পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ বাঙ্গল-ব্যাকরণ । ঋ বা ঋ, ৯ বা ঃ যুক্ত (হল) বর্ণ কখন২ সংযুক্ত বর্ণ কম্পিত হওয়াতে তৎপূর্ববর্ণ স্থল বিশেষে গুরু গণ্য হয়। মিত্রাক্ষরাদি । মোহমুদারাদি কতিপয় শ্লোক ভিন্ন সংস্কৃত পদ্যে এক চরণের সহিত চরণান্তরের মিত্ৰাক্ষরে মিল নাই। কিন্তু বাঙ্গলায় প্রত্যেক দুই চরণের পরস্পরে কেবল অক্ষরের সংখ্যা ও কদাচিৎ গুরুত্ব লঘুত্ব বিষয়ে ঐক্য থাকে এমত নহে, কিন্তু প্রত্যেক প্রথম ও দ্বিতীয় চরণের বা পদের শেষ বর্ণ পরস্পর একজাতীয় বা এক ৰূপে মিলে,* এবং তদ্রুপ মিলবিশিষ্ট শেষ বর্ণকে মিত্রাক্ষর বলাযায়। মিত্র ক্ষর শ্লীন পদ্য অদ্যাপি বাঙ্গলীয় রচিত হয় নাই, হইলেও সুশ্রাব্য , इग्न न1 । . r কতকগুলি ছন্দের এক চরণে দুই কিম্বা অধিক ভাগ থাকে ; ঐ সকল ভাগের নাম পদ, এক চরণের শেষ ভিন্ন আর২ পদ পরস্পর অক্ষরের সংখ্যায় ও মিত্ৰাক্ষরে (প্রায়) মিলে, এবং শেষ পদ তদযুগ্ম চরণের শেষ পদের সহিত ঐৰূপে মিলে। উক্ত ৰূপ তিন পদ বিশিষ্ট চরণ ত্রিপদীচ্ছন্দ বলাযায়, চারি পদ বিশিষ্ট চতুষ্পদী বা চৌপদী, এবং তদধিক পদ বিশিষ্ট হইলে পদের সংখ্য উল্লেখপূর্বক পদী বলাযায়। অধিকন্তু, কোন ত্রিপদী চরণের প্রথম ও দ্বিতীয় পদে ছয়২ ব। তন্ন্যন অক্ষর থাকিলে তাকা বিশেষে লঘ ত্রিপদী বলাযায়, e、 "بی جات” བསམ་ يارة o অষ্টাক্ষরের অনু্যন থাকিলে দীঘ ত্রিপদী বলাযায়; এবং চৌপদী আদি চরণও এইৰূপে বর্ণসংখ্যার নুনাধিক্যানুসারে লঘু ও দীর্ঘ কথিত হয়, ইহার সবিশেষ বর্ণন যথাস্থলে হইবে। বিশেষ বিধে চন । মিত্রাক্ষর সংযুক্ত বা অসংযুক্ত হউক সৰ্ব্বাংশে একরূপ বা পরস্পর সমান হইলে শ্রেষ্ঠ হয়, যথা,— ', শরণ্য যে জন ಸ್ಪೆ ল ওরে স্মরণ । t বরেণ্য যে ধন তার কররে বরণ। .

  • সমস্যাদিতে চারিচরণেই প্রায় সমমিত্রাক্ষর থাকে; এবং কখনই এক নাচাড়ীর সকল চরrে সমান মিত্রীক্ষর থাকে।