পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» D R. আমার দেহে মহিমান্বিত হইবেন, জীবন দ্বারা হউক, ২১ কি মৃত্যু দ্বারা হউক। কেননা আমার পক্ষে জীবন খ্ৰীষ্ট, ২২ এবং মরণ লাভ । কিন্তু মাংসে ষে জীবন, তাহাই যদি আমার কৰ্ম্মের ফল হয়, তবে কোনটী মনোনীত ২৩ করিব, তাহ বলিতে পারি না । অথচ আমি দুইয়েতে সঙ্কুচিত হইতেছি ; আমার বাসনা এই যে, প্রস্থান করিয়া খ্রষ্ট্রের সঙ্গে থাকি ; কেননা তাহ বহুগুণে অধিক ২৪ শ্ৰেয়: ; কিন্তু মাংসে থাকা তোমাদের জন্ত অধিক ২৫ আবশ্যক। আর এই দৃঢ় প্রতায় আছে বলিয়। আমি জানি যে থাকিব, এমন কি, বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের নিমিত্ত তোমাদের সকলের কাছে থাকিব, ২৬ যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্ৰীষ্ট যীশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপচিয় পড়ে । কেবল, খ্রীষ্ঠের মুসমাচারের ষোগারূপে তাহার প্রজাদের মত আচরণ কর ; আমি আসিয়া তোমাদিগকে দেখি, কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে, তোমরা এক আত্মাতে স্থির আছে, এক প্রাণে মুসমাচারের বিশ্বাসের পক্ষে ২৮ মল্লযুদ্ধ করিতেছ ; এবং কোন বিষয়ে বিপক্ষগণ কর্তৃক ত্ৰাসযুক্ত হইতেছ না ; তাহ উহাদের জন্ত বিনাশের, কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ, আর এটা ঈশ্বর২৯ দত্ত । যেহেতুক তোমাদিগকে ফ্রাষ্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল র্ত্যহাতে বিশ্বাস কর, তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখভোগও কর : ৩• কারণ আমাতে যেরূপ দেখিয়াছ, এবং এখনও অামাতে হইতেছে শুনিতেছ, সেইরূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে। যীশু ত্যাগস্বীকারের চূড়ান্ত আদর্শ। २ অতএব খ্রীষ্টে যদি কোন আশ্বাস, যদি প্রেমের কোন সাস্তন, যদি আত্মার কোন সহভাগিতা, ২ যদি কোন স্নেহ ও করুণ থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ কর—একই বিষয় ভাব, এক প্রেমের ৩ প্রেমী, একপ্রাণ, এক ভাববিশিষ্ট হও । প্রতিযোগিতার কিম্বা অনর্থক দপের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেক জন আপন হইতে অন্তকে শ্রেষ্ঠ ৪ জ্ঞান কর ; এবং প্রতোক জন আপনার বিষয়ে নয়, ৫ কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখ। খ্ৰীষ্ট যীশুতে যে ভাব ৬ ছিল, তাহ তোমাদিগেতেও হউক। ঈশ্বরের স্বরূপবিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাক। ৭ ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্ত করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, ৮ মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন ; এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয় আপনাকে অবনত করিলেন, মৃত্যু পৰ্য্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পৰ্য্যন্ত আজ্ঞাবহ হইলেন। ৯ এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চপদাম্বিতও করিলেন, এবং তাহাকে সেই নাম দান করিলেন, ১০ যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ ; যেন যীশুর নামে ミ" ফিলিপীয় । [ > १ २ >- ९ ; २१ ॥ স্বৰ্গ মৰ্ত্তা পাতাল-নিবাসীদের “সমুদয় জানু পাতিত ১১ হয়, এবং সমুদয় জিহব যেন স্বীকার করে” * ষে, যীশু খ্ৰীষ্টই প্রভু, এইরূপে পিত। ঈশ্বর যেন মহিমান্বিত হন। অতএব, হে আমার প্রিয়তমেরা, তোমরা সৰ্ব্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেইরূপ নয়, বরং এখন আরও অধিকতররূপে আমার অসাক্ষণতে, সভয়ে ও সকম্পে ১৩ আপন আপন পরিত্রাণ সম্পন্ন কর। কারণ ঈশ্বরই আপন হিতসঙ্কল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও ১৪ কায্য উভয়ের সাধনকারী । তোমর বচস ও তর্কবিতর্ক ১৫ বিনা সমস্ত কায্য কর, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জোতিগণের স্থায় প্রকাশ পাইতেছ, ১৬ জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ ; ইহাতে খ্ৰীষ্টর দিনে আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব যে, আমি বৃথা ১৭ দৌড়ি নাই, বুখা পরিশ্রমও করি নাই। কিন্তু তোমাদের বিশ্বাসের যজ্ঞে ও সেবায় যদি আমি পেয় নৈবেদারূপে সেচিতও হই, তথাপি আনন্দ করিতেছি, ১৮ আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি । সেই প্রকারে তোমরাও আনন্দ কর, আর আমার সঙ্গে আনন্দ কর । তীম থিয় ও ইপাফদীতের বিষয় । ১৯ আমি প্রভু যীশুতে প্রত্যাশা করিতেছি যে, তীমথিয়কে শীঘ্রই তোমাদের কাছে পাঠাইব, যেন তোমাদের অবস্থা ২• জানিয়া আমারও প্রাণ জুড়ায় । কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহই নাই যে, প্রকৃতরূপে তোমাদের ২১ বিষয় চিন্তা কfরবে। কেননা উহারা সকলে আপন ২২ অপেন বিষয় চেষ্টা করে, যীশু খ্রষ্ট্রের বিষয় নয়। কিন্তু তোমরা ইহার পক্ষে এই প্রমাণ জ্ঞাত আছ য, পিতার সহিত সন্তান যেমন, আমার সহিত ইনি তেমনি ২৩ সুসমাচারের নিমিত্ত দাসাকৰ্ম্ম করিয়াছেন । অতএব আশা করি, আমার কি ঘটে, তাহ দেখিতে পাইলেই ২৪ তাহাকে তোমাদের নিকটে পাঠাইয়া দিব। আর প্রভুতে আমার দৃঢ় প্রত্যয় এই যে, আমি আপনিও ত্বরায় উপস্থিত হইব । পরন্তু আমার ভ্রাতা, সহকৰ্ম্ম ও সহসেন, এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপায় দীতকে তোমাদের নিকটে পঠাইয়া দেওয়া ২৬ আমার আবশাক বোধ হইল। কেনন। তিনি তোমাদের সকলকে দেখিবার জন্ত আকাঙ্ক্ষী ছিলেন এবং তোমরা তাহার পীড়ার সংবাদ শুনিয়াছ বলিয়া তিনি বাকুল ২৭ হইয়াছিলেন। আর বাস্তবিক তিনি পীড়ায় মৃতকল্প হইয়াছিলেন ; কিন্তু ঈশ্বর তাহার প্রতি দয়া করিয়াছেন, আর কেবল তাহার প্রতি নয়, আমার প্রতিও দয়া করিয়াছেন, যেন দুঃখের উপর দুঃখ আমার না হয়। প্রকা ঐ ; ১৩ । >マ ミの

  • যিশশহয় ৪ ৫ : ২৩ ৷

192