পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদবিন্যাস । ・ *>> বিশেষ বিবেচন । উক্ত রূপ বাক্যের শেষাংশে স্থিত ক্রিয় অকৰ্ম্মক হইলে তাহার কৰ্ত্তা কখনই ঐ জুীচের কৰ্ত্ত হইতে ভিন্ন পদার্থ হয়, যথা, এখন আর ব্যাকরণ পড়িয়া কি হইবে। এত খাটিয়া শরীর টিকিবে কেন ? কখনই বাক্যের প্রথমাংশে কর্তৃবাচ্য জুছে পদকে তৎকৰ্ত্তার প্রকাশ ব্যতীত ব্যবহার করিয়া শেষাংশে যাওন ধাতুযোগে নিষ্পন্ন কৰ্ম্মবাচ্য (১) বা ভাব বাচ্য (২) ক্রিয়া ব্যবহার করাষায়, যথl, ণ প্রশ্নবোধক বাক্যে কখনই আবশ্যক কথাটা মাত্র প্রকাশ করিয়া বক্রী পদ উহ্য রাখা যাইতে পারে”(১) । কালি তাহ কে ধরিয়া আনা যাইবে (২) । এক ক্রিয়াতে অন্বিত ভিন্ন২ শব্দ বা বাক্যাংশ সমান রূপে গ্রথিত হইলে পরিপাটি ও সুশ্রাব্য হয়, যথা, রাজার কর্তব্য যে দুষ্টের দমন ও শিষ্টের পালন করিয়া, অধৰ্ম্মের উমূলন ও ধর্মের সংস্থাপন করেন ; অথবা রাজার কৰ্ত্তব্য যে দুষ্টকে দমন ও শিষ্টকে পালন করিয়া, অধৰ্ম্মকে উন্মুলন ও ধৰ্ম্মকে সংস্থাপন করেন” এমত রচনা সুশ্রাব্য –কিন্তু “রাজার কৰ্ত্তব্য যে দুষ্টের দমন ওশিষ্টকে পালন করিয়া, অধৰ্ম্মের উন্মুলন ও ধৰ্ম্মকে সংস্থাপন করেন” বলিলে যদিও অশুদ্ধ হয় না কিন্তু তথাপি তাদৃক স্থ শ্রাব্য হয় না । এই রূপ এক সংযুক্ত বাক্যান্তগত ভিন্ন২ বাক্যাংশ সম বা প্রণয় সম পরিমিত, ও ক্রিয়াপদ সমূহ সম বা প্রায় সমরূপ হইলে, যেমত সুচারু হয়, তাহা না হইলে তেমত হয় না, যথা, “ ধর্ম মধ্যে বিদ্যাধন শ্রেষ্ঠ ;—যাহ। দানে ক্ষয় পায় না, অণদণনে পাপ হয় না, রাজদণ্ডে হৃত হয় না, চৌর্য্যে অপহৃত হয়না, অগ্নিতে দগ্ধ হয় না, জলে মগ্ন হয় না, জ্ঞাতিকর্তৃক বিভক্ত হয় না, ভূত্যকর্তৃক ভুক্ত হয় না, গোপনে গুপ্ত হয় না, মরিলেও भूउ হয় না” বলিলে যাদৃক স্বপ্রাব্য হয়, তাদৃক “ সৰ্ব্বধন মধ্যে বিদ্যা ধন অত্যুত্তম; যে বিদ্যাধন প্রদান করিলে বাড়ে, আদান করিলে পাপ হয় না, রাজদণ্ডে হৃত হয় না, চোরে অপহরণ করিতে পারে না, অগ্নিতে দগ্ধ হয় ন, জলে ডুবেন, জ্ঞাতিকস্তৃক বিভক্ত হয় না, চাকরের খাইয়াফেলিতে পারে না, গোপন করিলে গুপ্ত থাকেন, বিদ্বান মরিলেও বিদ্যা তার নষ্ট হয় না” বলিলে সুশ্রাব্য হয় না। কোন রচনায় সাধু সংস্কৃত পদসমূহ ব্যবহার করিয়া তন্মধ্যে দুই এক অপর বা বিজাতীয় শব্দ ব্যবহার করিলে স্থপ্রাব্য হয় না। w সংস্কৃত পদের সহিত অপরপদ সংযোগ করিলে সেই সংযুক্ত পদেরও ये म*ी श्झ । -