পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ›ሞ বাঙ্গলা-ব্যাকরণ । কতিপয় দ্বিকৰ্ম্মক 'এঃ্যন্ত ক্রিয়ার কৰ্ম্ম দ্বয়ের মধ্যে যে কৰ্ম্মপদ বোধ্য বস্তুকে ঐ ক্রিয়ার কার্য্য করাণ যায় তৎপদ ভাষার রীতি ক্রমে দ্বিতীয়া বিভক্তি ও (তৎপরে) দিয়া যোগে,অথবা শুদ্ধ দিয়া যোগে নিম্পন্ন হয়, যথা, তোমার ভূত্যকেfদয়া সে ব্যক্তিকে একবার ডাকাও । জালিয়া-দিয়া পুষ্করিণীর মৎস্য কিছু ধরাও । দ্বিকৰ্ম্মক বা ত্ৰিকৰ্ম্মক ক্রিয় কৰ্ম্মবাচ্যে ৰূপান্তরিত হইলে, তাহার মুখ্যকৰ্ম্ম উক্ত হয় ও গৌণ কৰ্ম্ম দ্বিতীয়াবিভক্ত্যন্তই থাকে,—অর্থাৎ কর্তৃবাচ্যে যে কন্ম দ্বিতীয়াবিভক্তিযুক্ত ছিল সে সেই ৰূপে ব্যবহার করাযায়, অন্য কৰ্ম্মউক্ত হইয়া প্রথমান্ত হয়, যথা, কর্তৃবাচ্যে—রাম শ্যামকে কন্যা দিয়াছেন ; তাহাকে সকল বিষয় জানাইলাম; তাহাকে কিছু টাকা দেওয়াইব। কৰ্ম্মবাচ্যে —রামের কন্যা শ্যামকে দত্তা" হইয়াছে ; তাহাকে সকল বিষয় জানান গেল। র্তাহাকে কিছু টাকা দেওয়ান যাইবে / অপাদানের প্রয়োগাদি । পাওন, অাকর্ষণ, রক্ষা, ও মোচনার্থক, এবং কোন না কোন ৰূপে কৰ্ত্তার বা কম্মের পৃথকৃ বা স্থানান্তর হওয়া বুঝায় এমত ক্রিয়ার কন্ম থাকিলে তাহ কৰ্ম্ম ৰূপেই ব্যবহৃত হয়, কিন্তু যাহাহইতে পায়, কৃত, আকর্ষণ, রক্ষা, মোচন,পৃথকৃব স্থানান্তর করে বা হয়, অথবা আকৃষ্ট, মুক্ত, পৃথকৃরুত বা স্থানান্তরিত হয় তদ্বোধক শব্দ অপাদান কারকে ব্যবহৃত হয়,—অপাদান কারকীয় পদ প্রকৃতৰূপে পঞ্চমী বিভক্তি যোগে নিম্পন্ন,(৩৬, ৪৬, ও ৪৭ পৃষ্ঠা দেখ) । যথা, র্যাহাহইতে এত দয়া পাইয়াছ (বা প্রাপ্ত হইয়াছ), এবং যিনি তোমাকে মায়। শৃঙ্খল-হইতে মুক্ত করিতে পারেন তাহাকে মান তোমার শ্রেয় কৰ্ম্ম । হিভোপদেশ পঞ্চ তন্ত্রাদি গ্রন্থ হইতে আকৃষ্ট বা সংগৃহীত, যেমন স্থৰ্য্য পৃথিবী হইতে এক গুণ রসাকর্ষণ করিয়া সহস্ৰগুণ বর্ষণ করেন তদ্রুপ রাজা প্রজা হইতে একগুণ কর গ্রহণ করিয়া বা লইয়া সহস্ৰগুণ উপকার করবেন। তাহাকে বাটহইতে খেদাইয়। তাড়াইয় দূর বা বাহির করিয়া দিয়াছি। সে সে স্থান হইতে বাহির বা বহিস্কৃত হইয়াছে। এই খাটখান এখান হইতে সরণইয়া বা লাড়িয়া ওখানে রাখ। বাজার হইতে এক থান কাপড় আন । র্যাহ্বাহইত্বে উৎপত্তি (হইয়াছে) তাহtভেই নিবৃত্তি (হইবে)। হে পরমেশ্বর অামাকে এই বিপদ হইতে রক্ষাকর! সে বড় বিপদ হইতে রক্ষা পাইয়াছে’ব রক্ষিত হইয়াছে। ।