পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬ বাঙ্গল1-ব্যাকরণ । বক্তা বিরক্ত বা সন্তুষ্টাবস্থায় অথবা তুচ্ছবোধক কথন কালে ঐ ট-কার স্থানে ফ বা ম ব্যবহার করে, যথা,—কভক গুল পুতি মুতি পড়ে কি হবে? ইংরাজি পড় যে কায দেখিবে, একটা সরকারি ফরকারি হলেও দিনপাত হতে পারে। কহিছে ভারত, এ নহে ভারত, করিবে কথায় মথায় । ট-কার, ফ-কার ও ম-কারাদি ধাত্বনুরূপের প্রয়োগেও এই রূপ বিশেষ, ১৬২—পৃষ্ঠা.দেখ। কতিপয় অনুরূপ শব্দ অন্য বর্ণের আগমে বা আদেশেও নিৰ্ম্মিত যথা— . কাপড় চোপড় বা টণপড় ইত্যাদি । th ছেলে পিলে 35 টেলে 53 লড়ন চড়ন •, प्लेख्न לע হাটন ইটন * , টাটন • 55 ট-আণদির মধ্যে যে প্রত্যয় আদি শব্দে যুক্ত হয় তদনুরূপ শব্দেও তাহাই যোগ করাগিয়াথাকে, যথl; কাপড়খণন চোপড়খান । আদি শব্দের ও তদনুরূপ শব্দের অথবা অনুরূপের ন্যায় তৎপরে ব্যবহৃত শব্দের রূপ করিতে হইলে ঐ উভয় শব্দকে এক সংযুক্ত শব্দ গণ্য করিয়া শেষ শব্দে বিভক্তি যোগ করিতে হইবে, যথা, কত্ত্ব কণরক—কাপড়চোপড়, সম্বন্ধ—কাপড়-চোপড়ের। কৰ্ত্ত—গাছ পাল, অকিরণ—গাছ পালাতে । টা-অাদি প্রত্যয়। ১৭ পৃষ্ঠায় বর্ণিত হইয়াছে যে টা, টা; খান, খান ; খেনি বা খানি, টুকি থান ; গাছ, গাছ, গাছি ; গুল, গুলা, গুলি, গুলিন ; খানেক খানিক ; টাইক্‌ ; গোট, গুটি ; গণ, বগ ; তো, এবং ই প্রত্যয় বিভক্তিহীন সংজ্ঞা, অধিকাংশ সৰ্ব্বনাম, এবং বিশেষ্য রূপে ব্যবহৃত বিশেষণের অন্তে যুক্ত হয়, এক্ষণে বিশেষরূপে জ্ঞাতব্য এই যে — সৰ্ব্বনামের মধ্যে কে শব্দে কেবল টা যুক্ত হয়, এবং কি শব্দে ও সংস্কৃত বিশেষণ সৰ্ব্বনামে উক্ত প্রত্যয়সূকল (প্রায়) যুক্ত হয় না। c ক্রিয়াবাচক পদের মধ্যে ধাতুরূপে "দশিত ধাতুর মুলভাগে আ-কার যোগে নিম্পন্ন ক্রিয়াবাচক শব্দে, ব্যতীহারে, অন ভাগ স্ত এব• ঘএং অন, , অল ও অনট প্রত্যযান্ত কতিপয় ক্রিয়াবাচক শব্দে অনেক স্থানে, এবং অণর২ রূপ ক্রিয়াবাচক. শব্দে অতি অল্প স্থানে ঐসকল প্রত্যয় যুক্ত হয়। - ষষ্ঠ্যন্ত বিভক্তিযুক্ত ব্যক্তিবাচক সংজ্ঞার ও সৰ্ব্বনামের পরও কখন২ টা আদির যোগ হয়, কিন্তু সে স্থানে এ সম্বন্ধ কারকীয় রূপের পর ঐ প্রত্যয়