এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম পরিচ্ছেদ।
১২৩
নিধানপুরে আবিষ্কৃত কামরূপরাজ ভাস্করবর্ম্মার তাম্রশাসনে ভগদত্তবংশীয় রাজগণের বংশপরিচয় পাওয়া গিয়াছে:—
পুষ্যবর্ম্মা | |||||||||||||||||||||||
সমুদ্রবর্ম্মা | দত্তদেবী | ||||||||||||||||||||||
বলবর্ম্মা | রত্নবতী | ||||||||||||||||||||||
কল্যাণবর্ম্মা | গন্ধর্ব্ববতী | ||||||||||||||||||||||
গণপতিবর্ম্মা | যজ্ঞবতী | ||||||||||||||||||||||
মহেন্দ্রবর্ম্মা | সুব্রতা | ||||||||||||||||||||||
নারায়ণবর্ম্মা | দেববতী | ||||||||||||||||||||||
মহাভূতবর্ম্মা | বিজ্ঞানবতী | ||||||||||||||||||||||
চন্দ্রমুখবর্ম্মা | ভোগবতী | ||||||||||||||||||||||
স্থিতবর্ম্মা | নয়নদেবী | ||||||||||||||||||||||
সুস্থিতবর্ম্মা, নামান্তর মৃগাঙ্ক | শ্যামাদেবী | ||||||||||||||||||||||
সুপ্রতিষ্ঠিতবর্ম্মা | ভাস্করবর্ম্মা | ||||||||||||||||||||||