্ৰীষ্ট দ্বারা পাওয়া যায়, এইরূপে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়। এখন হে ভ্রাতৃগণ, আমার বাসন এই যে তোমরা জান, আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে, তদ্বারা বরং ১৩ মুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে ; বিশেষতঃ সমস্ত স্কন্ধাবারে এবং অন্তান্ত সকলের নিকটে আমার বন্ধন ১৪ খ্ৰীষ্ট সম্বন্ধীয় বলিয়া প্রকাশ পাইয়াছে; এবং প্রভুতে স্থিত অধিকাংশ ভ্রাতা আমার বন্ধন হেতু দৃঢ়প্রত্যয়ী হইয়৷ নিৰ্ভয়ে ঈশ্বরের বাক্য কহিতে অধিক সাহসিক হইয়াছে। ১৫ সত্য, কেহ কেহ, এমন কি, মাৎসৰ্য্য ও বিবাদেচ্ছ। প্রযুক্ত, আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্ৰীষ্টকে প্রচার ১৬ করিতেছে । ইহার প্রেমে করিতেছে, কারণ জানে যে, আমি মুসমাচারের পক্ষ সমর্থন করিতে নিযুক্ত রহিয়াছি। ১৭ কিন্তু উহার প্রতিযোগিতা বশতঃ খ্ৰীষ্টকে প্রচার করিতেছে, বিশুদ্ধ ভাবে নয়, আমার বন্ধন ক্লেশযুক্ত ১৮ ক রবে মনে করিতেছে । তবে কি ? একটী কথা নিশ্চয়, কাপটো কি সত্যভাবে, যে কোন প্রকারে হউক, খ্ৰীষ্ট প্রচারিত হইতেছেন ; আর ইহাতেই আমি আনন্দ ১৯ করিতেছি, হী, পরেও আনন্দ করিব । কেনন। আমি জানি, তোমাদের প্রার্থন এবং যীশু খ্রষ্টের আত্মার যোগান দ্বারা ইহা আমার পরিত্রাণের সপক্ষ হইবে। ২০ এইরূপে আমার ঐকান্তিকী প্রতীক্ষা ও প্রত্যাশ এই যে, আমি কোন প্রকারে লজ্জাপন্ন হইব না, বরং সম্পূর্ণ সাহস সহকারে, যেমন সৰ্ব্বদা তেমনি এখনও, খ্ৰীষ্ট > ネ
- যিশ ১১ ; ৫ । ৫২ ; ৭ ৷ ৫৯ ; ১৭ ৷
+ ( বা ) যাহা যাহা শ্ৰেয়ঃ, তাহ মানিতে পার। 191