এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২২
বাঙ্গালার ইতিহাস।
পত্নী ধ্রুবস্বামিনীর গোবিন্দগুপ্ত নামক আর একটি পুত্র ছিল। ডাক্তার ব্লক অনুমান করেন যে, এই গোবিন্দগুপ্ত ও মগধের গুপ্তরাজবংশের আদিপুরুষ কৃষ্ণগুপ্ত একই ব্যক্তি।
মৌখরি রাজবংশ:—
হরিবর্ম্মা | জয়স্বামিনী | ||||||||||||||||||||||||||||||
আদিত্যবর্ম্মা | হর্ষগুপ্তা | ||||||||||||||||||||||||||||||
ঈশ্বরবর্ম্মা | উপগুপ্তা | ||||||||||||||||||||||||||||||
ঈশানবর্ম্মা | লক্ষ্মীবতী | ||||||||||||||||||||||||||||||
শর্ব্ববর্ম্মা | অবন্তীবর্ম্মা | যজ্ঞবর্ম্মা | |||||||||||||||||||||||||||||
গ্রহবর্ম্মা | শার্দ্দূলবর্ম্মা | ||||||||||||||||||||||||||||||
ভোগবর্ম্মা | অনন্তবর্ম্মা | ||||||||||||||||||||||||||||||
আদিত্যসেনের দৌহিত্রী বৎসদেবীর সহিত নেপালের লিচ্ছবীবংশজাত শিবদেবের বিবাহ হইয়াছিল। শিবদেবের পুত্র জয়দেবের সহিত কামরূপরাজ হর্ষদেবের কন্যা রাজমতীর বিবাহ হইয়াছিল।
মাধবগুপ্ত | |||||||||||||||||||||||||||||||||||
আদিত্যসেন | উদয়দেব | ||||||||||||||||||||||||||||||||||
দেবগুপ্ত | কন্যা | (মৌখরিরাজ) ভোগবর্ম্মা | নরেন্দ্রদেব | ||||||||||||||||||||||||||||||||
বৎসদেবী | শিবদেব | হর্ষদেব (কামরূপরাজ) | |||||||||||||||||||||||||||||||||
জয়দেব | রাজ্যমতী | ||||||||||||||||||||||||||||||||||
(৭৫৯ খৃষ্টাব্দে) | |||||||||||||||||||||||||||||||||||