{ لا لا ة لا سـنه لا ق R আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা ১৬ পাইয়াছ, তাহ ধরিয়া রাখ। আর আমাদের প্রভু যীশু খ্ৰীষ্ট আপনি, ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, এবং অনুগ্রহ দ্বারা ১৭ অনন্তকালস্থায়ী সান্তন ও উত্তম প্রত্যাশ দিয়াছেন, তিনি তোমাদের হৃদয়কে সান্তন দিউন, এবং সমস্ত উত্তম কার্য্যে ও বাক্যে সুস্থির করুন। ৩ শেষকথা এই ; হে ভ্রাতৃগণ, আমাদের নিমিত্ত প্রার্থনা কর ; যেন প্রভুর বাক্য দ্রুতগতি ও গৌরবান্বিত হয়, যেমন তোমাদের মধ্যে হইতেছে, ২ আর আমরা যেন অশিষ্ট ও মন্দ লোকদের হইতে ৩ উদ্ধার পাই ; কেননা সকলের বিশ্বাস নাই । কিন্তু প্রভু বিশ্বস্ত ; তিনিই তোমাদিগকে স্বস্থির করিবেন ও ৪ মন্দ * হইতে রক্ষা করিবেন । তার তোমাদের সম্বন্ধে প্রভুতে আমাদের এই দৃঢ় প্রত্যয় আছে যে, আমরা যাহা যাহা আদেশ করি, সেই সকল তোমরা পালন ৫ করিতেছ ও করিবে। আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রাষ্টের ধৈৰ্য্যের পথে চালাউন । আর, হে ভ্রাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রষ্টের নামে তোমাদিগকে এই আদেশ দিতেছি, যে কোন ভ্রাতা অনিয়মিতরূপে চলে, এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ, তদনুসারে চলে না, ৭ তাহার সঙ্গ ত্যাগ কর । কারণ কি প্রকারে আমাদের অনুকারী হইতে হয়, তাহ তোমরা আপনারাই জান : কেননা তোমাদের মধ্যে আমরা অনিয়মিতাচারী ছিলাম وا ২ থিষলনীকীয়—১ তীমথিয় । ৮ না ; আর বিনামূল্যে কাহারও কাছে অন্ন ভোজন
- , о о
করিতাম না, বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কাৰ্য্য ৯ করিতাম। আমাদের যে অধিকার নাই, তাহ নয় ; কিন্তু তোমাদের নিকটে আপনাদিগকে আদর্শরূপে দেখাইতে চাহিলাম যেন তোমরা আমাদের অনুকারী ১০ হও । কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে, যদি কেহ কাৰ্য্য করিতে না চায়, তবে সে অাহারও না করুক। ১১ বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি, তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিতরূপে চলিতেছে, কোন কাৰ্য্য ১২ না করিয়া অনধিকারচর্চা করিয়া থাকে। এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশু খ্রষ্টের নামে আদেশ ও উপদেশ দিতেছি, তাহারা শান্ত ভাবে কাৰ্য্য করিয়া ১৩ আপনাদেরই অন্ন ভোজন করুক। আর. হে ভ্রাতৃগণ, ১৪ তোমরা সৎকৰ্ম্ম করিতে নিরুৎসাহ হইও না । আর যদি কেহ এই পত্র দ্বারা কথিত আমাদের বাক্য না মানে, তবে তাহাকে চিহ্নিত করিয়া রাখ, তাহার সংসর্গে কও না, যেন সে লজ্জিত হয় ; অথচ তাহাকে শত্ৰু জ্ঞান করিও না, কিন্তু ভ্রাত বলিয়া চেতনা ১৬ দেও। আর শান্তির প্রভু স্বয়ং সৰ্ব্বদা সৰ্ব্বপ্রকারে তোমাদিগকে শাস্তি প্রদান করুন। প্ৰভু তোমাদের সকলের সহবত্তী হউন । এই মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম । প্রতোক পত্রে ইহাই চিহ্ন ; আমি এইরূপ লিখিয়া ১৮ থাকি। আমাদের প্রভূ যীশু খ্রষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সহবৰ্ত্তী হউক । X G 3 * তীমথিয়ের প্রতি প্রেরিত পোলের প্রথম পত্র। মঙ্গলাচরণ । তীমথিয়ের প্রতি আদেশ । S পোল, খ্ৰীষ্ট যীশুর প্রেরিত, আমাদের ত্ৰাণকৰ্ত্ত । ঈশ্বরের এবং আমাদের প্রত্যাশা-ভূমি খ্ৰীষ্ট যীশুর | ২ আজ্ঞা অনুসারে,—বিশ্বাস সম্বন্ধে আমার যথার্থ বৎস তীমধিয়ের সমীপে । পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্ৰীষ্ট যীশু হইতে অনুগ্রহ, দয়া ও শান্তি বর্তৃক। মাকিদনিয়ায় যাইবার সময়ে যেমন আমি তোমাকে অনুরোধ করিয়াছিলাম যে, তুমি ইফিষে থাকিয়া কতকগুলি লোককে এই আদেশ দেও, যেন তাহার অন্যবিধ ৪ শিক্ষা না দেয়, এবং গল্প ও অসীম বংশাবলিতে মনোযোগ না করে, তেমনি এখন করিতেছি ; কেননা সে সকল বরং বিতণ্ডা উপস্থিত করে, ঈশ্বরের যে ○ ধনাধ্যক্ষের কার্য্য + বিশ্বাস সম্বন্ধীয়, তাহ উপস্থিত ং করে না। কিন্তু সেই আদেশের পরিণাম প্রেম, যাহা শুচি হৃদয়, সৎসংবেদ ও অকল্পিত বিশ্বাস হইতে ৬ উৎপন্ন ; কতকগুলি লোক এই সকলের পথ হইতে ভ্রষ্ট হইয়া অলীক বাচালতারূপ বিপথে গিয়াছে। ৭ তাহারা ব্যবস্থার শিক্ষক হইতে চায়, অথচ যাহা বলে, ও যাহার বিষয়ে দৃঢ় নিশ্চয় ভাবে কথা কহে, তাহ ৮ বুঝে না। কিন্তু আমরা জানি, ব্যবস্থা উত্তম, যদি ৯ কেহ ব্যবস্থানুসারে উহা ব্যবহার করে, ইহা জানিয়া করে যে, ধাৰ্ম্মিকের জন্য ব্যবস্থা স্থাপিত হয় নাই, কিন্তু যাহারা অধৰ্ম্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু ও ধৰ্ম্মবিরূপক, পিতৃহন্ত ও মাতৃহন্তা, নরহন্ত, ব্যভিচারী, ১০ পুঙ্গামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যাশপথকারী, তাহাদের জন্য, এবং আর যাহা কিছু নিরাময় শিক্ষার ১১ বিপরীত, তাহার জন্য। ইহা পরম ধন্য ঈশ্বরের গৌরবের হসমাচারের অনুযায়ী, যে সুসমাচার আমার নিকটে গচ্ছিত হইয়াছে।
- ( বা ) সেই পৰ্ণপাত্মা । + ( বা ) যে বিধান ।
201