পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিহ্ন-বিবরণ। ২৫৭ যথা,-কৃষ্ণচন্দ্র মহারাজু, সুরেন্দ্রধরণীমাঝ, কৃষ্ণনগরেড়ে রাজধানী। সিন্ধু অগ্নি রাহুমুখে, শশীবীপ দেয় দুখে, র্যার যশে হয়ে অভিমানী। এই পদ সমূহ যথাক্রমে বিন্যাসে “ মুহারাজ কৃষ্ণচন্দ্র, ধরণী মাঝে সুরেন্দ্র, ভেঁাহার) রাজধানী কৃষ্ণনগরেতে। যার যশে অভিমানী হয়ে অগ্নি সিন্ধুমুখে, (ও) শশী রাহুমুখে বাপ দেয়” এই বাক্য হয় ; কিন্তু ত্রিপদী ছন্দের অনুরোধে উক্ত চরণদ্বয় সাধারণ. নিয়মের ব্যতিক্রমে গ্রথিত হইয়াছে। অার২ ছন্দেও এইরূপ জ্ঞেয় । * e • অন্ত্য যমকের একপ্রকার অস্থরূপে কখনই প্রকৃতার্থক কী নঞ অর্থক পদের দ্বিরুক্তি করাযায়, এবং ঐ দ্বিরুক্তির মধ্যে কদাচিৎ সম্বোধন-চিহ্ন ব্যবহৃত হইয়া থাকে, যথl,— অতএব এমৃনি দিন যাবেন যাবেন। গেলে দিন ফিরে দিন পাবেন! পাবেন । চপল চঞ্চল ঐ সে , আচল হবেন । প্রাণ পণ করিলেও রবেন। রবেন । বায়ুর দাক্ষিণ যত, হইয়াছি অবগত, সুধাকরে সুধাকত, জেনেছি হে জেনেছি। মদনের ফুলবাণ, তাও জেনেছি হুে প্রাণ, পিকরব মধু যত শুনেছি হে শুনোছ ৷ তোমার বিরহে সখা, কণর না পেয়েছি দেখ1, যেজন যেমন সবে, চিনেছি হে চিনেছি । সহিয়া এ সব দুখ, ফাটে নাই এই বুক, তাই এবে মিথ্যাবাদি,হতেছি হে হতেছি ৷ ” দশম পরিচ্ছেদ । চিকু-বিবরণ। ৭ এই চিহ্ন এক প্রকার শুণ্ড সদৃশ হওয়াতে গণেশের শুণ্ড স্থচক হয়। পূৰ্ব্বকালে পত্রাদির উপরে ঈশ্বরের নামের পুৰ্ব্বে গণেশের উদেশে ৭ এই চিহ্ন লিখার রীতুি ও নীতি ছিল এই আশাতে যে সিদ্ধিদাতা গণেশ লেখকের এতাদৃশ ভক্তিতে প্রসন্ন হইয়। তাহার লিখিত বিষয় সুসিদ্ধ করিবেন। • এক্ষণেও অনেকে ঐ চিহ্ন ব্যবহার করিয়া থাকেন। , -- p 為 ङ्