পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እዋህሙ दाक्रव्ज-वTाकद्ग१ ।। খান, থান, ও গাছ সংখ্যাবাচক শব্দের পুৰ্ব্বে যুক্ত হইলে তৎসংখ্য বা অণমুমানিক তৎসংখ্যার অথবা ভন্নিকট বৰ্ত্তি সংখ্যার অর্থ বুঝায়, যথা, খানবার পুস্তক, থান চৌদ্দ মোহর, গাছ পনের ছড়ি। টা আদির প্রয়োগ। টা আদির মধ্যে ঈ বা ইকারান্ত প্রত্যয় শব্দে যুক্ত হইলে তৰোধ্য বস্তুপ্রতি প্রায় কিঞ্চিৎ অাদর প্রকাশ হইয়া থাকে, এবং আকারান্ত প্রত্যয় যুক্ত হইলে তদ্বযুক্ত শব্দবোধ্য বস্তুতে অনেক স্থলে অনাদর প্রকাশ হয়, অধিকন্তু ঈ বা ই-কারান্ত প্রত্যয় কখন২ তদুযুক্ত শব্দবোধ্য বস্তুর রম্যতার ও অপেক্ষাকৃত ক্ষুদ্রতার আভাস দেয়, এবং আকরান্ত প্রত্যয় কখনই তদযুক্ত পদবোধ্য পদার্থের অপেক্ষাকৃত বৃহত্ত্ব ও আশ্চৰ্য্যত্বাদি প্রকাশ করে। o ট ও টা তাবৎ প্রকার শব্দেই প্রায় যুক্ত হয় ও হইতে পারে। চেটকা বা প্রায় চেটকা পাত্র বা বস্তুবাচক শব্দের পর, এবং আধার বোধক অধিকাংশ শব্দের পর, এবং আর কতিপয় শব্দের পর খান, খানা, বা খানি ব্যবহৃত হয়—যথা, একখানা থাল, নৌকাখান, পুস্তকখানি, তাহার মুখ খান বা ট। ভাল নয়। এ সুর খানি ব টা অতিমিষ্ট— খেনি, ও খানি দ্রব দ্রব্য বোধক শব্দের পর ও যে বস্তু গণিতে নাপারাযায় তাহার পর ব্যবহৃত হয়, যথা,—আমার পাওনা তৈলখেনি দেও, কতখানি ঘৃত ? তোমার অৰ্দ্ধেকখানি ভূমি আমাকে দেও। আজি অনেক খানি সময় বৃথা নষ্টহইয়াছে। পরের জন্যে এতখানি কে করে ? - টুকি উক্তরূপ শব্দে যুক্ত হইয় তাহার অল্পতা বোধক হয়, যথা, তোমার ভূমি টুকি অতি উর্বর। এখানে জল টুকি দেয় এমত কেহ নাই । অনেক স্থানে টুকির পূৰ্ব্বে সংখ্যাবাচক শব্দের ব্যবহার হয়, যথা,— এক টুকি জল, এই তিন টুকি সোনা গলাইয়া এক কর । থান মোহর শব্দে প্রয়োগ করাযায়, যথা, একথান মোহর, মেহর থান । d গাছ, গাছ, বা গাছি—যষ্টি,রজু, ও তদ্রুপ অত্যন্ত্র প্রশস্ত অথচ দীর্ঘ বস্তু বোধক শব্দে যুক্ত হয়, যথা, একগাছ লাঠি, দড়ি গাছি, তিন গাছ স্থত –কিন্তু বাশ, কলম, ইত্যাদি কতিপয় শব্দের উত্তর গাছ, গাছা, ও গাছি প্রয়োগ করাযাইতে পারে নী, যথা, একগাছ বাস ও এক গাছি কলম না বলিয়া এক খান বাস ও একটা বা টা কলম বলাযায়।