পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ दांत्रव्न-दTांदद्भ१ ।। উক্ত রূপ অ৷ ই, ঈ, উ, বা, উ-কারান্ত নামের প্রথম হল আকার যুক্ত হইলে ঐ অ! (প্রায়) এ হয়, যথা, রাধা—রেধো ; বঁাশি—বেশে ; কাশী—কেশে । o নিমু লিখিত শব্দ কতিপয় এবং আরো কতিপয় শব্দ নিপাতনে সিদ্ধ,— যথা, রাজ—রৈজে, তাজ—তেজো ; বন-বনে বা বুনে, পদ্ম—পদ বা পদে । তিন হলযুক্ত নামের অন্তে অ কিম্ব হল বর্ণ থাকিলে, এবং মধ্য হলে অ বা ই যুক্ত থাকিলে শেষে অযুক্ত ও মধ্যকার ই লুপ্ত হয়, যথা, প্রভাপ—প্ৰতাপে, গোপাল—গোপালে বা গোপল ; মাণিক— মানকে, হরিশ—হরশে। কিন্তু উক্ত শব্দের মধ্য হলে অ কিম্বা এ যুক্ত থাকিলে ঐ অ বা এ লুপ্ত এবং অন্ত্যহলে অ যুক্ত হয়, যথা, মদন—মদন, গণেশ—গণশ । তিন হলবিশিষ্ট অকণরান্ত অথবা (অকণরহীন) হলন্ত এবং মধ্য হলে অকারযুক্ত কতকগুলি নাম আছে যাহার অন্তে এ-কণর যুক্ত হয় ও মধ্য অ উ-কারে পরিবর্তিত হয়, যথা, সুন্দর—সুন্দুরে, মোহন—মোহুনে, চন্দর-চন্দুরে, তারণ—ভারণে বা ভারণ, যাদব—যাদুবে বা যেদেl, মাধব—মাধুবে,_মাধা বা মেধে, আনন্দ—অণমৃন্দে বা আন্দে, ঈশ্বর – ঈখুরে বা ঈশে, প্রসন্ন—প্রস্থন্নে বা পেস । মহেশ হইতে ময়শ, সৰূপ হইতে সরপো, ঠাঙ্গর হইতে ঠাকুরে, ভুবন-হইতে ভুবনে এবং আর কতিপয় শব্দ নিপণতনে সিদ্ধ । চারি বা অধিক হলবিশিষ্ট নামের শেষে এ যুক্ত হয়, এবং তদবস্তণয় অস্ত্য হলের পূৰ্ব্বে অ৷ থাকিলে তাহ এ-কারে পরিবর্তিত হয়, যথ", নারায়ণ—নগরায়ণে বা নগরাণে, দিগম্বর—দিগম্বরে, ভগবান—ভগবেনে । উক্তরূপ কতকগুলি নাম অধিকাণ শে সজিক্ষপ্ত ও নিয়মাতিক্রমে বিকৃত হয়, যথা, পীতাম্বর—পীতমে, দিগম্বর—দিগমে, ভগবান—ভগা, ভগবতী —ভগো (পুং), ভগী (স্ত্রী)। দুই বা অধিক শব্দবিশিষ্ট সংযুক্তনামের প্রায় প্রথম শব্দ এবং কখন ২ শেষ শব্দ লইয়া উক্ত নিয়মানুসারে বিকৃত করাযায়, যথা, রামধন—রাম বা ধনা, জয়শঙ্কর—জয়া বা শঙ্করে। কখনই সকল শব্দই থাকে, এবং তদবস্থায় কেবল শেষ শব্দ বিকৃত হয়,-যথা, রামধন, জয়শঙ্কুরে, রামকৃষ্ণ যদি সংযুক্ত নামের শেষ শব্দ দুষ্ট হল বিশিষ্ট এবং অকারান্ত বা হসন্ত হয়, এবং ঐ দুই হলের প্রথম হলে আকারযুক্ত থাকে তবে ঐ আকার