এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট (ঘ)
দ্বিতীয় গুপ্তরাজবংশ (অফ্সড় ও দেওবরনার্কের খোদিত লিপি হইতে):–
দ্বিতীয় চন্দ্রগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||
প্রথম কুমারগুপ্ত | গোবিন্দগুপ্ত অথবা কৃষ্ণগুপ্ত | ||||||||||||||||||||||||||||||||
হর্ষগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||
১ম জীবিতগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||
৩য় কুমারগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||
দামোদরগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||
মহাসেনগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||
শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত | মাধবগুপ্ত | শ্রীমতীদেবী | |||||||||||||||||||||||||||||||
আদিত্যসেন | কোণদেবী | ||||||||||||||||||||||||||||||||
দেবগুপ্ত | কমলাদেবী | ||||||||||||||||||||||||||||||||
২য় জীবিতগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||
১৯০৩ খৃষ্টাব্দে ডাক্তার ব্লক বৈশালীর ধ্বংসাবশেষ খননকালে একটি মৃন্ময় মুদ্রা আবিষ্কার করিয়াছিলেন। এই মুদ্রা হইতে অবগত হওয়া যায় যে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের