*め>bア ১১ তোমরা আছে, ঈশ্বরও আছেন । তোমরা ত জান, পিতা যেমন আপন সন্তানদিগকে, তেমনি আমরা তোমাদের প্রত্যেক জনকে আশ্বাস দিতাম, সাস্তুনা ১২ করিতাম, ও দৃঢ়ৰূপে আদেশ দিতাম, যেন তোমরা ঈশ্বরের যোগ্য মতে চল, যিনি আপন রাজ্যে ও প্রতাপে তোমাদিগকে আহবান করিতেছেন । থিষলনীকীয়দের স্তুৈৰ্য্যে পোলের আনন্দ । ১৩ আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে, আমাদের কাছে ঈশ্বরের বাৰ্ত্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে ; তাহ। ঈশ্বরের বাকাই বটে, এবং বিশ্বাসী যে তোমরা, তোমা১৪ দের মধ্যে নিজ কাৰ্য্য সাধনও করিতেছে। কারণ, হে ভ্রাতৃগণ, যিছুদিয়ায় খ্ৰীষ্ট যীশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে, তোমরা তাহীদের অনুকরী হইয়াছ ; কেননা উহারা যিহুদীদের হইতে যে প্রকার দুঃখ পাইয়াছে, তোমরাও তোমাদের স্বজাতীয় লোকদের ১৫ হইতে সেই প্রকার দুঃখ পাইয়াছ ; যিহুদীরা প্ৰভু যীশুকে এবং ভাববাদিগণকে বধ করিয়াছিল, আবার আমাদিগকেও তাড়না করিয়াছিল ; তাহারা ঈশ্বরের ১৬ তুষ্টিকর নয়, এবং সকল মনুষ্যের বিপরীত ; তাহারা আমাদিগকে পরজাতীয়দের পরিত্রাণের জন্য তাহাদের কাছে কথা বলিতে বারণ করিতেছে ; এইরূপে সতত আপনাদের পাপের পরিমাণ পূর্ণ করিতেছে ; কিন্তু তাহাদের নিকটে চূড়ান্ত ক্ৰোধ উপস্থিত হইল। ১৭ আর, হে ভ্রাতৃগণ, আমরা অল্পকালের জন্য হৃদয়ে নয়, কেবল প্রত্যক্ষে তোমাদের হইতে বিরহিত হইলে পর অতিশয় আকাঙক্ষ সহকারে তোমাদের মুখ দেখিবার নিমিত্ত আরও অধিক যত্ন করিয়াছিলাম । ১৮ কারণ আমরা, বিশেষতঃ আমি পৌল, একবার ও দুইবার, তোমাদের কাছে যাইতে বাঞ্ছা করিয়াছিলাম, ১৯ কিন্তু শয়তান আমাদের বাধা দিল । কেননা আমাদের প্রত্যাশ, বা আনন্দ, বা শ্লাঘার মুকুট কি ? তোমরাই কি নও, আমাদের প্রভু যীশুর সাক্ষাতে র্তাহার ২০ আগমনকালে ? বাস্তবিক তোমরাই আমাদের গৌরব ও আনন্দভূমি। ৩ - এজন্য আর ধৈর্য্য ধরিতে না পারাতে আর্থীনীতে একাকী থাকা আমরা বিহিত বুঝিয়া২ ছিলাম, এবং আমাদের ভ্রাতা ও খ্রীষ্টের মুসমাচারে ঈশ্বরের পরিচারক যে তীমথিয়, তাহাকে পাঠাইয়াছিলাম, যেন তিনি তোমাদিগকে স্বস্থির করেন, ৩ এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন, যেন এই সকল ক্লেশে কেহ চঞ্চল না হয় ; কারণ তোমরা ৪ আপনারাই জান, আমরা ইহারই জন্য নিযুক্ত। আর বাস্তবিক আমাদের ক্লেশ যে ঘটিবে, ইহা আমরা অগ্রে, যখন তোমাদের নিকটে ছিলাম, তখন তোমাদিগকে ১ থিষলনীকীয় । [ *、; >>ー8; } বলিয়াছিলাম ; আর তাহাই ঘটিয়াছে, এবং তোমরা ৫ তাহ জান । এ জন্য আমিও আর ধৈর্য্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানিবার নিমিত্ত উহাকে পঠাইয়াছিলাম, ভাবিয়াছিলাম, পাছে পরীক্ষক কোন প্রকারে তোমাদের পরীক্ষা করিয়াছে বলিয়া ৬ আমাদের পরিশ্রম বৃথা হইয় পড়ে। কিন্তু এখন তীমথিয় তোমাদের নিকট হইতে আমাদের কাছে আসিয়া তোমাদের বিশ্বাস ও প্রেমের শুভ সংবাদ আমাদিগকে দিয়াছেন, এবং বলিয়াছেন, তোমরা সৰ্ব্বদ। স্নেহ ভাবে আমাদিগকে স্মরণ করিতেছ, জামাদিগকে দেখিতে আকাঙ্ক্ষা করিতেছ, যেমন আমরাও তোমা৭ দিগকে দেখিতে চাই ; এজন্য, হে ভ্রাতৃগণ, তোমাদের বিষয়ে আমরা সমস্ত সঙ্কটের ও ক্লেশের মধ্যে তোমাদের ৮ বিশ্বাস দ্বারা আশ্বাস পাইলাম ; কেননা এখন আমরা বাচি, যদি তোমরা প্রভুতে স্থির থাক । ৯ বাস্তবিক তোমাদের কারণ আমরা আপন ঈশ্বরের সাক্ষাতে যে সকল আনন্দে আনন্দ করি, তাহার প্রতিদান বলিয়া তোমাদের জন্য ঈশ্বরকে কি প্রকার ১০ ধন্যবাদ দিতে পারি? আমরা যেন তোমাদের মুখ দেখিতে পাই, এবং তোমাদের বিশ্বাসের ক্রটি সকল পূর্ণ করিতে পারি, এই জন্য রাত দিন অতিশয় ১১ প্রার্থনা করিতেছি । আর আমাদের ঈশ্বর ও পিতা আপনি এবং আমাদের প্রভু যীশু তোমাদের কাছে ১২ আমাদের পথ সুগম করুন। আর প্রতু তোমাদিগকে পরস্পরের ও সকলের প্রতি প্রেমে বদ্ধিষ্ণু করুন ও উপচিয়া পড়িতে দিউন, যেমন আমরাও তোমাদের প্রতি ১৩ উপচিয়া পড়ি; এইরূপে আপনার সমস্ত পবিত্ৰগণ সহ আমাদের প্রভু যীশুর আগমন কালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয়রূপে স্বস্থির করেন। ধৰ্ম্মাচরণ করিতে বিনতি । অতএব, হে ভ্রাতৃগণ, অবশেষে আমরা প্ৰভু যীশুতে তোমাদিগকে বিনয় করিতেছি, চেতনা দিয়া বলিতেছি, কিরূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় ; এ বিষয়ে আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করিয়াছ, আর যেরূপ চলিতেছ, তদনুরূপে অধিক ২ উপচিয়া পড়। কেননা প্ৰভু যীশুর দ্বারা আমরা তোমাদিগকে কি কি আদেশ দিয়াছি, তাহা তোমরা ৩ জান । ফলতঃ ঈশ্বরের ইচ্ছ। এই, তোমাদের পবিত্রতা, ৪ যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাক, তোমাদের প্রত্যেক জন যেন পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ ৫ পাত্র লাভ করিতে জানে ; যাহারা ঈশ্বরকে জানে না, ৬ সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়। কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়, কেননা প্রভু এই সকলের প্রতিফলদাতা, যেমন আমরা পুৰ্ব্বে তোমাদিগকে বলিয়াছি ৭ ও সাক্ষ্য দিয়াছি। কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার 198
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।