পাতা:বাঙ্গলার পরিচিত পাখী.djvu/৪৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কোকিল
৩১

নিজ সন্তান উৎপাদন করায় সে কথা “কাক” প্রবন্ধে উল্লেখ করিয়াছি। আবার শীতকালে যার অস্তিত্ব বুঝা যায় না সে পাখী সম্বন্ধে প্রশ্ন জাগে, সে তাহলে কি এ দেশে থাকে না? অথবা তার কণ্ঠনালী শীতের
কোকিল
সময় এমন আড়ষ্ট হইয়া যায় যে সে শব্দ উচ্চারণ করিতে পারে না? অনেকে বলেন যে কোকিল ভারতবর্ষের অভ্যন্তরেই অপেক্ষাকৃত কম