এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট (গ)
গুপ্তরাজবংশ:–
শ্রীগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||||||
ঘটোৎকচগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||||||
(১) প্রথম চন্দ্রগুপ্ত | কুমারদেবী | ||||||||||||||||||||||||||||||||||||
(২) সমুদ্রগুপ্ত | দত্তদেবী | ||||||||||||||||||||||||||||||||||||
কুবেরনাগা | (৩) দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাঙ্ক বা বিক্রমাদিত্য | ধ্রুবদেবী বা ধ্রুবস্বামিনী | |||||||||||||||||||||||||||||||||||
রুদ্রসেন (বাকাটক বংশীয় রাজা) | প্রভাবতী | ||||||||||||||||||||||||||||||||||||
দিবাকরসেন | |||||||||||||||||||||||||||||||||||||
? | (৪) প্রথম কুমারগুপ্ত | অনন্তদেবী | গোবিন্দগুপ্ত ইনি সম্ভবতঃ মগধের গুপ্তরাজবংশের আদিপুরুষ (পরিশিষ্ট ঘ) | ||||||||||||||||||||||||||||||||||
(৫) স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য | (৬) পুরগুপ্ত প্রকাশাদিত্য (?) | শ্রীবৎসদেবী | |||||||||||||||||||||||||||||||||||
(৭) নরসিংহগুপ্ত বালাদিত্য | মহালক্ষ্মীদেবী | ||||||||||||||||||||||||||||||||||||
(৮) দ্বিতীয় কুমারগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||||||
তৃতীয় চন্দ্রগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||||||
দ্বাদশাদিত্য | |||||||||||||||||||||||||||||||||||||
বিষ্ণুগুপ্ত চন্দ্রাদিত্য | |||||||||||||||||||||||||||||||||||||
জয়গুপ্ত প্রকাণ্ডযশা | |||||||||||||||||||||||||||||||||||||
গুপ্তবংশের সম্রাট্গণের অধিকাংশ খোদিতলিপি ডাক্তার ফ্লিটের Corpus Inscriptionum Indicarum, Vol. III. নামক গ্রন্থে প্রকাশিত হইয়াছিল। ইহাতে নিম্নলিখিত অত্যাবশ্যকীয় খোদিতলিপির উদ্ধৃত পাঠ প্রকাশিত হইয়াছিল:—
- (১) এলাহাবাদে অশোক-স্তম্ভে উৎকীর্ণ হরিষেণ-রচিত সমুদ্রগুপ্তের প্রশস্তি।