পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > 8 কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে, এত কালের পর এক্ষণে তোমরা আমার জন্ত চিন্ত৷ করিতে নুতন উদ্দীপনা পাইয়াছ : এই বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে, কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই। ১১ এই কথা আমি অনাটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে ১২ শিখিয়াfছ। আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি ; প্রত্যেক বিষয়ে ও সৰ্ব্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, এবং উপচয় কি অনাটন ভোগ ১৩ করিতে দীক্ষিত হইয়াছি । যিনি আমাকে শক্তি দেন, ১৪ তাহাতে আমি সকলই করিতে পারি। তথাপি তোমরা ১৫ আমার ক্লেশের সহভাগী হইয়া ভালই করিয়াছ । আর, হে ফিলিপীয়েরা, তোমরাও জান, মুসমাচারের আদিতে, যখন আমি মাকিদনিয়া হইতে প্রস্থান করিয়াছিলাম, তখন কোন মণ্ডলী দেওয়া লওয়া বিষয়ে আমার সহভাগী হয় নাই, কেবল তোমরাই হইয়াছিলে । ১৬ বাস্তবিক থিষলনীকীতেও তোমরা এক বার, বরং দুই বার আমার প্রয়োজনীয় উপকার পাঠাইয়াছিলে । 3 G ফিলিপীয়—কলসীয় । [8; >・ー> ; >b l ১৭ আমি দানপ্রাপ্তির চেষ্টা করিতেছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি, যাহা তোমাদের হিসাবে ১৮ বহু লাভজনক হইবে। আমি সকলই পাইয়াছি, এবং আমার উপচিয়া পড়িতেছে ; আমি পরিপূর্ণ হইয়াছি ; কারণ তোমাদের হইতে যাহা যাহা আসিয়াছে, তাহা ইপাক্রদীতের হাতে পাইয়াছি, তাহ ১৯ সৌরভ, গ্রাহ বলি, ঈশ্বরের প্রীতিজনক। আর আমার ঈশ্বর গৌরবে খ্ৰীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন ২০ করিবেন। আমাদের ঈশ্বর ও পিতার মহিম যুগ পৰ্য্যায়ের যুগে যুগে হউক । আমেন । তোমরা খ্ৰীষ্ট যীশুতে প্রত্যেক পবিত্র লোককে মঙ্গলবাদ কর । আমার সঙ্গী ভ্রাতৃগণ তোমাদিগকে ২২ মঙ্গলবাদ করিতেছেন । সকল পবিত্র লোক, বিশেষতঃ যাহারা কৈসরের বাটীর লোক, তাহার তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন। প্রভু যীশু খ্রষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবৰ্ত্তী হডক । ー > ネ○ কলসীয়দের প্রতি প্রেরিত পোলের পত্র। মঙ্গলাচরণ। কলসীয়দের জন্য ঈশ্বরের ধন্ত বাদ ] S পোল, ঈশ্বন্ধের ইচ্ছায় খ্ৰীষ্ট যীশুর প্রেরিত, এবং তীমথিয় ভ্রাতা—কলসীতে যে সকল পবিত্র লোক ও বিশ্বস্ত ভ্রাতা খ্রীষ্টে আছেন, তাহদের সমীপে । ২ আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তৃক । ৩ আমরা সৰ্ব্বদ। তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্ৰীষ্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ ৪ করিতেছি ; কেননা খ্ৰীষ্ট যীশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে, e তাহার সংবাদ শুনিয়াছি; ইহার মূল সেই প্রত্যাশিত বিষয়, যাহা তোমাদের নিমিত্ত স্বগে রাখা হইয়াছে। তাহার বৃত্তান্ত তোমরা ইসমাচারের সত্যের বাকো ৬ পূৰ্ব্বে শুনিয়াছ, যে মুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে, যেমন সমস্ত জগতেও ফলবান ও বদ্ধিষ্ণু হইতেছে ; তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে, যে দিনে তোমরা তাহ শুনিয়াছিলে, এবং ঈশ্বরের ৭ অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে। তোমরা আমাদের প্রিয় সহদাস ইপায়ার কাছে সেইরূপ শিক্ষা পাইয়াছ ; তিনি তোমাদের নিমিত্তে খ্রষ্টের বিশ্বস্ত ৮ পরিচারক : আত্মাতে তোমাদের প্রেমের বিষয়ও তিনি আমাদিগকে জ্ঞাত করিয়াছেন । 194 খ্রীষ্টের মহিমা ও পরিত্রাণ-সাধক কাৰ্য্য। ৯ এই কারণ আমরাও, যে দিন সেই সংবাদ শুনিয়াছি, সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থন ও বিনতি করিতে ক্ষান্ত হই নাই, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও, ১০ আর তদ্বারা প্রভুর যোগ্যরূপে সৰ্ব্বতোভাবে প্রীতিজনক আচরণ কর, সমস্ত সৎকৰ্ম্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্ব১১ জ্ঞানে বদ্ধিষ্ণু হও, আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুত প্রকাশার্থে তাহার প্রতাপের পরাক্রম অনুসারে ১২ সমস্ত শক্তিতে শক্তিমান হও ; আর পিতার ধন্যবাদ কর, যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্ৰগণের ১৩ অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। তিনিই আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন ; ১৪ ইহঁতেই আমরা মুক্তি, পাপের মোচন, প্রাপ্ত হইয়াছি। ১৫ ইনিই অদৃষ্ঠ ঈশ্বরের প্রতিমূৰ্ত্তি, সমুদয় স্বষ্টির প্রথমজাত ; ১৬ কেননা তাহাতেই সকলই স্বল্প হইয়াছে : স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃষ্ঠ যে কিছু আছে, সিংহাসন হউক, কি প্রভুত্ব হউক, কি আধিপতা হউক, কি কর্তৃত্ব হউক, সকলই তাহার দ্বার ও তাহার নিমিত্ত ১৭ স্বস্ট হইয়াছে ; আর তিনিই সকলের অগ্ৰে আছেন, ১৮ ও তাঁহাতেই সকলের স্থিতি হইতেছে। আর তিনিই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক ; তিনি আদি, মূতগণের