পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ষষ্ঠ পরিচ্ছেদ।


অরাজকতা

 শৈলবংশীয় নরপতি কর্ত্তৃক পৌণ্ড্রদেশ বিজয়—কামরূপের হর্ষদেব কর্ত্তৃক গৌড় বিজয়—কান্যকুব্জরাজ যশোবর্ম্মার মগধবিজয়—ললিতাদিত্য ও যশোবর্ম্মা—গৌড়েশ্বর বধের উপাখ্যান—জয়াপীড়—জয়ন্ত—জয়ন্তের ঐতিহাসিকতা—আদিশূর ও জয়ন্ত—কুলশাস্ত্রের প্রমাণ—গুর্জ্জরজাতি—প্রাচীন সাহিত্য ও খোদিতলিপিতে গুর্জ্জরজাতির উল্লেখ—গুর্জ্জর ও প্রতীহারের একত্ব—ভিল্লমালের গুর্জ্জরপ্রতীহার বংশ—বৎসরাজ—রাষ্ট্রকূটরাজবংশ—দন্তিদুর্গ—ধ্রুবধারাবর্ষ—উত্তরাপথ বিজয়—বৎসরাজের পরাজয়—ইন্দ্রায়ুধ ও চক্রায়ুধ—ধ্রুবধারাবর্ষের দ্বিগ্বিজয়—গৌড়বঙ্গে অরাজকতা—রাজা নির্ব্বাচন।


 খৃষ্টীয় সপ্তম শতাব্দীর শেষভাগে ও অষ্টম শতাব্দীর প্রারম্ভে মগধের গুপ্তবংশীয় রাজগণের অধঃপতনের সময়ে উত্তরাপথের পূর্ব্বভাগ বার বার ভারতের ভিন্ন ভিন্ন দেশের রাজগণ কর্ত্তৃক আক্রান্ত হইয়া অতিশয় দুর্দ্দশাগ্রস্ত হইয়াছিল। মধ্যপ্রদেশে রঘোলিগ্রামে আবিষ্কৃত শৈলবংশোদ্ভব দ্বিতীয় জয়বর্দ্ধন নামক নরপতির তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, দ্বিতীয় জয়বর্দ্ধনের পিতামহের জ্যেষ্ঠ ভ্রাতা পৌণ্ড্রদেশের নরপতিকে নিহত করিয়া সমস্ত পৌণ্ড্রদেশ অধিকার করিয়াছিলেন[]। এই তাম্রশাসনের অক্ষর দেখিয়া অনুমান হয় যে, ইহা খৃষ্টীয় অষ্টম

  1. তেষামুর্জ্জিতবৈরি-বিদারণ-পটুং পৌণ্ড্রাধিপং ক্ষ্মাপতিং
    হত্বৈকো বিষয়ং তমেব সকলং জগ্রাহ শৌর্য্যান্বিতঃ॥
    —Epigraphia Indica, Vol. IX, p. 44.