> > や সকল বিধি মনুষ্যদের বিবিধ আদেশ ও ধৰ্ম্মস্থত্রের ২৩ অনুরূপ। স্বেচ্ছাপূজা, নম্রতা ও দেহের প্রতি নির্দয়তাক্রমে এই সকল জ্ঞান নামে কীৰ্ত্তিত বটে, তথাপি ংসের পোষকতার বিরুদ্ধে কিছুর মধ্যে গণ্য নহে। ৩ অতএব তোমরা যখন খ্রীষ্ট্রের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই উদ্ধ স্থানের বিষয় চেষ্টা কর, যেখানে খ্রীষ্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ২ উদ্ধস্থ বিষয় ভাব, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। ৩ কেননা তোমরা মরিয়াছ, এবং তোমাদের জীবন খ্রাষ্ট্রের ৪ সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমাদের জীবনস্বরূপ খ্ৰীষ্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে । অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ কর, যথা, বেষ্ঠাগমন, অশুচিত, মোহ, ৬ কুঅভিলাষ, এবং লোভ, এ ত প্রতিমাপুজা । এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ৭ ক্রোধ উপস্থিত হয় । পুবে যখন তোমরা এ সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে ৮ চলিতে। কিন্তু এখন তোমরাও এ সকল ত্যাগ কর,— ক্ৰোধ, রাগ, হিংসা, নিন্দ ও তোমাদের মুখনিৰ্গত কুৎ৯ সিত আলাপ । এক জন অন্ত জনের কাছে মিথ্যা কথা কহিও না ; কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ১• ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ, এবং সেই নুতন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন স্বষ্টিকৰ্ত্তার প্রতিমূৰ্ত্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নুতনীকৃত ১১ হইতেছে। এস্থানে গ্ৰীক কি যিহুদী, ছিন্নত্বক কি অচ্ছিন্নত্বকৃ, বৰ্ব্বর, স্কুধীয়, দাস, স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্ৰীষ্টই সৰ্ব্বেসৰ্ব্ব । অতএব তোমরা, ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের, উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ১৩ ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুত পরিধান কর। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর ; প্ৰভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি কর। ১৪ আর এই সকলের উপরে প্রেম পরিধান কর : তাহাই ১৫ সিদ্ধির যোগবন্ধন। আর খ্রষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক ; তোমরা ত তাঁহারই নিমিত্ত এক দেহে আহূত হইয়াছ ; আর কৃতজ্ঞ হও । খ্রষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক ; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও অস্ত্রিক সঙ্কীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর ; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে ১৭ গান কর। আর বাক্যে কি কার্য্যে যে কিছু কর, সকলই প্রভূ যীশুর নামে কর, তাহার দ্বার পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা কর । নারীরা, তোমরা আপন আপন স্বামীর বশীভূত ১৯ হও, যেমন প্রভুতে উপযুক্ত। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম কর, তাহদের প্রতি কটুব্যবহার g > ネ > ○ > b/ 196 কলসীয় । [ ९ ; २७-8 ; ०२ ।। ২০ করিও না। সন্তানেরা, তোমরা সৰ্ব্ববিষয়ে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহাই প্রভুতে তুষ্ট২১ জনক। পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহদের মনোভঙ্গ হয়। ২২ দাসের, যাহারা মাংসের সম্বন্ধে তোমাদের প্রভু, তোমর তাহাদের আজ্ঞাবহ হও ; চক্ষুষ সেবা দ্বারা মনুষ্যের তুষ্টিকরের মত নয়, কিন্তু অন্তঃকরণের সরলতায় ২৩ প্রভুকে ভয় করিয়া আজ্ঞাবহ হও । যে কিছু কর, প্রাণের সহিত কাৰ্য্য কর, মনুষ্যের কৰ্ম্ম নয়, কিন্তু ২৪ প্রভুরই কৰ্ম্ম বলিয় কর ; কেননা তোমরা জান, প্ৰভু হইতে তোমরা দায়াধিকাররূপ প্রতিদান পাইবে : ২৫ তোমরা প্ৰভু খ্রষ্টেরই দাসত্ব করিতেছ; বস্তুতঃ যে অন্তায় করে, সে আপনার কৃত অদ্যায়ের প্রতিফল পাইবে : 8 আর প্রভুর কাছে ] মুখাপেক্ষ নাই। প্রভুরা, তোমরা দাসদের প্রতি স্থায় ও সাম্য ব্যবহার কর, জানিও যে, তোমাদেরও এক প্রভু স্বর্গে আছেন। ২ তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাক, ধন্যবাদ সহকারে ৩ এ বিষয়ে জাগিয়া থাক। আর তৎসঙ্গে আমাদের জন্তও প্রার্থনা কর, যেন ঈশ্বর আমাদের জন্ত বাক্যের দ্বার খুলিয়া দেন, যাহাতে খ্রষ্টের সেই নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিতে ৪ পারি, যাহার জন্ত আমি বন্ধনযুক্তও আছি, যেন আমার যেমন বলা উচিত, তেমনি তাহ প্রকাশ করিতে পারি। ৫ তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ ৬ কর, সুযোগ কিনিয়া লও। তোমাদের বাক্য সৰ্ব্বদ অনুগ্রহ সহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহ যেন তোমরা জানিতে পার । শেষ কথা । প্রভুতে প্রিয় ভ্রাতা, বিশ্বস্ত পরিচারক ও সহদাস যে তুখিক, তিনি তোমাদিগকে আমার সমস্ত বিষয় ৮ জানাইবেন । তোমাদের কাছে তাহণকে এই কারণ পাঠাইলাম, যেন তোমরা জানিতে পার যে, আমরা কেমন আছি, এবং তিনি যেন তোমাদের হৃদয়কে ৯ আশ্বাস দেন । আর বিশ্বস্ত ও প্রিয় ভ্রাতা ওনীঘিমকেও সঙ্গে পাঠাইলাম, যিনি তোমাদেরই এক জন । ইহার এখানকার সমস্ত সমাচার তোমাদিগকে জ্ঞাত করিবেন। আমার সহবন্দি আরিষ্টার্থ, এবং বার্ণবার কুটুম্ব মাক-যাহার বিষয়ে তোমরা আজ্ঞা পাইয়াছ ; তিনি যদি তোমাদের কাছে উপস্থিত হন, তবে তাহাকে ১১ গ্রহণ করিও—ও যুঃ নামে আখ্যাত যীশু, ইহার তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন ; ছিন্নত্বক লোকদের মধ্যে কেবল এই কএক জন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী : ইহারা আমার সান্তনাজনক হইয়া১২ ছেন । ইপাফ তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন, তিনি ত তোমাদেরই এক জন খ্ৰীষ্ট যীশুর দাস ; তিনি সতত প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করিতেছেন, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও q X e
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।