পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ (*७ বাঙ্গলাব্যাকরণ । হোশিয়ার পদকে ইমার করিয়াছেন, ভয়া বা ভৈলা পদকে ভেল লিখিয়াছেন, পিয়াস শব্দ স্থলে পিয়াস বলিয়াছেন। মহাকবিপ্রয়োগ । কোন২ বড় কবি’(স্থল বিশেষে) কোন২ পদ এৰূপে ব্যবহার করিয়াছেন যে তাহ ব্যাকরণসিদ্ধ নয় এবং সচরাচর ব্যবহার প্রসিদ্ধ ও নয়, যথা – দেয় পদস্থলে দেই | নিভাইল পদস্থলে নিভায়ল নেয় 35 নেই আমি বা মুই , মুহি খেলে 33 খেলই তুমি ব। তুই לל তুহি ংশে 33 দংশই छ्झे כל झुश्। না কহিও ' , না কহ কণপুরুষত , কাপুরুষতাই বীরয়ে 33 বারই | ইত্যাদি — আর২ দুই এক কবিও মহাকবি প্রয়োগ প্রমাণে তদনুরূপে উক্তরূপ পদ গাথিয়াছেন ও গণথিয়া থাকেন। - পদ্যে পদবিন্যাস । পদবিন্যাসের ষে নিয়ম ও ক্রম বর্ণনা করাগিয়াছে তাহ বিশেষে গদ্যের নয় কিন্তু গদ্য-পদ্য-সাধারণ | তথাচ বিশেষে জ্ঞাতব্য এই যে উক্ত নিয়মক্রমে বিন্যস্ত কোন বাক্যে বা বাক্যাংশে যদি ছন্দ হয় এবং পদ্য শুনায় (অর্থাৎ তাহতে যদি সেই অনিৰ্ব্বচনীয় পদ্য ভাবটী পাওয়া যায়) তবেই তাহ পদ্য নত্তব সংখ্যাত বর্ণে পদ্যের নিয়মক্রমে গ্রথিত গদ্য মাত্র। অতএব শ্রবণে পদ্য শুনাইলে পদবিন্যাসের সাধারণ নিয়মক্রমে চরণ গাথা যাইতে পারে, নৰ্ত্তব পদসমুহ যে ৰূপে সাজাইলে ছন্দ হয় ওপদ্য শুনায় সেই ৰূপে গাথাযায় ও যাইতে পারে। পয়ারদি সহজ ছন্দে পদসকল অধিক উলটা পুলটা হয় না,কিন্তু ত্রিপদী আদি যেসকল ছন্দে ত্রকচরণে অনেক পদ ও মিত্রাক্ষর থাকে, এবং তোতটকাদি যে সকল ছন্দে গুরুত্ব লৰুেত্ব ভেদ অথচ মিত্রাক্ষরের অবশ্যকতা তাহাতে ঐ সকল অনুরোধ হেত্ত পদবিন্যাসের নিয়ম প্রায় রক্ষা হয় না।